ETV Bharat / bharat

Nalanda Murder Case: নালন্দায় 4 প্রেমিকের সঙ্গে বৃদ্ধকে খুন ! গ্রেফতার মহিলা-সহ 5 - Bihar Murder

নালন্দায় বৃদ্ধকে খুনের অভিযোগে গ্রেফতার মহিলা-সহ 5 জন (Woman and Her Four Paramours Arrested for Killing 75yr Old in Bihar) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের পিছনে কারণ, মহিলার সঙ্গে একাধিক ব্যক্তির সম্পর্ক ৷

Woman and Her Four Paramours Arrested for Killing 75yr Old in Bihar
Woman and Her Four Paramours Arrested for Killing 75yr Old in Bihar
author img

By

Published : Nov 29, 2022, 11:29 AM IST

নালন্দা, 29 নভেম্বর: বিহারের নালন্দায় 75 বছরের তৃপিত শর্মা নামে এক বৃদ্ধকে খুনে অভিযোগে এক মহিলা-সহ 5 বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ (Nalanda Murder Case) ৷ পুলিশ সূত্রে খবর, বছর 30 এর পিনু দেবী নামে ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল মৃতের ৷ গত অক্টোবর মাসে নালন্দার আস্থাবন এলাকার একটি বাড়ির জলের ট্যাংক থেকে তৃপিত শর্মার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ এই ঘটনায় 1 মাসের বেশি সময় পরে মূল অভিযুক্ত পিনু দেবী এবং তাঁর বাকি 4 সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ (Woman and Her Four Paramours Arrested for Killing 75yr Old in Bihar) ৷

জানা গিয়েছে, গত 21 অক্টোবর তৃপিত শর্মার ছেলে মিঠু কুমার আস্থাবন থানায় খুনের মামলা দায়ের করেন ৷ পুলিশ তদন্তে নেমে 1 মাসের বেশি সময় পর পিনু দেবী এবং বাকি 4 জনকে গ্রেফতার করেছে ৷ এই খুনের মামলার তদন্ত নিয়ে সদর ডিএসপি ড. শিবলি নোমানি বলেন, ‘‘বছর 30-এর পিনু দেবীর অন্তত 5 জনের সঙ্গে সম্পর্ক ছিল ৷ যাঁদের মধ্যে মৃত 75 বছরের তৃপিত শর্মা একজন ৷ কিন্তু, খুনের বেশ কয়েকদিন আগে থেকে তৃপিত শর্মার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করেন পিনু ৷ পরবর্তীতে নিজের বাকি 4 সঙ্গীর সঙ্গে তৃপিত শর্মাকে খুনের পরিকল্পনা করেন ৷’’

তিনি বলেন, ‘‘পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় পিনু দেবী সবার আগে খুনের কথা স্বীকার করেছিলেন ৷ তদন্তে জানা গিয়েছে, পিনু দেবীর স্বামী একটি দুর্ঘটনায় মারা যাওয়ার পর চায়ের দোকান চালাতেন ৷ আর এই 4 জন পিনু দেবীর চায়ের দোকানে যেতেন ৷ সেখানেই সকলের সঙ্গে পিনুর সম্পর্ক তৈরি হয় ৷ আর কিছু দিন পর তৃপিত শর্মার সঙ্গেও পিনুর সম্পর্ক তৈরি হয় ৷ তবে, ওই চারজন পিনুর সঙ্গে তৃপিত শর্মার সম্পর্ক মেনে নেয়নি ৷ সেই কারণে, পিনু তৃপিত শর্মার থেকে দূরত্ব তৈরি করতে থাকেন ৷ পরবর্তীতে তৃপিত শর্মাকে খুনের পরিকল্পনা করেন ওই 5 জন ৷’’

আরও পড়ুন: মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, 107 বছরের কারাদণ্ড বাবার

