ETV Bharat / bharat

Wrestlers Protest: 'প্রয়োজনে গুলি করা হবে', কুস্তিগীরদের নিয়ে প্রাক্তন আইপিএসের টুইটের জবাব দিলেন বজরং - প্রাক্তন আইপিএস অফিসার

কুস্তিগীরদের প্রয়োজনে গুলি করার কথা বললেন একজন অবসরপ্রাপ্ত আইপিএস ৷ তাঁর টুইটের জবাব দিলেন বজরং পুনিয়া ৷ দেখুন কী লিখলেন তিনি ৷

Bajrang Punia
বজরং পুনিয়া
author img

By

Published : May 29, 2023, 8:36 PM IST

নয়াদিল্লি, 29 মে: দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনার বিষয়ে একজন প্রাক্তন আইপিএস অফিসারের একটি বিতর্কিত টুইট সামনে এসেছে ৷ যেখানে প্রয়োজনে কুস্তিগীরদের গুলি করার নিদান দেওয়া হয়েছে। সেই টুইটটি রিটুইট করে কুস্তিগীর বজরং পুনিয়া জবাবও দিয়েছেন । এর আগে রবিবার সংসদ ভবনের দিকে যেতে বাধা দেওয়ায় কুস্তিগীর বজরং পুনিয়া তাঁদের গুলি করার কথা বলেছিলেন ৷ যার জবাবে প্রাক্তন আইপিএস তাঁর টুইটারে কুস্তিগীরদের গুলি করতে বলে এবং পোস্টমর্টেম টেবিলে তাদের আবার দেখা করার কথা বলে ।

গতকাল ছিল নতুন সংসদ ভবনের উদ্বোধন ৷ সেই উপলক্ষে কুস্তিগীররা সুবিচারের দাবিতে মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন । কিন্তু বিক্ষোভকারী কুস্তিগীরদের পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। তা সত্ত্বেও প্রতিবাদী কুস্তিগীররা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এরপরেই দিল্লি পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কুস্তিগীররা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় । ওই সময়ে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছিলেন, "আমাদের গুলি করুন।"

এর প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনসি আস্থানা টুইট করেন, "প্রয়োজন হলে আমরা গুলি করব । কিন্তু তোমার কথায় নয় । এখন শুধু টেনে-হিঁচড়ে ফেলে দেওয়া হয়েছে আবর্জনার বস্তার মতো । 129 ধারা অনুযায়ী পুলিশের গুলি করার অধিকার রয়েছে । উপযুক্ত পরিস্থিতিতে সেই ইচ্ছাও পূরণ হবে । কিন্তু এটা জানতে হলে শিক্ষিত হওয়া দরকার । আবার দেখা হবে পোস্টমর্টেম টেবিলে ৷"

তাঁর টুইটের জবাব দিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷

আইপিএস অফিসারকে রিটুইট করে তিনি লেখেন, 'একজন আইপিএস অফিসার আমাদের গুলি করার কথা বলছেন । ভাই সামনে দাঁড়িয়ে আছে ৷ বলুন কোথায় গুলি খেতে আসতে হবে । প্রতিজ্ঞা করছি পালিয়ে যাব না ৷ বুকে গুলি খাব । এইটুকু করাই এখন বাকি রয়ে গিয়েছে আমাদের সঙ্গে ৷ সেটাও করে নিক ।

  • ये IPS ऑफिसर हमें गोली मारने की बात कर रहा है। भाई सामने खड़े हैं, बता कहाँ आना है गोली खाने… क़सम है पीठ नहीं दिखाएँगे, सीने पे खाएँगे तेरी गोली। यो ही रह गया है अब हमारे साथ करना तो यो भी सही। https://t.co/jgZofGj5QC

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 29, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 29 মে: দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনার বিষয়ে একজন প্রাক্তন আইপিএস অফিসারের একটি বিতর্কিত টুইট সামনে এসেছে ৷ যেখানে প্রয়োজনে কুস্তিগীরদের গুলি করার নিদান দেওয়া হয়েছে। সেই টুইটটি রিটুইট করে কুস্তিগীর বজরং পুনিয়া জবাবও দিয়েছেন । এর আগে রবিবার সংসদ ভবনের দিকে যেতে বাধা দেওয়ায় কুস্তিগীর বজরং পুনিয়া তাঁদের গুলি করার কথা বলেছিলেন ৷ যার জবাবে প্রাক্তন আইপিএস তাঁর টুইটারে কুস্তিগীরদের গুলি করতে বলে এবং পোস্টমর্টেম টেবিলে তাদের আবার দেখা করার কথা বলে ।

গতকাল ছিল নতুন সংসদ ভবনের উদ্বোধন ৷ সেই উপলক্ষে কুস্তিগীররা সুবিচারের দাবিতে মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন । কিন্তু বিক্ষোভকারী কুস্তিগীরদের পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। তা সত্ত্বেও প্রতিবাদী কুস্তিগীররা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এরপরেই দিল্লি পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কুস্তিগীররা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় । ওই সময়ে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছিলেন, "আমাদের গুলি করুন।"

এর প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনসি আস্থানা টুইট করেন, "প্রয়োজন হলে আমরা গুলি করব । কিন্তু তোমার কথায় নয় । এখন শুধু টেনে-হিঁচড়ে ফেলে দেওয়া হয়েছে আবর্জনার বস্তার মতো । 129 ধারা অনুযায়ী পুলিশের গুলি করার অধিকার রয়েছে । উপযুক্ত পরিস্থিতিতে সেই ইচ্ছাও পূরণ হবে । কিন্তু এটা জানতে হলে শিক্ষিত হওয়া দরকার । আবার দেখা হবে পোস্টমর্টেম টেবিলে ৷"

তাঁর টুইটের জবাব দিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷

আইপিএস অফিসারকে রিটুইট করে তিনি লেখেন, 'একজন আইপিএস অফিসার আমাদের গুলি করার কথা বলছেন । ভাই সামনে দাঁড়িয়ে আছে ৷ বলুন কোথায় গুলি খেতে আসতে হবে । প্রতিজ্ঞা করছি পালিয়ে যাব না ৷ বুকে গুলি খাব । এইটুকু করাই এখন বাকি রয়ে গিয়েছে আমাদের সঙ্গে ৷ সেটাও করে নিক ।

  • ये IPS ऑफिसर हमें गोली मारने की बात कर रहा है। भाई सामने खड़े हैं, बता कहाँ आना है गोली खाने… क़सम है पीठ नहीं दिखाएँगे, सीने पे खाएँगे तेरी गोली। यो ही रह गया है अब हमारे साथ करना तो यो भी सही। https://t.co/jgZofGj5QC

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 29, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'দাঙ্গা করিনি শান্তিপূর্ণ ধরনা করতে চেয়েছিলাম, পুলিশ করতে দিল না'; চোখের জলে সাক্ষী

রবিবার কুস্তিগীর ভিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের নতুন সংসদ ভবনের উদ্দেশে মিছিল করার সময় আটক করা হয়েছিল ৷ ওই দিন রাতে কালকাজি থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের । সাক্ষী মালিক জানিয়েছিলেন, পুলিশের হেফাজত থেকে বেরিয়ে তাঁরা আবার যন্তর মন্তরে ধরনায় বসবেন এবং আবারও বিচারের দাবিতে আন্দোলন তীব্রতর হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.