দিল্লি, 15 সেপ্টেম্বর : কোরোনায় সংক্রমিত হয়ে এখনও পর্যন্ত দেশে 64 জন চিকিৎসকসহ 155 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে । মঙ্গলবার এই পরিসংখ্যান প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রক । যদিও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী, কোরোনায় আক্রান্ত হয়ে দেশে মোট 100 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ।
দেশের মধ্যে উত্তরপ্রদেশে কোরোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসকের মৃত্যু হয়েছে । সেখানে 8 জন মারা গেছেন । এরপরই তালিকায় রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর নাম ।
স্বাস্থ্য রাজ্যের বিষয় । তাই রাজ্যভিত্তিক মৃত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে নেই । তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ বিমা প্যাকেজের অধীনে যাঁরা স্বাস্থ্য বিমার দাবি জানিয়েছেন তাঁদের তালিকা জাতীয়স্তরে নথিভুক্ত করা হয়েছে । জানান স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ।
26 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বাস্থ্যমন্ত্রকে বিমার টাকার জন্য আবেদন জমা পড়েছে । কোরোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করায় স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লাখের স্বাস্থ্যবিমা ঘোষণা করেছিল স্বাস্থ্যমন্ত্রক ।