ETV Bharat / bharat

ধর্মনিন্দার অভিযোগে জলন্ধরের গুরুদ্বারে খুন যুবক - যুবককে খুন

Young Man Killed in Gurudwara: ব্লাসফেমি সন্দেহে গুরুদ্বারে যুবককে খুনের অভিযোগ ৷ জলন্ধরের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷ আতঙ্ক সৃষ্টি হয়েছে গুরুদ্বারের আশেপাশের এলাকায় ৷

Young Man Killed in Gurudwara
গুরুদ্বারে যুবককে খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 4:09 PM IST

Updated : Jan 16, 2024, 4:33 PM IST

জলন্ধর, 16 জানুয়ারি: ধর্মের নিন্দা করায় ব্লাসফেমি সন্দেহে গুরুদ্বারে যুবককে খুনের অভিযোগ ওপর যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারার গুরুদ্বারে ৷ অভিযুক্তের নাম নিহং সিং ৷ এই বিষয়ে ফাগওয়ারার এসপি গুরপ্রীত সিং বলেছেন, " ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে ।" এই ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছে ।

গুরুদ্বারের তরফে জানা গিয়েছে, সোমবার রাত 10টার দিকে গুরুদ্বারের বাথরুমে লুকিয়ে ছিল এক যুবক । গুরুদ্বারের কর্মীরা বাথরুমে গেলে ভিতর থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছিল । এরপর দরজায় ধাক্কা দিলে নিহং সিংয়ের সঙ্গে ঝামেলা শুরু করে ওই যুবক । এরপরই হত্যার ঘটনা ঘটে । সূত্রের খবর, ওই যুবককে এখানে কে পাঠিয়েছে জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি । তিনি শুধু বলেন, "আপনার বক্তব্য ভুল আর আমাদের বক্তব্য সঠিক ।" যুবক শ্রী গুরু গ্রন্থ সাহেব জি সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকেন ৷ সেই কথা সহ্য করতে পারেনি নিহং সিং এবং এরপরেই সে যুবককে হত্যা করে বলে অভিযোগ।

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, ওই যুবক নিজেই স্বীকার করছেন যে তিনি ধর্মনিন্দার উদ্দেশে গুরুদ্বারে প্রবেশ করেছিলেন । ওই যুবক ভিডিয়োয় জানান, নিহং সিংকে অপমান করার জন্য কেউ তাঁকে টাকা দিয়েছে । সেজন্য তিনি এখানে এসেছেন। তবে এই ভিডিয়োটি হত্যাকাণ্ডের কিছুদিন আগের বলে জানা গিয়েছে । বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পঞ্জাবে ধর্মনিন্দার কারণে এমন ঘটনা প্রায়শই সামনে আসছে ৷ যেখানে ধর্মের নামে নিন্দাকারীদেরকে হত্যা করা হচ্ছে । এমনই একটি ঘটনা ফাগওয়ারার গুরুদ্বার শ্রী চৌদা খুহ সাহেব থেকে প্রকাশ্যে এল আবার। যেখানে নিহং সিং নামে ওই যুবক আরেক যুবককে খুন করেছেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
  2. দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে খালে ভাসাল স্বামী !
  3. ত্রিকোণ প্রেমের জেরে প্রিয় বন্ধুকে খুন, তোলা হল আদালতে ধৃতকে

জলন্ধর, 16 জানুয়ারি: ধর্মের নিন্দা করায় ব্লাসফেমি সন্দেহে গুরুদ্বারে যুবককে খুনের অভিযোগ ওপর যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারার গুরুদ্বারে ৷ অভিযুক্তের নাম নিহং সিং ৷ এই বিষয়ে ফাগওয়ারার এসপি গুরপ্রীত সিং বলেছেন, " ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে ।" এই ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছে ।

গুরুদ্বারের তরফে জানা গিয়েছে, সোমবার রাত 10টার দিকে গুরুদ্বারের বাথরুমে লুকিয়ে ছিল এক যুবক । গুরুদ্বারের কর্মীরা বাথরুমে গেলে ভিতর থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছিল । এরপর দরজায় ধাক্কা দিলে নিহং সিংয়ের সঙ্গে ঝামেলা শুরু করে ওই যুবক । এরপরই হত্যার ঘটনা ঘটে । সূত্রের খবর, ওই যুবককে এখানে কে পাঠিয়েছে জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি । তিনি শুধু বলেন, "আপনার বক্তব্য ভুল আর আমাদের বক্তব্য সঠিক ।" যুবক শ্রী গুরু গ্রন্থ সাহেব জি সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকেন ৷ সেই কথা সহ্য করতে পারেনি নিহং সিং এবং এরপরেই সে যুবককে হত্যা করে বলে অভিযোগ।

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, ওই যুবক নিজেই স্বীকার করছেন যে তিনি ধর্মনিন্দার উদ্দেশে গুরুদ্বারে প্রবেশ করেছিলেন । ওই যুবক ভিডিয়োয় জানান, নিহং সিংকে অপমান করার জন্য কেউ তাঁকে টাকা দিয়েছে । সেজন্য তিনি এখানে এসেছেন। তবে এই ভিডিয়োটি হত্যাকাণ্ডের কিছুদিন আগের বলে জানা গিয়েছে । বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পঞ্জাবে ধর্মনিন্দার কারণে এমন ঘটনা প্রায়শই সামনে আসছে ৷ যেখানে ধর্মের নামে নিন্দাকারীদেরকে হত্যা করা হচ্ছে । এমনই একটি ঘটনা ফাগওয়ারার গুরুদ্বার শ্রী চৌদা খুহ সাহেব থেকে প্রকাশ্যে এল আবার। যেখানে নিহং সিং নামে ওই যুবক আরেক যুবককে খুন করেছেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
  2. দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে খালে ভাসাল স্বামী !
  3. ত্রিকোণ প্রেমের জেরে প্রিয় বন্ধুকে খুন, তোলা হল আদালতে ধৃতকে
Last Updated : Jan 16, 2024, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.