ETV Bharat / bharat

Yogi takes oath as UP CM : মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ যোগীর, হেরেও উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য - Yogi takes oath as UP CM

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন (Yogi Adityanath takes oath as Uttar Pradesh Chief Minister) ৷ লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে শুক্রবার শপথ নেন তিনি ৷

yogi adityanath takes oath as uttar pradesh chief minister
Yogi takes oath : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ যোগীর
author img

By

Published : Mar 25, 2022, 9:05 PM IST

লখনউ, 25 মার্চ : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath takes oath as Uttar Pradesh Chief Minister) ৷ শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে শপথ নেন তিনি ৷ তাঁর সঙ্গে শপথ নেন দু’জন উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রিজেশ পাঠক-সহ অন্য মন্ত্রীরা ৷

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেরুয়া শিবিরের তারকার হাট বসেছিল মঞ্চে ৷ যার মূল আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যরা ৷ এছাড়াও ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ৷ আর দর্শকাসনে বসেছিলেন প্রায় 50 হাজার বিজেপি নেতা-কর্মী-সমর্থক ৷

উত্তরপ্রদেশে বেশ কয়েকটি রেকর্ড করে ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ ফলে তিনিই যে মুখ্যমন্ত্রী হবেন, সেই বিষয়ে কোনও সন্দেহ ছিল না কোনও মহলেই ৷ আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার যোগীকে আরও একবার বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয় ৷ তার পর তিনি প্রথামাফিক পদত্যাগ করে নতুন সরকার গঠনের আবেদন জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে ৷

তবে সব আগ্রহ ছিল যোগীর মন্ত্রিসভা ঘিরে ৷ কারণ, গতবার তাঁর সরকারের অন্যতম উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ভোটে হেরে গিয়েছিলেন ৷ এছাড়া হেরেছেন অনেকে ৷ শুক্রবার দেখা গেল যোগী 2.0 মন্ত্রিসভায় বেশ কিছু অদলবদল হয়েছে ৷ তবে ভোটে হারলেও উপ মুখ্যমন্ত্রী হলেন কেশব প্রসাদ মৌর্য ৷

আরও পড়ুন : Yogi Adityanath CM Oath : আজ বর্ণাঢ্য অনুষ্ঠানে লখনউয়ের মসনদে যোগীর শপথ, থাকবেন মোদি-শাহ

লখনউ, 25 মার্চ : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath takes oath as Uttar Pradesh Chief Minister) ৷ শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে শপথ নেন তিনি ৷ তাঁর সঙ্গে শপথ নেন দু’জন উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রিজেশ পাঠক-সহ অন্য মন্ত্রীরা ৷

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেরুয়া শিবিরের তারকার হাট বসেছিল মঞ্চে ৷ যার মূল আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যরা ৷ এছাড়াও ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ৷ আর দর্শকাসনে বসেছিলেন প্রায় 50 হাজার বিজেপি নেতা-কর্মী-সমর্থক ৷

উত্তরপ্রদেশে বেশ কয়েকটি রেকর্ড করে ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ ফলে তিনিই যে মুখ্যমন্ত্রী হবেন, সেই বিষয়ে কোনও সন্দেহ ছিল না কোনও মহলেই ৷ আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার যোগীকে আরও একবার বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয় ৷ তার পর তিনি প্রথামাফিক পদত্যাগ করে নতুন সরকার গঠনের আবেদন জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে ৷

তবে সব আগ্রহ ছিল যোগীর মন্ত্রিসভা ঘিরে ৷ কারণ, গতবার তাঁর সরকারের অন্যতম উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ভোটে হেরে গিয়েছিলেন ৷ এছাড়া হেরেছেন অনেকে ৷ শুক্রবার দেখা গেল যোগী 2.0 মন্ত্রিসভায় বেশ কিছু অদলবদল হয়েছে ৷ তবে ভোটে হারলেও উপ মুখ্যমন্ত্রী হলেন কেশব প্রসাদ মৌর্য ৷

আরও পড়ুন : Yogi Adityanath CM Oath : আজ বর্ণাঢ্য অনুষ্ঠানে লখনউয়ের মসনদে যোগীর শপথ, থাকবেন মোদি-শাহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.