ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে মহিলাকে খুন, 3 দিন পর ধৃত 1 - উত্তরপ্রদেশ

ফের উত্তরপ্রদেশ । এবার বদায়ূঁতে এক মহিলাকে গণধর্ষণের পর খুন । ঘটনায় গ্রেপ্তার এক ।

woman brutaly rape and murrderd in badaun upadate
উত্তরপ্রদেশে গৃহবধূকে গণধর্ষণ করে খুন
author img

By

Published : Jan 6, 2021, 11:30 AM IST

বদায়ূঁ, 6 জানুয়ারি: উত্তরপ্রদেশের বদায়ু জেলায় মহিলাকে গণধর্ষণের পর খুনের তিনদিন পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন । এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে উঘেতি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।

গত রবিবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই মহিলা । তাঁর পরিবারের অভিযোগ, পুজো দিয়ে ফেরার সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় । এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ির কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা । পুলিশকে জানানো সত্ত্বেও প্রায় 20 ঘণ্টা পর দেহ উদ্ধার করা হয় বলেও তাদের অভিযোগ । এমনকী উঘেতি থানার আধিকারিক তদন্তের জন্য ঘটনাস্থানেও যাননি বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে তিন চিকিৎসকের একটি দল ওই মহিলার দেহের ময়নাতদন্ত করে । সেই রিপোর্টে বলা হয়েছে, মহিলাকে ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। এমনকী তাঁর পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বদায়ূঁ, 6 জানুয়ারি: উত্তরপ্রদেশের বদায়ু জেলায় মহিলাকে গণধর্ষণের পর খুনের তিনদিন পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন । এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে উঘেতি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।

গত রবিবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই মহিলা । তাঁর পরিবারের অভিযোগ, পুজো দিয়ে ফেরার সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় । এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ির কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা । পুলিশকে জানানো সত্ত্বেও প্রায় 20 ঘণ্টা পর দেহ উদ্ধার করা হয় বলেও তাদের অভিযোগ । এমনকী উঘেতি থানার আধিকারিক তদন্তের জন্য ঘটনাস্থানেও যাননি বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে তিন চিকিৎসকের একটি দল ওই মহিলার দেহের ময়নাতদন্ত করে । সেই রিপোর্টে বলা হয়েছে, মহিলাকে ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। এমনকী তাঁর পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.