নালন্দা, 14 জুন: নালন্দায় চলন্ত ট্রেন থেকে বান্ধবীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । বিহারের ভাগন বিঘা ওপি ক্ষেত্র এলাকার রেলওয়ে ট্র্যাকে ফেলে দেওয়া হয় ওই যুবতীকে ।
নালন্দায় প্রেমিকাকে খুনের উদ্দেশে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । জানা গিয়েছে, আক্রান্ত যুবতী পাটনা শহরের বাসিন্দা । তাঁর নাম বাবলী কুমারী ৷ 4 মাস আগে প্রতিবেশী মণি কুমারের সঙ্গে তাঁর একটা সম্পর্ক গড়ে ওঠে । কয়েকদিনের মধ্যেই সেই সম্পর্কের গভীরতা বাড়ে ৷ তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন ৷ একদিন দুজনেই বিয়ে করার উদ্দেশে হরিয়ানায় পালিয়ে যান । মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে ছেলেটির পরিবারের সঙ্গে বিয়ের জন্য কথা বললে, তাঁরা রাজি হয়ে যান ৷ ছেলের বাড়ির লোকজন বলেন, "আমাদের ছেলে তাঁকে নিয়ে গিয়েছে এবং তাঁকে বিয়ে করতে চায় ।"
বাড়িতে ফিরে এরপর আবার বিয়ে করার অজুহাতে 10 জুন রাজগীরে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান ওই যুবক । এরপর ট্রেনে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ তখনই ওই যুবক প্রেমিকাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ । স্থানীয় লোকজন মেয়েটিকে রেললাইনে পড়ে থাকতে দেখে 112 নম্বর জরুরি পরিষেবাকে খবর দেন । খবর পেয়ে জরুরি সেবা সদর হাসপাতাল বিহার শরিফ পৌঁছে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করে । সেই সময় মেয়েটির অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তিনি কথা বলতে পারছিলেন না ।
আরও পড়ুন: মালাবদলের সময় আচমকা কনের সিঁথিতে সিঁদুর পরালেন প্রেমিক, বিয়ে ভাঙলেন বর
দুই দিন পর বিষয়টি জানাজানি হলে যুবতীর পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয় । খবর পেয়ে মেয়ের মা, বাবা ও ভাই হাসপাতালে পৌঁছন । এরপর সদরের ডিএসপি ডা. শিবলী নোমানী যুবতীর পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সব তথ্য পান । এরপর তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেন । যুবতীর পরিবারের সদস্যরা তাঁর আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে পাটনায় নিয়ে গিয়েছেন ৷
এই ঘটনার বিষয়ে সদরের ডিএসপি ডা. শিবলী নোমানী জানান, গত 10 জুন ভাগন বিঘা রেললাইনে অচেতন অবস্থায় একটি মেয়েকে উদ্ধার করে পুলিশকর্মীরা ও স্থানীয় মানুষ সদর হাসপাতালে ভর্তি করেন । যুবতীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছেন তাঁর প্রেমিক ৷ পুরো বিষয়টির তদন্ত চলছে ৷ অভিযুক্ত প্রেমিকের খোঁজে চলছে তল্লাশি ৷