ETV Bharat / bharat

Indian Wrestlers Protest: বিদ্যুৎ বিচ্ছিন্ন যন্তর মন্তর, বজরং-ভীনেশদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা - দিল্লি পুলিশ

যন্তর মন্তরে কুস্তিগীরদের বিক্ষোভস্থলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করেছে দিল্লি পুলিশ ৷ পাশাপাশি জল ও খাবার প্রবেশেও বাধা দেওয়া হয়েছে ৷ গতকাল গভীর রাতে বজরং পুনিয়া তাঁর ইনস্টাতে এক ভিডিয়ো বার্তায় এমনটা দাবি করেছেন ৷ এরপর শনিবার সকালে কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

Indian Wrestlers Protest
বজরং ভীনেশদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা
author img

By

Published : Apr 29, 2023, 8:30 AM IST

Updated : Apr 29, 2023, 11:03 AM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল: দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে দেশজুড়ে। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তাঁরা। ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা এখন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত ৷ সেখানেই কুস্তিগীর বজরং পুনিয়া গতকাল গভীর রাতে একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, দিল্লি পুলিশ যন্তর মন্তরের বিক্ষোভের জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন এবং জল ও খাবার প্রবেশে বাধা দিয়েছে ৷ পাশাপাশি বিক্ষোভ এলাকার চারপাশে ব্যারিকেড করে দিয়েছে । এর পাশাপাশি টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী বলেন, "পুরো দেশ যখন আমাদের পাশে দাঁড়িয়েছে, তখন দিল্লি পুলিশের এমন আচরণ আপনারা দেখুন ৷" এরপর শনিবার সকালে কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

  • #WATCH | Congress leader Priyanka Gandhi Vadra meets the wrestlers protesting against WFI chief & BJP MP Brij Bhushan Sharan Singh at Jantar Mantar, Delhi pic.twitter.com/KzKkk4uuU4

    — ANI (@ANI) April 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে তাঁদের পাশে থাকার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, "আমাদের সকলের আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকা উচিত। ওরা সকলে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন। ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। ওরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন। যে দোষ করেছে, সে যে কোনও রাজনৈতিক দলেরই হোক না-কেন, তার শাস্তি পাওয়া উচিত। ন্যায়বিচার হওয়া উচিত। সত্যের জয় হবেই।" শুধু তাই নয় শুক্রবার সন্ধ্যায় তৃণমূল সাংসদ দোলা সেন-সহ কয়েকজনের প্রতিনিধি দলও কুস্তিগীরদের সঙ্গে দেখা করে। এর পাশাপাশি কুস্তিগীরদের পাশে থাকার ডাক দিয়েছেন নীরজ চোপড়া, কপিল দেব, মনোজ তিওয়ারির মতো জনৈক ক্রীড়াবিদরাও।

  • #WATCH | Police said that if you want to protest, sleep on the road. What kind of pressure has come on them today, there was no such problem before, this has happened only because of the pressure of the Supreme Court: Wrestler Bajrang Punia on registering FIR against WFI chief… pic.twitter.com/XpeVtQJMZ9

    — ANI (@ANI) April 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনীতির রং দেখা উচিত না, কুস্তিগীরদের পাশে মমতা

উল্লেখ্য, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। পাঁচদিন ধরে বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন কুস্তিগীররা। কিন্তু তাতে প্রাথমিকভাবে কর্ণপাত না-করলেও, অবশেষে নত হতে হয়েছে পুলিশকে। তবে নয়াদিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদ সভা অব্যাহত। সেখানেই তাঁরা রাত্রিযাপনও করছেন। তাঁদের দাবি, তিন মাস পেরিয়ে গেলেও তাঁরা ন্যায়বিচার পাননি। তদন্ত কমিটি রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি ৷

নয়াদিল্লি, 29 এপ্রিল: দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে দেশজুড়ে। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তাঁরা। ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা এখন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত ৷ সেখানেই কুস্তিগীর বজরং পুনিয়া গতকাল গভীর রাতে একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, দিল্লি পুলিশ যন্তর মন্তরের বিক্ষোভের জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন এবং জল ও খাবার প্রবেশে বাধা দিয়েছে ৷ পাশাপাশি বিক্ষোভ এলাকার চারপাশে ব্যারিকেড করে দিয়েছে । এর পাশাপাশি টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী বলেন, "পুরো দেশ যখন আমাদের পাশে দাঁড়িয়েছে, তখন দিল্লি পুলিশের এমন আচরণ আপনারা দেখুন ৷" এরপর শনিবার সকালে কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

  • #WATCH | Congress leader Priyanka Gandhi Vadra meets the wrestlers protesting against WFI chief & BJP MP Brij Bhushan Sharan Singh at Jantar Mantar, Delhi pic.twitter.com/KzKkk4uuU4

    — ANI (@ANI) April 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে তাঁদের পাশে থাকার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, "আমাদের সকলের আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকা উচিত। ওরা সকলে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন। ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। ওরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন। যে দোষ করেছে, সে যে কোনও রাজনৈতিক দলেরই হোক না-কেন, তার শাস্তি পাওয়া উচিত। ন্যায়বিচার হওয়া উচিত। সত্যের জয় হবেই।" শুধু তাই নয় শুক্রবার সন্ধ্যায় তৃণমূল সাংসদ দোলা সেন-সহ কয়েকজনের প্রতিনিধি দলও কুস্তিগীরদের সঙ্গে দেখা করে। এর পাশাপাশি কুস্তিগীরদের পাশে থাকার ডাক দিয়েছেন নীরজ চোপড়া, কপিল দেব, মনোজ তিওয়ারির মতো জনৈক ক্রীড়াবিদরাও।

  • #WATCH | Police said that if you want to protest, sleep on the road. What kind of pressure has come on them today, there was no such problem before, this has happened only because of the pressure of the Supreme Court: Wrestler Bajrang Punia on registering FIR against WFI chief… pic.twitter.com/XpeVtQJMZ9

    — ANI (@ANI) April 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনীতির রং দেখা উচিত না, কুস্তিগীরদের পাশে মমতা

উল্লেখ্য, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। পাঁচদিন ধরে বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন কুস্তিগীররা। কিন্তু তাতে প্রাথমিকভাবে কর্ণপাত না-করলেও, অবশেষে নত হতে হয়েছে পুলিশকে। তবে নয়াদিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদ সভা অব্যাহত। সেখানেই তাঁরা রাত্রিযাপনও করছেন। তাঁদের দাবি, তিন মাস পেরিয়ে গেলেও তাঁরা ন্যায়বিচার পাননি। তদন্ত কমিটি রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি ৷

Last Updated : Apr 29, 2023, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.