ETV Bharat / bharat

মদ্যপানের ফলে 2020 সালে ভারতে 62 হাজার জন ক্যানসার আক্রান্ত, রিপোর্ট ল্যানসেটের - ভারত

মদ্যপানের জেরে বিশ্বে তথা ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ ল্যানসেট ওঙ্কোলজি নামে একটি জার্নালের প্রকাশিত গবেষণায় এমনটা জানানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে 2020 সালে ভারতে 62,100 জন মদ্যপানের কারণে ক্যানসার আক্রান্ত হয়েছেন ৷

year-2020-alcohol-drinking-linked-over-62000-new-cancer-cases-in-india-says-lancet-oncology-study
মদ্যপানের ফলে 2020 সালে 62 হাজার জন ক্যানসার আক্রান্ত ভারতে!
author img

By

Published : Jul 15, 2021, 9:20 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই : মদ্যপানের কারণে 2020 সালে ভারতে 62 হাজারের বেশি মানুষ মারণ ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷ যা শতাংশের হিসেবে ভারতে বর্তমান ক্যানসার রোগীর মধ্যে প্রায় 5 শতাংশ ৷ ল্যানসেট ওঙ্কোলজি নামে একটি জার্নালে প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে ৷ আন্তর্জাতিক স্তরে মদ্যপানের ফলে 2020 সালে 7 লক্ষ 40 হাজার মানুষ ক্যানসার আক্রান্ত হয়েছেন ৷ যা শতাংশের হিসেবে প্রায় 4 শতাংশ ৷ ভারতের ক্ষেত্রে ক্যানসার আক্রান্তের সঠিক সংখ্যাটা হল 62 হাজার 100 জন ৷

ওই গবেষণায় দেখা গিয়েছে, বিশ্বে মদ্যপানের কারণে ক্যানসার আক্রান্তদের মধ্যে 77 শতাংশ পুরুষ এবং 23 শতাংশ মহিলা ৷ আর সংখ্যার বিচারে গোটা বিশ্বে পুরুষদের মধ্যে ক্যানসার আক্রান্ত হয়েছেন 5 লক্ষ 68 হাজার 700 জন ৷ মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা 1 লক্ষ 72 হাজার 600 জন ৷ আর এর মধ্যে সবচেয়ে বেশি খাদ্যনালীর, লিভার এবং স্তন ক্যানসার আক্রান্তের সংখ্যা ৷ ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে 2020 সালে 6.3 মিলিয়নের বেশি মানুষ মুখ, অস্থি, স্বরনালী, খাদ্যনালী, কোলন, মলদ্বার, লিভার এবং স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷

এই সব ক্যানসার হওয়ার অন্যতম কারণ হল অতিরিক্ত মাত্রায় মদ্য়পান করা ৷ অন্যদিকে, ওই গবেষণায় দেখা গিয়েছে ইউরোপের অনেক দেশে মানুষ প্রতি মদ্যপানের হার অনেকটাই কমে গিয়েছে ৷ তবে, ভারত ও চিনের মতো এশিয়ার দেশগুলিতে মদ্যপানের মাত্রা বেড়ে গিয়েছে বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে ৷ এমনই জানিয়েছেন ফ্রান্সে অবস্থিত আন্তর্জাতিক এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের গবেষক হ্যারিয়েট রামগে ৷ তিনি আরও জানিয়েছেন, বেশকিছু দেশে করোনা অতিমারি মদ্যপানের হারকে অনেকাংশে বাড়িয়েছে ৷

আরও পড়ুন : লকডাউনে ইমিটেশনের দোকান থেকে মদ বিক্রি, গ্রেফতার তিন

গবেষকরা আবেদন করেছেন যাতে মদ্যপানের ফলে হওয়া ক্যানসার সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷ সেই সঙ্গে প্রত্যেকটি দেশের উচিত মদ্যপানের ফলে যে অঞ্চলে ক্য়ানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেখানে এর উৎপাদন এবং সরবরাহ কমিয়ে ফেলা ৷ গবেষণায় এটাও উল্লেখ করা হয়েছে যে, কম পরিমাণে মদ্যপান করলে তা ক্য়ানসারের সংক্রমণের হারে অনেকটাই প্রভাব ফেলে ৷ পাশাপাশি তারা এও পরামর্শ দিয়েছে, যদি জনগণের মদ্যপানের অভ্যাসে বদল আনা যায়, সেক্ষেত্রেও ভবিষ্যতে ক্য়ানসারের আক্রান্তের হার অনেকটা কমে যাবে ৷

আরও পড়ুন : 3 ইডিয়টসের এই দৃশ্যের জন্য মাধবন-শরমনের সঙ্গে মদ্যপান করেন আমির

গবেষণা অনুযায়ী, মদ্যপানের কারণে মানুষের শরীরে ডিএনএ (DNA)-কে নষ্ট করে দেয় ৷ কারণ মদ্যপানের ফলে মানুষের শরীরে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ তৈরি হয় ৷ যা হরমোনের উৎপত্তিতে ব্যাঘাত ঘটায় ৷ যা ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে ৷ গবেষকরা আরও জানিয়েছেন যে, 2010 থেকে প্রত্যেক দেশের প্রতি ব্যক্তি পিছু মদ্যপান লাগাতার বেড়ে চলেছে ৷ যা একই সঙ্গে ক্যানসার হওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে তুলছে ৷

