ETV Bharat / bharat

Amit Shah: 'তেলেঙ্গানায় বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন অনগ্রসর শ্রেণি থেকে,' বললেন শাহ - assembly polls 2023

শুক্রবার নির্বাচনী প্রচারে তেলেঙ্গানায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আগামী 30 নভেম্বর বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷

ETV Bharat
অমিত শাহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 7:30 PM IST

Updated : Oct 27, 2023, 8:26 PM IST

হায়দরাবাদ, 27 অক্টোবর: তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী করা হবে ব্যাকওয়ার্ড ক্লাস বা অনগ্রসর শ্রেণির কোনও নেতাকে ৷ শুক্রবার হায়দরাবাদের সূর্যপেটে এক নির্বাচনী জনসভায় এই কথা ঘোঘণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিনের জনসভায় অমিত শাহ বলেন, "আজ আমি তেলেঙ্গানাবাসীকে বলতে চাই, এখানে বিজেপির সরকার গড়তে আপনারা আমাদের আশীর্বাদ করুন ৷ আমরা অনগ্রসর শ্রেণির প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করব ৷"

আগামী 30 নভেম্বর বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ বর্তমানে এই রাজ্য ক্ষমতায় রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) ৷ বিজেপি এবার কোমর বেঁধে নেমেছে এই রাজ্যের ক্ষমতা দখল করতে ৷ বিআরএস ছাড়াও বিজেপিকে এবার লড়তে বলে কংগ্রেসের বিরুদ্ধেও ৷ এরাজ্যে এবার কার্যত ত্রিমুখী লড়াই ৷ তেলেঙ্গানার নিজামাবাদের বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরী আর আগে দাবি করেছিলেন, বিজেপি এবারের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে ৷ দ্বিতীয় স্থানে থাকবে বিআরএস, তৃতীয় স্থানে নেমে আসবে কংগ্রেস ৷ এবার একধাপ এগিয়ে বিজেপির নম্বর টু বলে পরিচিত অমিত শাহ জানিয়ে দিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন পিছিয়ে পড়া শ্রেণির কোনও প্রতিনিধি ৷

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরামের পাশাপাশি এবার তেলেঙ্গানাতেও নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন ৷ গত 9 অক্টোবর এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ 30 নভেম্বর এই রাজ্যে ভোট ৷ ফল ঘোষণা 3 ডিসেম্বর ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে 119টি আসনের মধ্যে এখানে 88টি আসনে জিতেছিল বিআরএস (তৎকালীন টিআরএস) ৷ সেবছর বিধানসভা নির্বাচনে বিজেপি 47.4 শতাংশ ভোট পেয়েছিল ৷

আরও পড়ুন: পরিবর্তনের বছর 2014-তে মানুষ পুরনো মোবাইলের মতো সরকারও বদলে দিয়েছিল, কটাক্ষ মোদির

তবে কংগ্রেসের তরফেও ইতিমধ্যেই দাবি করা হয়েছে, তেলেঙ্গানায় এবছর ক্ষমতায় আসবে কংগ্রেস ৷ নিজেদের ইস্তেহারে 6 দফা প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস ৷

হায়দরাবাদ, 27 অক্টোবর: তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী করা হবে ব্যাকওয়ার্ড ক্লাস বা অনগ্রসর শ্রেণির কোনও নেতাকে ৷ শুক্রবার হায়দরাবাদের সূর্যপেটে এক নির্বাচনী জনসভায় এই কথা ঘোঘণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিনের জনসভায় অমিত শাহ বলেন, "আজ আমি তেলেঙ্গানাবাসীকে বলতে চাই, এখানে বিজেপির সরকার গড়তে আপনারা আমাদের আশীর্বাদ করুন ৷ আমরা অনগ্রসর শ্রেণির প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করব ৷"

আগামী 30 নভেম্বর বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ বর্তমানে এই রাজ্য ক্ষমতায় রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) ৷ বিজেপি এবার কোমর বেঁধে নেমেছে এই রাজ্যের ক্ষমতা দখল করতে ৷ বিআরএস ছাড়াও বিজেপিকে এবার লড়তে বলে কংগ্রেসের বিরুদ্ধেও ৷ এরাজ্যে এবার কার্যত ত্রিমুখী লড়াই ৷ তেলেঙ্গানার নিজামাবাদের বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরী আর আগে দাবি করেছিলেন, বিজেপি এবারের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে ৷ দ্বিতীয় স্থানে থাকবে বিআরএস, তৃতীয় স্থানে নেমে আসবে কংগ্রেস ৷ এবার একধাপ এগিয়ে বিজেপির নম্বর টু বলে পরিচিত অমিত শাহ জানিয়ে দিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন পিছিয়ে পড়া শ্রেণির কোনও প্রতিনিধি ৷

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরামের পাশাপাশি এবার তেলেঙ্গানাতেও নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন ৷ গত 9 অক্টোবর এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ 30 নভেম্বর এই রাজ্যে ভোট ৷ ফল ঘোষণা 3 ডিসেম্বর ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে 119টি আসনের মধ্যে এখানে 88টি আসনে জিতেছিল বিআরএস (তৎকালীন টিআরএস) ৷ সেবছর বিধানসভা নির্বাচনে বিজেপি 47.4 শতাংশ ভোট পেয়েছিল ৷

আরও পড়ুন: পরিবর্তনের বছর 2014-তে মানুষ পুরনো মোবাইলের মতো সরকারও বদলে দিয়েছিল, কটাক্ষ মোদির

তবে কংগ্রেসের তরফেও ইতিমধ্যেই দাবি করা হয়েছে, তেলেঙ্গানায় এবছর ক্ষমতায় আসবে কংগ্রেস ৷ নিজেদের ইস্তেহারে 6 দফা প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস ৷

Last Updated : Oct 27, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.