ETV Bharat / city

বড়বাজারে বহুতল থেকে ছুড়ে ফেলা হল শিশুদের ! গ্রেপ্তার 1 - বহুতল থেকে পড়ে গুরুতর জখম দুই শিশু

নন্দরাম মার্কেট
ছবি
author img

By

Published : Jun 14, 2020, 8:08 PM IST

Updated : Jun 14, 2020, 9:35 PM IST

20:03 June 14

দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে । অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ।

কলকাতা, 14 জুন: তখন সন্ধে ছ'টা । বড়বাজারের নন্দরাম মার্কেটের পাশে নেতাজি সুভাষ রোডের একটি বিল্ডিংয়ের পাশে পরপর দু'বার আওয়াজ । রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই শিশুর বয়স ছিল দুই বছর । মৃত শিশুর পরিবারের অভিযোগ, এটি কোনও দুর্ঘটনা নয় । ছুড়ে ফেলা হয়েছে শিশুদের । ঘটনার জেরে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাস্থানে এসে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ ।

পুলিশ সূত্রের খবর, মৃত শিশুর পরিবারের দিন পনেরো আগে শিবকুমার গুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অশান্তি হয় । সেই সময় শিবকুমার মৃত শিশুর বাবার অনিষ্ট করার হুমকি দিয়েছিল বলে অভিযোগ । সেদিনের ঘটনার সাক্ষী ছিল 113 নম্বর এন এস রোডের আশপাশের বাড়ির লোকজনও । অভিযোগ, সেই ঘটনার সূত্র ধরে আজ সন্ধেয় ওই বিল্ডিংয়ের পাঁচতলা থেকে দুই শিশুকে ফেলে দেয় শিবকুমার। তাদের একজনের বয়স 6 বছর, অন্যজনের বয়স 2 বছর । স্থানীয়রা সঙ্গে সঙ্গে ওই দুই শিশুকে হাসপাতলে নিয়ে যায় । সেখানেই দুই বছর বয়সি শিশুর মৃত্যু হয় । অন্য এক শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক । ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ । পুলিশের একটি দল যায় হাসপাতালে ।  

এদিকে মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে প্রথমে আটক করা হয় 55 বছর বয়সি শিবকুমারকে । ঘটনাস্থানে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা । শিবকুমারকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় প্রাথমিকভাবে সে দোষ স্বীকার করে । এরপরই তাকে গ্রেপ্তার করা হয় । এপ্রসঙ্গে যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা বলেন, “ সব দিক খতিয়ে দেখা হচ্ছে । যদি এটি খুনের ঘটনা হয় তবে কোনওভাবেই অপরাধীকে রেয়াত করা হবে না । কড়া আইনি পদক্ষেপ করা হবে ।"

20:03 June 14

দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে । অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ।

কলকাতা, 14 জুন: তখন সন্ধে ছ'টা । বড়বাজারের নন্দরাম মার্কেটের পাশে নেতাজি সুভাষ রোডের একটি বিল্ডিংয়ের পাশে পরপর দু'বার আওয়াজ । রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই শিশুর বয়স ছিল দুই বছর । মৃত শিশুর পরিবারের অভিযোগ, এটি কোনও দুর্ঘটনা নয় । ছুড়ে ফেলা হয়েছে শিশুদের । ঘটনার জেরে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাস্থানে এসে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ ।

পুলিশ সূত্রের খবর, মৃত শিশুর পরিবারের দিন পনেরো আগে শিবকুমার গুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অশান্তি হয় । সেই সময় শিবকুমার মৃত শিশুর বাবার অনিষ্ট করার হুমকি দিয়েছিল বলে অভিযোগ । সেদিনের ঘটনার সাক্ষী ছিল 113 নম্বর এন এস রোডের আশপাশের বাড়ির লোকজনও । অভিযোগ, সেই ঘটনার সূত্র ধরে আজ সন্ধেয় ওই বিল্ডিংয়ের পাঁচতলা থেকে দুই শিশুকে ফেলে দেয় শিবকুমার। তাদের একজনের বয়স 6 বছর, অন্যজনের বয়স 2 বছর । স্থানীয়রা সঙ্গে সঙ্গে ওই দুই শিশুকে হাসপাতলে নিয়ে যায় । সেখানেই দুই বছর বয়সি শিশুর মৃত্যু হয় । অন্য এক শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক । ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ । পুলিশের একটি দল যায় হাসপাতালে ।  

এদিকে মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে প্রথমে আটক করা হয় 55 বছর বয়সি শিবকুমারকে । ঘটনাস্থানে পৌঁছায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা । শিবকুমারকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় প্রাথমিকভাবে সে দোষ স্বীকার করে । এরপরই তাকে গ্রেপ্তার করা হয় । এপ্রসঙ্গে যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা বলেন, “ সব দিক খতিয়ে দেখা হচ্ছে । যদি এটি খুনের ঘটনা হয় তবে কোনওভাবেই অপরাধীকে রেয়াত করা হবে না । কড়া আইনি পদক্ষেপ করা হবে ।"

Last Updated : Jun 14, 2020, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.