ওই পুলিশ আধিকারিক জানান, তৃপিত শর্মার মাথা ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে এবং দেহ জলের ট্যাংকে ফেলে দেওয়া হয় ৷ ধৃতেরা তাঁদের অপরাধ পুলিশের কাছে স্বীকার করেছেন ৷ পুনি দেবী ছাড়া বাকি অভিযুক্তেরা হলেন, কৃষ্ণনন্দন প্রসাদ বয়স 75 বছর ৷ সূর্যমণি কুমার বয়স 60 বছর, বাসুদেব পাসওয়ান বয়স 63, বানারস প্রসাদ ওরফে লোহা সিং বয়স 62 ৷

নালন্দা, 29 নভেম্বর: বিহারের নালন্দায় 75 বছরের তৃপিত শর্মা নামে এক বৃদ্ধকে খুনে অভিযোগে এক মহিলা-সহ 5 বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ (Nalanda Murder Case) ৷ পুলিশ সূত্রে খবর, বছর 30 এর পিনু দেবী নামে ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল মৃতের ৷ গত অক্টোবর মাসে নালন্দার আস্থাবন এলাকার একটি বাড়ির জলের ট্যাংক থেকে তৃপিত শর্মার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ এই ঘটনায় 1 মাসের বেশি সময় পরে মূল অভিযুক্ত পিনু দেবী এবং তাঁর বাকি 4 সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ (Woman and Her Four Paramours Arrested for Killing 75yr Old in Bihar) ৷

জানা গিয়েছে, গত 21 অক্টোবর তৃপিত শর্মার ছেলে মিঠু কুমার আস্থাবন থানায় খুনের মামলা দায়ের করেন ৷ পুলিশ তদন্তে নেমে 1 মাসের বেশি সময় পর পিনু দেবী এবং বাকি 4 জনকে গ্রেফতার করেছে ৷ এই খুনের মামলার তদন্ত নিয়ে সদর ডিএসপি ড. শিবলি নোমানি বলেন, ‘‘বছর 30-এর পিনু দেবীর অন্তত 5 জনের সঙ্গে সম্পর্ক ছিল ৷ যাঁদের মধ্যে মৃত 75 বছরের তৃপিত শর্মা একজন ৷ কিন্তু, খুনের বেশ কয়েকদিন আগে থেকে তৃপিত শর্মার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করেন পিনু ৷ পরবর্তীতে নিজের বাকি 4 সঙ্গীর সঙ্গে তৃপিত শর্মাকে খুনের পরিকল্পনা করেন ৷’’

তিনি বলেন, ‘‘পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় পিনু দেবী সবার আগে খুনের কথা স্বীকার করেছিলেন ৷ তদন্তে জানা গিয়েছে, পিনু দেবীর স্বামী একটি দুর্ঘটনায় মারা যাওয়ার পর চায়ের দোকান চালাতেন ৷ আর এই 4 জন পিনু দেবীর চায়ের দোকানে যেতেন ৷ সেখানেই সকলের সঙ্গে পিনুর সম্পর্ক তৈরি হয় ৷ আর কিছু দিন পর তৃপিত শর্মার সঙ্গেও পিনুর সম্পর্ক তৈরি হয় ৷ তবে, ওই চারজন পিনুর সঙ্গে তৃপিত শর্মার সম্পর্ক মেনে নেয়নি ৷ সেই কারণে, পিনু তৃপিত শর্মার থেকে দূরত্ব তৈরি করতে থাকেন ৷ পরবর্তীতে তৃপিত শর্মাকে খুনের পরিকল্পনা করেন ওই 5 জন ৷’’

আরও পড়ুন: মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, 107 বছরের কারাদণ্ড বাবার

ওই পুলিশ আধিকারিক জানান, তৃপিত শর্মার মাথা ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে এবং দেহ জলের ট্যাংকে ফেলে দেওয়া হয় ৷ ধৃতেরা তাঁদের অপরাধ পুলিশের কাছে স্বীকার করেছেন ৷ পুনি দেবী ছাড়া বাকি অভিযুক্তেরা হলেন, কৃষ্ণনন্দন প্রসাদ বয়স 75 বছর ৷ সূর্যমণি কুমার বয়স 60 বছর, বাসুদেব পাসওয়ান বয়স 63, বানারস প্রসাদ ওরফে লোহা সিং বয়স 62 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.