গাজিয়াবাদ, 9 অগস্ট: বছর চারেক আগে স্বামীর ঘর ছেড়েছিল প্রীতি শর্মা । ঘর বেঁধেছিল এলাকারই 'নরসুন্দর' ফিরোজের সঙ্গে, লিভ-ইন সম্পর্কে ছিল জুটি । বছর 23-এর ফিরোজ ওরফে চোয়ান্নি কথা দিয়েছিলেন, দিন কয়েকের মধ্যেই বিয়ে করবেন প্রেমিকাকে (Woman slits Live-In Partner in Ghaziabad)।
বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে বিয়ের কথা মনে করাতেই বেঁকে বসে ফিরোজ । স্বামী ছেড়ে আসা প্রীতিকে সাফ জানিয়ে দেয়, কোনও 'চরিত্রহীনা'কে বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয় । সেকথা শোনার পরে আর মাথা ঠান্ডা রাখতে পারেনি লিভ-ইন সঙ্গী প্রীতি । সোজা ফিরোজের গলায় ক্ষুর চালিয়ে দেয় সে । তারপরে তাঁর দেহটিকে একটি ট্রলি ব্যাগের মধ্যে ভরে কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ রেল স্টেশনের কাছে ।
গাজিয়াবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মুনিরাজ জি জানিয়েছেন, রবিবার গভীর রাতে রুটিন চেকিংয়ের সময় এক মহিলাকে একটি কালো ট্রলি ব্যাগ নিয়ে যেতে দেখেন কনস্টেবল । সন্দেহ হওয়ায় তল্লাশি নেওয়া হয় । তারপরেই ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির দেহ পাওয়া যায় । জেরাতে মহিলা স্বীকার করেছে, এটি তার লিভ-ইন পার্টনারের মৃতদেহ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন : প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে 'খুন' করল স্বামী