নয়াদিল্লি, 15 জুলাই : মদ্যপানের কারণে 2020 সালে ভারতে 62 হাজারের বেশি মানুষ মারণ ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷ যা শতাংশের হিসেবে ভারতে বর্তমান ক্যানসার রোগীর মধ্যে প্রায় 5 শতাংশ ৷ ল্যানসেট ওঙ্কোলজি নামে একটি জার্নালে প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে ৷ আন্তর্জাতিক স্তরে মদ্যপানের ফলে 2020 সালে 7 লক্ষ 40 হাজার মানুষ ক্যানসার আক্রান্ত হয়েছেন ৷ যা শতাংশের হিসেবে প্রায় 4 শতাংশ ৷ ভারতের ক্ষেত্রে ক্যানসার আক্রান্তের সঠিক সংখ্যাটা হল 62 হাজার 100 জন ৷

ওই গবেষণায় দেখা গিয়েছে, বিশ্বে মদ্যপানের কারণে ক্যানসার আক্রান্তদের মধ্যে 77 শতাংশ পুরুষ এবং 23 শতাংশ মহিলা ৷ আর সংখ্যার বিচারে গোটা বিশ্বে পুরুষদের মধ্যে ক্যানসার আক্রান্ত হয়েছেন 5 লক্ষ 68 হাজার 700 জন ৷ মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা 1 লক্ষ 72 হাজার 600 জন ৷ আর এর মধ্যে সবচেয়ে বেশি খাদ্যনালীর, লিভার এবং স্তন ক্যানসার আক্রান্তের সংখ্যা ৷ ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে 2020 সালে 6.3 মিলিয়নের বেশি মানুষ মুখ, অস্থি, স্বরনালী, খাদ্যনালী, কোলন, মলদ্বার, লিভার এবং স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷

এই সব ক্যানসার হওয়ার অন্যতম কারণ হল অতিরিক্ত মাত্রায় মদ্য়পান করা ৷ অন্যদিকে, ওই গবেষণায় দেখা গিয়েছে ইউরোপের অনেক দেশে মানুষ প্রতি মদ্যপানের হার অনেকটাই কমে গিয়েছে ৷ তবে, ভারত ও চিনের মতো এশিয়ার দেশগুলিতে মদ্যপানের মাত্রা বেড়ে গিয়েছে বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে ৷ এমনই জানিয়েছেন ফ্রান্সে অবস্থিত আন্তর্জাতিক এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের গবেষক হ্যারিয়েট রামগে ৷ তিনি আরও জানিয়েছেন, বেশকিছু দেশে করোনা অতিমারি মদ্যপানের হারকে অনেকাংশে বাড়িয়েছে ৷

আরও পড়ুন : লকডাউনে ইমিটেশনের দোকান থেকে মদ বিক্রি, গ্রেফতার তিন

গবেষকরা আবেদন করেছেন যাতে মদ্যপানের ফলে হওয়া ক্যানসার সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷ সেই সঙ্গে প্রত্যেকটি দেশের উচিত মদ্যপানের ফলে যে অঞ্চলে ক্য়ানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেখানে এর উৎপাদন এবং সরবরাহ কমিয়ে ফেলা ৷ গবেষণায় এটাও উল্লেখ করা হয়েছে যে, কম পরিমাণে মদ্যপান করলে তা ক্য়ানসারের সংক্রমণের হারে অনেকটাই প্রভাব ফেলে ৷ পাশাপাশি তারা এও পরামর্শ দিয়েছে, যদি জনগণের মদ্যপানের অভ্যাসে বদল আনা যায়, সেক্ষেত্রেও ভবিষ্যতে ক্য়ানসারের আক্রান্তের হার অনেকটা কমে যাবে ৷

আরও পড়ুন : 3 ইডিয়টসের এই দৃশ্যের জন্য মাধবন-শরমনের সঙ্গে মদ্যপান করেন আমির

গবেষণা অনুযায়ী, মদ্যপানের কারণে মানুষের শরীরে ডিএনএ (DNA)-কে নষ্ট করে দেয় ৷ কারণ মদ্যপানের ফলে মানুষের শরীরে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ তৈরি হয় ৷ যা হরমোনের উৎপত্তিতে ব্যাঘাত ঘটায় ৷ যা ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে ৷ গবেষকরা আরও জানিয়েছেন যে, 2010 থেকে প্রত্যেক দেশের প্রতি ব্যক্তি পিছু মদ্যপান লাগাতার বেড়ে চলেছে ৷ যা একই সঙ্গে ক্যানসার হওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে তুলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.