ETV Bharat / bharat

Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন - West Bengal Wrestling Association

নাম শুভদীপ ভৌমিক । নেশা কুস্তি । 2013-2014 সালে জেলা পর্যায়ে সাফল্য পাওয়ার পরে 2015 সাল থেকে রাজ্য পর্যায়ে পদক পাওয়াও অভ্যাসে পরিণত করেছেন রাজ্য কুস্তির এই প্রতিশ্রুতিমান তরুণ । তারপরেও কুস্তি তাঁর পেশা নয়, শুভদীপ পেশায় অটোচালক ।

wrestler who trained actor dev is now driving auto
পেটের দায়, অটো চালাচ্ছেন দেবকে ট্রেনিং দেওয়া কুস্তিগীর
author img

By

Published : Nov 8, 2021, 6:54 PM IST

Updated : Nov 8, 2021, 7:25 PM IST

টালিগঞ্জ, 8 নভেম্বর : যাদবপুর থেকে টালিগঞ্জ, অটোরিকশায় চালকের আসনে বসে এক যুবক । সুঠাম চেহারা, মাথা ভর্তি কোকড়ানো চুল । ড্রাইভিং সিটে বসে একনাগাড়ে কুস্তির ভিডিও দেখে যাচ্ছেন । প্যাসেঞ্জারের অপেক্ষায় ওটাই তাঁর একমাত্র বিনোদন । ছেলেটির নাম শুভদীপ ভৌমিক । নেশায় কুস্তিগীর । সদ্য সমাপ্ত রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপের 61কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । টলিউডের সুপারস্টার দেবকে কুস্তির প্যাঁচপয়জার শিখিয়েছিলেন গোলন্দাজ সিনেমার জন্য । তারপরেও কুস্তি তাঁর পেশা নয়, শুভদীপ পেশায় অটোচালক । যে খেলার ওপর নির্ভর করে অলিম্পিকসের পদক তালিকায় ওপরের দিকে থাকার চেষ্টা করে দেশ, সেই খেলা রাজ্যে এখনও কত অপাঙতেয়, শুভদীপের এই অবস্থাই তার প্রমাণ । বঙ্গ কুস্তির ছবিটা যে শুধুই অতীতের আলোয় আলোকিত তা আজ অস্বীকার করেন না কেউই । রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপে এবার প্রতিযোগী সংখ্যা ছিল দুশোর আশেপাশে । রাজ্যে একমাত্র জোড়াবাগান পঞ্চান্ন ব্যায়াম সমিতি ছাড়া সেভাবে কোথাও ভাল পরিকাঠামোই নেই । রাজ্য সংস্থার সচিব অসিত সাহা খেলাটির পুনঃরুজ্জীবনের জন্য চেষ্টা করলেও তা ফলপ্রসূ হচ্ছে না ।

আরও পড়ুন : স্বপ্নভঙ্গ কোহলিদের, আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড

শুভদীপের দাদা ছিলেন বডি বিল্ডার । কিন্তু ভাইকে উৎসাহ দিতেন বক্সিং, কুস্তির মতো বডি কনট্যাক্ট গেম বেছে নিতে । দাদার উৎসাহে এবং সুশীল কুমার, যোগেশ্বর সিংয়ের অলিম্পিকসে সাফল্য পাওয়া দেখে কুস্তিকে আঁকড়ে ধরেছিলেন শুভদীপ । 2013-2014 সালে জেলা পর্যায়ে সাফল্য পাওয়ার পরে 2015 সাল থেকে রাজ্য পর্যায়ে পদক পাওয়াও অভ্যাসে পরিণত করেছে রাজ্য কুস্তির এই প্রতিশ্রুতিমান তরুণ । সাধারণত 57 কেজি বিভাগে অংশ নিলেও এবারই 61কেজি বিভাগে নেমেছিল । তাতেও পদক পাওয়ার অভ্যাসে কোনও বদল হয়নি ।

আরও পড়ুন : T-20 World Cup : গ্রুপ লিগে পাঁচে পাঁচ পাকিস্তানের, সেমিফাইনালে সামনে অস্ট্রেলিয়া

