ETV Bharat / bharat

Yogi Adityanath CM Oath : আজ বর্ণাঢ্য অনুষ্ঠানে লখনউয়ের মসনদে যোগীর শপথ, থাকবেন মোদি-শাহ - লখনৌয়ের একানা স্টেডিয়ামে যোগীর শপথ

বাইশের বিধানসভা নির্বাচনে জিতেছেন যোগী তথা বিজেপি ৷ আজ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি (Yogi Adityanath CM Oath) ৷

UP CM Yogi Adityanath Oath
যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন
author img

By

Published : Mar 25, 2022, 9:26 AM IST

লখনৌ, 25 মার্চ : লখনৌয়ের মসদনে ফের যোগী ৷ আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ নেবেন তিনি ৷ লখনৌয়ের একানা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে (Yogi Adityanath to take oath as Uttar Pradesh CM in Lucknow Ekana Stadium) ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার সাক্ষী থাকতে হাজির হবেন প্রায় 85 হাজার মানুষ ৷ বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে ৷ 'নিউ ইউপি অফ নিউ ইন্ডিয়া' স্লোগান লেখা পোস্টারে সাজানো হয়েছে চারদিক ৷ আগামী পাঁচ বছরের জন্য যোগীরাজের সরকারি সূচনা আজ ৷

আরও পড়ুন : Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ একাধারে সাধু আবার অন্যদিকে রাজনৈতিক নেতা ৷ 2017-র বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি জেতার পর শীর্ষ নেতৃত্ব পাঁচবারের এই লোকসভা সাংসদকে বেছে নেয় ৷ বিধানসভা নির্বাচনের আগে প্রচার পর্বে প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন ৷ তিনি বলেন, 'ইউপি প্লাস যোগী বহুত হ্যায় উপযোগী' অর্থাৎ ইউপিতে যোগী থাকলে তা খুব কার্যকরী হবে ৷ এই স্লোগান জনপ্রিয় হয়েছিল ৷ যোগী আদিত্যনাথ 2022-এর বিধানসভা নির্বাচনে গোরখপুর থেকে প্রার্থী হন এবং বিশাল সংখ্যক ভোটে জেতেন ৷

লখনৌ, 25 মার্চ : লখনৌয়ের মসদনে ফের যোগী ৷ আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ নেবেন তিনি ৷ লখনৌয়ের একানা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে (Yogi Adityanath to take oath as Uttar Pradesh CM in Lucknow Ekana Stadium) ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার সাক্ষী থাকতে হাজির হবেন প্রায় 85 হাজার মানুষ ৷ বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে ৷ 'নিউ ইউপি অফ নিউ ইন্ডিয়া' স্লোগান লেখা পোস্টারে সাজানো হয়েছে চারদিক ৷ আগামী পাঁচ বছরের জন্য যোগীরাজের সরকারি সূচনা আজ ৷

আরও পড়ুন : Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ একাধারে সাধু আবার অন্যদিকে রাজনৈতিক নেতা ৷ 2017-র বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি জেতার পর শীর্ষ নেতৃত্ব পাঁচবারের এই লোকসভা সাংসদকে বেছে নেয় ৷ বিধানসভা নির্বাচনের আগে প্রচার পর্বে প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন ৷ তিনি বলেন, 'ইউপি প্লাস যোগী বহুত হ্যায় উপযোগী' অর্থাৎ ইউপিতে যোগী থাকলে তা খুব কার্যকরী হবে ৷ এই স্লোগান জনপ্রিয় হয়েছিল ৷ যোগী আদিত্যনাথ 2022-এর বিধানসভা নির্বাচনে গোরখপুর থেকে প্রার্থী হন এবং বিশাল সংখ্যক ভোটে জেতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.