ETV Bharat / bharat

করোনা আক্রান্তদের সুবিধার্থে নতুন ফিচার জোম্যাটো অ্যাপে - covid emergency

খাবার অর্ডারেরে সময় গ্রাহকরা এই 'কোভিড এমারজেন্সি' ফিচারে মাধ্যমে দ্রুত পরিষেবা পাবেন বলে টুইটে জানিয়েছেন জোম্যাটোর কর্ণধার দ্বিপিন্দর গোয়াল। সরবরাহকারী ও অন্যান্য গ্রাহকদের কথা মাথায় রেখে গোটা বিষয়টি কন্ট্যাক্টলেস করা হবে।

Zomato app , food delivering apps, covid patients, covid emergency
Zomato rolls out new covid emergency feature
author img

By

Published : Apr 22, 2021, 3:53 PM IST

Updated : Apr 22, 2021, 6:48 PM IST

হায়দরাবাদ, 22 এপ্রিল : যেভাবে দাত-নখ শানিয়ে থাবা বসিয়েছে করোনা তাতে প্রতিনিয়তই বেড়ে চলেছে আক্রান্তদের সংখ্য। একদিকে ভ্যাকসিন নিয়েও করোনা-পজিটিভ অন্যদিকে ফের দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য অ্যাপে কোভিড এমার্জেনসি নামে বিশেষ ফিচার যোগ করল জোম্যাটো কর্তৃপক্ষ।

এর ফলে জোম্যাটোর গ্রাহকরা খাবার অর্ডার করে চেকআউটের সময় যদি *এই অর্ডারটি কোভিড এমারজেনসি সমক্রান্ত* মার্ক করেন সেক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে অর্ডার দ্রুত ডেলিভারি করা হবে, একটি টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন কর্ণধার দ্বিপিন্দর গোয়াল।

  • Today, along with thousands of our restaurant partners, we just rolled out a “priority delivery for covid emergencies'' feature on the Zomato app. This feature will allow our customers to mark *This order is related to a COVID-19 emergency* option during checkout. (1/4) pic.twitter.com/BxmBF02PnS

    — Deepinder Goyal (@deepigoyal) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ফিচারের মাধ্যমে খাবার তৈরি থেকে খাবার সরবরাহ , করোনা বিধি মেনে যত দ্রুত সম্ভব করা হবে বলে তিনি জানিয়েছেন। সরবরাহকারী ও অন্যান্য গ্রাহকদের কথা মাথায় রেখে গোটা বিষয়টি কন্ট্যাক্টলেস করা হবে। তবে কোভিডকালে শুধুমাত্র আক্রান্তরাই নয় বরং অন্যান্য গ্রাহকরা যাতে কন্ট্যাক্টলেস ডেলিভারির বিষয়টিকে গুরুত্ব দেন সেই অনুরোধও করেছেন দ্বিপিন্দর।

সংস্থার এই পদক্ষেপকে সমর্থনে করছেন জোম্যাটোর পার্টনার রেস্টুরেন্টগুলি। বিষয়টি কার্যকরী করতে তাঁরা বদ্ধপরিকর বলে জোম্যাটো কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানিয়েছেন ১০০০টি রেস্টুরেন্টে মালিকরা।

সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরা। যদিও এই ফিচারটির অপব্যবহার হতে পারে বলেও চিন্তা প্রকাশ করেছেন অনেকে।

ফিচারের অপব্যবহার নিয়ে চিন্তা প্রকাশ করছেন অনেকেই
ফিচারের অপব্যবহার নিয়ে চিন্তা প্রকাশ করছেন অনেকেই

তবে, এই কঠিন পরিস্থিতিতে 'কোভিড এমারজেন্সি' ফিচারের অপব্যবহার যাতে নাগরিকরা না করেন, সংস্থার তরফে একটি টুইটে সেই আর্জিও জানানো হয়েছে।

হায়দরাবাদ, 22 এপ্রিল : যেভাবে দাত-নখ শানিয়ে থাবা বসিয়েছে করোনা তাতে প্রতিনিয়তই বেড়ে চলেছে আক্রান্তদের সংখ্য। একদিকে ভ্যাকসিন নিয়েও করোনা-পজিটিভ অন্যদিকে ফের দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য অ্যাপে কোভিড এমার্জেনসি নামে বিশেষ ফিচার যোগ করল জোম্যাটো কর্তৃপক্ষ।

এর ফলে জোম্যাটোর গ্রাহকরা খাবার অর্ডার করে চেকআউটের সময় যদি *এই অর্ডারটি কোভিড এমারজেনসি সমক্রান্ত* মার্ক করেন সেক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে অর্ডার দ্রুত ডেলিভারি করা হবে, একটি টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন কর্ণধার দ্বিপিন্দর গোয়াল।

  • Today, along with thousands of our restaurant partners, we just rolled out a “priority delivery for covid emergencies'' feature on the Zomato app. This feature will allow our customers to mark *This order is related to a COVID-19 emergency* option during checkout. (1/4) pic.twitter.com/BxmBF02PnS

    — Deepinder Goyal (@deepigoyal) April 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ফিচারের মাধ্যমে খাবার তৈরি থেকে খাবার সরবরাহ , করোনা বিধি মেনে যত দ্রুত সম্ভব করা হবে বলে তিনি জানিয়েছেন। সরবরাহকারী ও অন্যান্য গ্রাহকদের কথা মাথায় রেখে গোটা বিষয়টি কন্ট্যাক্টলেস করা হবে। তবে কোভিডকালে শুধুমাত্র আক্রান্তরাই নয় বরং অন্যান্য গ্রাহকরা যাতে কন্ট্যাক্টলেস ডেলিভারির বিষয়টিকে গুরুত্ব দেন সেই অনুরোধও করেছেন দ্বিপিন্দর।

সংস্থার এই পদক্ষেপকে সমর্থনে করছেন জোম্যাটোর পার্টনার রেস্টুরেন্টগুলি। বিষয়টি কার্যকরী করতে তাঁরা বদ্ধপরিকর বলে জোম্যাটো কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানিয়েছেন ১০০০টি রেস্টুরেন্টে মালিকরা।

সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরা। যদিও এই ফিচারটির অপব্যবহার হতে পারে বলেও চিন্তা প্রকাশ করেছেন অনেকে।

ফিচারের অপব্যবহার নিয়ে চিন্তা প্রকাশ করছেন অনেকেই
ফিচারের অপব্যবহার নিয়ে চিন্তা প্রকাশ করছেন অনেকেই

তবে, এই কঠিন পরিস্থিতিতে 'কোভিড এমারজেন্সি' ফিচারের অপব্যবহার যাতে নাগরিকরা না করেন, সংস্থার তরফে একটি টুইটে সেই আর্জিও জানানো হয়েছে।

Last Updated : Apr 22, 2021, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.