টালিগঞ্জ নেতাজি নগর কলেজ থেকে বাণিজ্য বিভাগের স্নাতক শুভদীপ রাজ্য পর্যায়ে সাফল্য পেলেও চাকরি জোটেনি । দুই ভাই-বাবা-মাকে নিয়ে সংসার শুভদীপদের । দাদা বেসরকারি ব্যাঙ্কের কর্মী । সংসার খরচের সিংহভাগ বহন করে দাদা । শুভদীপ বলেন, "পঞ্জাব-হরিয়ানায় সরকার কুস্তিগীরদের পাশে দাঁড়ায় । এই রাজ্যে সেই রকম কোনও সাহায্য আমরা পাই না । লকডাউনের মধ্যে সকলেরই অসুবিধা হয়েছে । আমরাও তার বাইরে নই । ওখানে ওদের রাজ্য সরকার সাহায্য করেছে । আমাদের এখানে লড়াইটা নিজেদের লড়তে হয় । কুস্তি আর গরিব মানুষের খেলা নেই । অথচ বেশিরভাগ খেলতে আসছে আমার মত গরিব ঘর থেকেই । বড়লোকদের ছেলেমেয়েরা এখানে এলেও টিকছে না । এই খেলা চালানোর জন্য ভাল ডায়েট মেনে চলতে হয় । টাকার জোগান না থাকলে চলবে কি করে । সংসার চালানোর খরচ সেভাবে দিতে পারি না । ফলে অটো চালাই যাদবপুর-টালিগঞ্জ রুটে ।’’

সামনেই জাতীয় চ্যাম্পিয়নশিপ । তারই প্রস্তুতি চলছে । নিজের কুস্তি ছাড়াও জুনিয়র পালোয়ানদের কোচিং করান । দেবকে কুস্তির প্যাঁচপয়জার শিখিয়েছিলেন গোলন্দাজ সিনেমার জন্য, ওই ছবিতে ছোট পার্ট-ও করেছেন । কুস্তিকে ভালবেসে বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন শুভদীপ । সেই এগিয়ে চলার পথে অন্তরায় অর্থাভাব । তাই রুপোলি পর্দার তারকাকে ট্রেনিং, একাধিক রাজ্য চ্যাম্পিয়নশিপের পদকও শুভদীপের মুখে হাসি ফোটায় না ।

টালিগঞ্জ, 8 নভেম্বর : যাদবপুর থেকে টালিগঞ্জ, অটোরিকশায় চালকের আসনে বসে এক যুবক । সুঠাম চেহারা, মাথা ভর্তি কোকড়ানো চুল । ড্রাইভিং সিটে বসে একনাগাড়ে কুস্তির ভিডিও দেখে যাচ্ছেন । প্যাসেঞ্জারের অপেক্ষায় ওটাই তাঁর একমাত্র বিনোদন । ছেলেটির নাম শুভদীপ ভৌমিক । নেশায় কুস্তিগীর । সদ্য সমাপ্ত রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপের 61কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । টলিউডের সুপারস্টার দেবকে কুস্তির প্যাঁচপয়জার শিখিয়েছিলেন গোলন্দাজ সিনেমার জন্য । তারপরেও কুস্তি তাঁর পেশা নয়, শুভদীপ পেশায় অটোচালক । যে খেলার ওপর নির্ভর করে অলিম্পিকসের পদক তালিকায় ওপরের দিকে থাকার চেষ্টা করে দেশ, সেই খেলা রাজ্যে এখনও কত অপাঙতেয়, শুভদীপের এই অবস্থাই তার প্রমাণ । বঙ্গ কুস্তির ছবিটা যে শুধুই অতীতের আলোয় আলোকিত তা আজ অস্বীকার করেন না কেউই । রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপে এবার প্রতিযোগী সংখ্যা ছিল দুশোর আশেপাশে । রাজ্যে একমাত্র জোড়াবাগান পঞ্চান্ন ব্যায়াম সমিতি ছাড়া সেভাবে কোথাও ভাল পরিকাঠামোই নেই । রাজ্য সংস্থার সচিব অসিত সাহা খেলাটির পুনঃরুজ্জীবনের জন্য চেষ্টা করলেও তা ফলপ্রসূ হচ্ছে না ।

