নয়াদিল্লি, 24 অক্টোবর: আপনারা সবাই আমার পরিবার ৷ কার্গিলে দীপাবলি উদযাপনে গিয়ে সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Kargil)৷ তিনি বলেন, "আপনাদের মধ্যেই রয়েছে আমার দীপাবলির যাবতীয় ঔজ্জ্বল্য ৷"
সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি (Diwali 2022) উদযাপন করতে আজ কার্গিলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর দেশের কোনও না কোনও সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী (PM Modi to soldiers in Kargil on Diwali)৷ সেই মতোই এ বার তিনি দীপাবলি উদযাপনে গিয়েছেন কার্গিলে ৷ সোমবার সেখানে গিয়ে জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "বহু বছর ধরেই আপনারা সবাই আমার পরিবার ৷ আপনাদের মধ্যেই রয়েছে আমার দীপাবলির মিষ্টত্ব ও ঔজ্জ্বল্য ৷ কার্গিলে আমাদের বীর জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটাতে পারার সুযোগ পেয়ে আমি গর্বিত ৷"
বাহিনীর প্রশংসা করে এ দিন মোদি বলেন, "ভারতের সুরক্ষার স্তম্ভ হল আমাদের বাহিনী ৷ কার্গিলের এই বিজয়ভূমি থেকে আমি দেশবাসীকে এবং গোটা বিশ্বকে শুভ দীপাবলি জানাচ্ছি ৷ পাকিস্তানের সঙ্গে এমন একটাও যুদ্ধ হয়নি, যেখানে কার্গিলে বিজয় পতাকা ওড়েনি ৷ দীপাবলির অর্থ হল, আতঙ্কের (সন্ত্রাস) সমাপ্তি আর কার্গিল এটা সম্ভব করে দেখিয়েছে ৷" মোদি আরও বলেন, "কার্গিলে আমাদের বাহিনী সন্ত্রাসকে ভেঙে তছনছ করে দিয়েছে ৷ তার সাক্ষী হওয়ার সৌভাগ্য আমার হয়েছে ৷ আমার পুরনো ছবি আমাকে এখানে দেখানো হল, এ জন্য আমি কৃতজ্ঞ ৷"
আরও পড়ুন: কার্গিলে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী
এর আগে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্গিলে অবতরণ করেছেন ৷ তিনি সেখানেই আমাদের বীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন ৷"
2019 সালে জম্মু ও কাশ্মীরের সীমান্ত রেখা সংলগ্ন রাজৌরিতে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উৎসবের সময়েও যে ভাবে জওয়ানরা সীমান্তে পাহারা দেন, সে জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করে সে বারও জওয়ানদের নিজের পরিবার বলে উল্লেখ করেছিলেন নমো ৷ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনা কর্মীদের সঙ্গেও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেছিলেন প্রধানমন্ত্রী ৷