দিল্লি, 27 সেপ্টেম্বর : সুপ্রিম কোর্ট এবং অন্য আদালতগুলিতে 50 শতাংশ সংরক্ষণের দাবিতে সরব হওয়া উচিত মহিলাদের ৷ এটা কোনও দান নয়, অধিকারের বিষয় ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ একইসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট ও অন্য আদালতগুলিতে এই লক্ষ্যে পৌঁছানোর এটাই সঠিক সময় ৷
গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের সংবর্ধনা দেন মহিলা আইনজীবীরা ৷ সেখানেই বিচারব্যবস্থায় মহিলাদের সংরক্ষণ নিয়ে সওয়াল করেন প্রধান বিচারপতি ৷ বিচারব্যবস্থায় মহিলা প্রতিনিধিদের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, নিম্ন আদালতগুলিতে মহিলা প্রতিনিধি 30 শতাংশের কম ৷ হাইকোর্টগুলিতে তা বড়জোর 11 শতাংশ ৷ আর সুপ্রিম কোর্টের 33 জন বিচারপতির মধ্যে মহিলা বিচারপতি মাত্র 4 জন ৷
আবার, দেশের 17 লাখ আইনজীবীর মধ্যে মাত্র 15 শতাংশ মহিলা ৷ স্টেট বার কাউন্সিলসের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মহিলাদের উপস্থিতি মাত্র 2 শতাংশ ৷ অবিলম্বে এর পরিবর্তন হওয়া দরকার বলে প্রধান বিচারপতি মন্তব্য করেন ৷
প্রধান বিচারপতি বলেন, "অনেকে বলবেন মেয়েদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে ৷ এটা সঠিক নয় ৷ আমি মানছি, ক্লায়েন্টদের নিজস্ব পছন্দ আছে ৷ কিন্তু, অস্বস্তিকর পরিবেশ এবং পরিকাঠামোর অভাব সবচেয়ে বড় ইস্যু ৷ দেশের 60 হাজার আদালতের মধ্যে 22 শতাংশ আদালতে বাথরুম নেই ৷ যার জন্য মহিলা অফিসাররা সমস্যায় পড়েন ৷"
আরও পড়ুন : ইন্দিরা গান্ধির বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের রায় দারুণ সাহসিকতার, বললেন প্রধান বিচারপতি
শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আইন নিয়ে পড়ার ক্ষেত্রেও মেয়েদের জন্য সংরক্ষণ রাখা দরকার বলে মনে করেন তিনি ৷ এবং এই দাবিকে সমর্থন করেন ৷
আদালতগুলিতে মামলার শুনানিতে আইনজীবীদের সশরীরে উপস্থিত হওয়ার দাবি জানিয়েছেন মহিলা আইনজীবীরা ৷ গতকালের অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এই দাবিকে তিনি সমর্থন করেন ৷ কিন্তু, এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি কোনও ঝুঁকি নিতে চান না ৷ প্রধান বিচারপতি অবশ্য আশাবাদী যে দশেরার ছুটির পর আদালতগুলি পুরোপুরি চালু হবে ৷ এবং আইনজীবীরা শুনানিতে সশরীরে উপস্থিত থাকবেন ৷