আরও পড়ুন : স্বপ্নভঙ্গ কোহলিদের, আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড

শুভদীপের দাদা ছিলেন বডি বিল্ডার । কিন্তু ভাইকে উৎসাহ দিতেন বক্সিং, কুস্তির মতো বডি কনট্যাক্ট গেম বেছে নিতে । দাদার উৎসাহে এবং সুশীল কুমার, যোগেশ্বর সিংয়ের অলিম্পিকসে সাফল্য পাওয়া দেখে কুস্তিকে আঁকড়ে ধরেছিলেন শুভদীপ । 2013-2014 সালে জেলা পর্যায়ে সাফল্য পাওয়ার পরে 2015 সাল থেকে রাজ্য পর্যায়ে পদক পাওয়াও অভ্যাসে পরিণত করেছে রাজ্য কুস্তির এই প্রতিশ্রুতিমান তরুণ । সাধারণত 57 কেজি বিভাগে অংশ নিলেও এবারই 61কেজি বিভাগে নেমেছিল । তাতেও পদক পাওয়ার অভ্যাসে কোনও বদল হয়নি ।

আরও পড়ুন : T-20 World Cup : গ্রুপ লিগে পাঁচে পাঁচ পাকিস্তানের, সেমিফাইনালে সামনে অস্ট্রেলিয়া

টালিগঞ্জ নেতাজি নগর কলেজ থেকে বাণিজ্য বিভাগের স্নাতক শুভদীপ রাজ্য পর্যায়ে সাফল্য পেলেও চাকরি জোটেনি । দুই ভাই-বাবা-মাকে নিয়ে সংসার শুভদীপদের । দাদা বেসরকারি ব্যাঙ্কের কর্মী । সংসার খরচের সিংহভাগ বহন করে দাদা । শুভদীপ বলেন, "পঞ্জাব-হরিয়ানায় সরকার কুস্তিগীরদের পাশে দাঁড়ায় । এই রাজ্যে সেই রকম কোনও সাহায্য আমরা পাই না । লকডাউনের মধ্যে সকলেরই অসুবিধা হয়েছে । আমরাও তার বাইরে নই । ওখানে ওদের রাজ্য সরকার সাহায্য করেছে । আমাদের এখানে লড়াইটা নিজেদের লড়তে হয় । কুস্তি আর গরিব মানুষের খেলা নেই । অথচ বেশিরভাগ খেলতে আসছে আমার মত গরিব ঘর থেকেই । বড়লোকদের ছেলেমেয়েরা এখানে এলেও টিকছে না । এই খেলা চালানোর জন্য ভাল ডায়েট মেনে চলতে হয় । টাকার জোগান না থাকলে চলবে কি করে । সংসার চালানোর খরচ সেভাবে দিতে পারি না । ফলে অটো চালাই যাদবপুর-টালিগঞ্জ রুটে ।’’

সামনেই জাতীয় চ্যাম্পিয়নশিপ । তারই প্রস্তুতি চলছে । নিজের কুস্তি ছাড়াও জুনিয়র পালোয়ানদের কোচিং করান । দেবকে কুস্তির প্যাঁচপয়জার শিখিয়েছিলেন গোলন্দাজ সিনেমার জন্য, ওই ছবিতে ছোট পার্ট-ও করেছেন । কুস্তিকে ভালবেসে বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন শুভদীপ । সেই এগিয়ে চলার পথে অন্তরায় অর্থাভাব । তাই রুপোলি পর্দার তারকাকে ট্রেনিং, একাধিক রাজ্য চ্যাম্পিয়নশিপের পদকও শুভদীপের মুখে হাসি ফোটায় না ।

Last Updated : Nov 8, 2021, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.