নয়াদিল্লি, 26 জুন: টানা কয়েক মাস রোদ-বৃষ্টি মাথায় নিয়েই দিল্লির যন্তর-মন্তরে অবস্থান করছিলেন কুস্তিগীররা ৷ যৌন হেনস্তার অভিযোগ তুলে কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদ সামিল হয়েছিলেন তাঁরা। সেই আন্দোলন নিয়েই এবার তাঁরা বড় সিদ্ধান্ত নিলেন। রবিবার রাতে কুস্তিগীররা জানিয়ে দিলেন, আর তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করবেন না ৷ এবার যা হবে আদালতে ৷ সেইসঙ্গে সোশাল মিডিয়া থেকে সামসিক বিরতি নিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা ৷
- — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023
">— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023
ওই সিদ্ধান্তের কথা জানিয়ে ভিনেশ, সাক্ষী এবং বজরং লিখেছিলেন, "গত 7 জুন বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, 15 জুনের মধ্যে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই আর রাস্তায় নয়, ন্যায়বিচার না-পাওয়া পর্যন্ত আদালতে লড়াই হবে। তাছাড়া আগামী 11 জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনের পরেই সরকার বাকি প্রতিশ্রুতি রাখে কি না, সে দিকে লক্ষ্য করা হবে।" এরপর তাঁদের টুইট, "কিছুদিনের জন্য সোশাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি, সকলকে ধন্যবাদ ৷"
- — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023
">— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023
তবে প্রশ্ন উঠছে, কুস্তিগীররা যে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তা কি এর ফলে কিছুটা লঘু হয়ে গেল ৷ সাক্ষী, বজরংরা কি কিছুটা কোণঠাসা? তবে আরও একটা প্রশ্ন উঠছে নাবালিকা কুস্তিগীরের বাবা আদালতে নিজের অভিযোগের বয়ান বদলেই এই পরিস্থিতি। অন্যদিকে, সামনেই এশিয়ান গেমস। সেখানে অংশ নিতে চান সাক্ষীরা। সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করা কঠিন ছিল তাঁদের পক্ষে।
-
थोड़े दिन के लिये सोशल मीडिया से ब्रेक ले रही हूँ.. आप सबका धन्यवाद 🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) June 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">थोड़े दिन के लिये सोशल मीडिया से ब्रेक ले रही हूँ.. आप सबका धन्यवाद 🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) June 25, 2023थोड़े दिन के लिये सोशल मीडिया से ब्रेक ले रही हूँ.. आप सबका धन्यवाद 🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) June 25, 2023
জানা গিয়েছে, 15 জুলাইয়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে বজরংদের। তাঁরা সময় বাড়ানোর আবেদন করলেও তা মানেনি এশীয় অলিম্পিক্স সংস্থা। উল্লেখ্য, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে জানুয়ারি মাস থেকে চলেছে কুস্তিগীরদের টানাপোড়েন ৷ দিল্লির যন্তর মন্তরে ধরনা অবস্থান শুরু করেছিলেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগতরা।
আরও পড়ুন: 'সমস্যায় আছি কিন্তু রসবোধ মরে যায়নি', ববিতাকে পালটা কটাক্ষ সাক্ষীর