বেঙ্গালুরু, 9 জুন: এক বছর হয়েছে বিয়ের ৷ কিন্তু শারীরিক সম্পর্ক বা যৌন মিলন তো দূর অস্ত, স্বামী তাঁকে একবারের জন্য ছুঁয়েও দেখেননি ! তাই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন মহিলা ৷ এক বছর আগে কর্ণাটকের মান্দেয়ার বাসিন্দা 21 বছরের ওই যুবতির সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় বেঙ্গালুরুর আনেকালর ওই ব্যক্তির ৷ যুবতির অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর স্বামী ভালোবেসে একবারের জন্য কথাও বলেননি ৷ প্রায় প্রতিদিন মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন তিনি ৷ এমনকি বিবাহ বিচ্ছেদ চাইলে, তাতেও রাজি হচ্ছেন না তাঁর স্বামী ৷ ফলে এবার স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছেন তিনি ৷
ওই ব্যক্তি পেশায় আনেকাল তালুকের একটি আবাসনের সিকিউরিটি সুপারভাইজার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এক যুবতি থানায় আসেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ লেখাতে ৷ প্রথমে পুলিশের মনে হয়েছিল, গার্হস্থ্য হিংসার মামলা ৷ কিন্তু বিষয়টা শুনে তাজ্জব হয়ে যান পুলিশ আধিকারিক ৷
যুবতির অভিযোগ, এক বছর আগে বিয়ে হয়ে গেলেও, স্বামী একদিনের জন্যও তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেননি ৷ এমনকি তাঁকে ঠিক মতো ছুঁয়েও দেখেননি ৷ উপরন্তু, তিনি স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করলে বা ভালোবেসে কথা বলতে গেলে, তাঁকে দূরে সরিয়ে দিয়েছেন ৷ মাঝেমধ্যে চিৎকারও করেন ৷ এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদনও করেছিলেন ৷ কিন্তু, ওই তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদ করতে নারাজ ৷ তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ৷
আরও পড়ুন: মঙ্গলসূত্র খুলে ফেলা মানে স্বামীকে চরম মানসিক অত্যাচার, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের
উল্লেখ্য, সপ্তাহ দু'য়েক আগে এমনি একটি মামলায় বিশেষ পর্যবেক্ষণ দেয় এলাহাবাদ হাইকোর্ট ৷ সেখানে বলা হয়েছিল, "বিয়ের পর দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক বা যৌন মিলন না করা, মানসিক নির্যাতনের সমতুল্য ৷" বেঙ্গালুরুর এই ঘটনায় মহিলা দাবি করেছেন, হয় তাঁর স্বামীকে স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতে হবে ৷ আর তা না হলে, বিবাহ বিচ্ছেদে সম্মতি জানাতে হবে তাঁকে ৷