ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার ফ্লাইপাস্টের নেতৃত্বে মহিলা পাইলট স্বাতী - স্বাতী রাঠোর

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে ভারতীয় বায়ুসেনার ফ্লাইপাস্টকে নেতৃত্ব দেবেন ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর। বায়ুসেনার ঐতিহ্যবাহী শক্তি প্রদর্শনে এই প্রথম নেতৃত্ব দিতে চলেছেন কোনও মহিলা পাইলট।

republic-day-parade-fly-past
দেশে প্রথম! সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার ফ্লাইপাস্টের নেতৃত্বে মহিলা পাইলট স্বাতী
author img

By

Published : Jan 21, 2021, 3:31 PM IST

আজমেঢ়, 21 জানুয়ারি : সেনাবাহিনীতে ফের নারীশক্তির জয়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে বায়ুসেনার ফ্লাইপাস্টকে নেতৃত্ব দেবেন ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর । বায়ুসেনার ঐতিহ্যবাহী শক্তি প্রদর্শনে এই প্রথম নেতৃত্ব দিতে চলেছেন কোনও মহিলা পাইলট ।

রাজস্থানের প্রেমপুরা গ্রামের বাসিন্দা স্বাতী আজমেরের ময়ূর স্কুলের ছাত্রী ছিলেন। পাশ করেন জয়পুরের আইসিজি কলেজ থেকে। বাবা ডা. ভবানী সিং ছিলেন কৃষি দপ্তরের সহ-অধিকর্তা। ছেলেবেলা থেকেই স্বাতীর দু চোখ ভরে আঁকা ছিল দেশ সেবার স্বপ্ন। পড়াশোনা শেষ করার পরই শুরু হয়ে যায় তার তোড়জোর। বর্তমানে তিনি আজমেরে কর্তব্যরত। এর আগে বায়ুসেনা দিবসের ফ্লাইপাস্টেও নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল তাঁরই কাঁধে।

কেরালার ভয়াবহ বন্যার সময় স্বাতী রাঠোরের দক্ষতার সাক্ষী থেকেছে দেশ। কয়েক হাজার বন্যাদুর্গতকে এয়ারলিফ্ট করে নিরাপদ স্থানে নিয়ে যান তিনি।

আরও পড়ুন: জম্মুতে সেনার গুলিতে খতম 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পাঁচ বিমানের একটি ফর্মেশনকে নেতৃত্ব দিতে চলেছেন স্বাতী রাঠোর। তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে মহিলাদের ক্ষমতায়নের প্রয়াসকে আরও অনুপ্রেরণা জোগাবে।

স্বাতীর টিম ছাড়াও বায়ুসেনার সুখোই-30, হেলিকপ্টার ও লাইট কমব্যাট এয়ারক্র্যাফট অংশ নিতে চলেছে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে।

আজমেঢ়, 21 জানুয়ারি : সেনাবাহিনীতে ফের নারীশক্তির জয়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে বায়ুসেনার ফ্লাইপাস্টকে নেতৃত্ব দেবেন ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর । বায়ুসেনার ঐতিহ্যবাহী শক্তি প্রদর্শনে এই প্রথম নেতৃত্ব দিতে চলেছেন কোনও মহিলা পাইলট ।

রাজস্থানের প্রেমপুরা গ্রামের বাসিন্দা স্বাতী আজমেরের ময়ূর স্কুলের ছাত্রী ছিলেন। পাশ করেন জয়পুরের আইসিজি কলেজ থেকে। বাবা ডা. ভবানী সিং ছিলেন কৃষি দপ্তরের সহ-অধিকর্তা। ছেলেবেলা থেকেই স্বাতীর দু চোখ ভরে আঁকা ছিল দেশ সেবার স্বপ্ন। পড়াশোনা শেষ করার পরই শুরু হয়ে যায় তার তোড়জোর। বর্তমানে তিনি আজমেরে কর্তব্যরত। এর আগে বায়ুসেনা দিবসের ফ্লাইপাস্টেও নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল তাঁরই কাঁধে।

কেরালার ভয়াবহ বন্যার সময় স্বাতী রাঠোরের দক্ষতার সাক্ষী থেকেছে দেশ। কয়েক হাজার বন্যাদুর্গতকে এয়ারলিফ্ট করে নিরাপদ স্থানে নিয়ে যান তিনি।

আরও পড়ুন: জম্মুতে সেনার গুলিতে খতম 3 অনুপ্রবেশকারী, আহত 4 জওয়ান

26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পাঁচ বিমানের একটি ফর্মেশনকে নেতৃত্ব দিতে চলেছেন স্বাতী রাঠোর। তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে মহিলাদের ক্ষমতায়নের প্রয়াসকে আরও অনুপ্রেরণা জোগাবে।

স্বাতীর টিম ছাড়াও বায়ুসেনার সুখোই-30, হেলিকপ্টার ও লাইট কমব্যাট এয়ারক্র্যাফট অংশ নিতে চলেছে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.