বালাসোর, 4 নভেম্বর: এমন ঘটনাকে হৃদয় বিদারক বললেও বোধহয় পুরোটা বলা হয় না! স্বামীর মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান করতে গ্রামবাসীর দরজায় দরজায় ঘুরতে হল স্ত্রী-কে ৷ ঘটনার কথা জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। স্ত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অতিরিক্ত জেলাশসাক সুধাকর নায়েক ও এলাকার বিডিও মোহিনী নায়েক ৷ তাঁদের সহায়তায় রেড ক্রস সোশাইটির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে ৷ এমনই ঘটনার সাক্ষী ওড়িশার বালাসোর এলাকার বাস্তা ব্লকের তাদাদা পঞ্চায়েত এলাকার সাসান গ্রাম ৷
জানা গিয়েছে, 21 অক্টোবর ওই মহিলার স্বামীর ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৷ তিনি ছিলেন পরিবারের এক মাত্র রোজগেরে ৷ পরিবারে স্ত্রী ছাড়াও আছে দুই সন্তান- এগারো বছররে মেয়ে এবং তিন বছররে ছেলে। স্বামীর মৃত্যুর পর প্রায় অনাহারে দিন কাটছিল তিনজনের। দুই সন্তানকে দু'বেলা কী খেতে দেবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না অসহায় মা। দিন কাটছিল এই অনিশ্চয়তা নিয়েই।
এর উপর স্বামীর শ্রাদ্ধানুষ্ঠের সময় এসে গেল। অন্য কোনও উপায় না থাকায় শ্রাদ্ধ আয়োজনের টাকা জোগাড় করতে গ্রামের দরজায় দরজায় ভিক্ষা করতে শুরু করলেন স্ত্রী ৷ স্থানীয়দের থেকে ঘটনার কথা জানতে পারে প্রশাসন। এই অসহায় পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নেন অতিরিক্ত জেলাশসাক সুধাকর নায়েক ও বিডিও মোহিনী নায়েক ৷ যোগাযোগ করেন রেড ক্রস সোসাইটির সঙ্গে ৷ তারপর সমস্যার সমাধান হয়।
আরও পড়ুন : 508 কোটি টাকা নিয়েছেন মুখ্যমন্ত্রী বাঘেল, ইডি'র দাবিতে সরগরম ছত্তিশগড়
মর্মান্তিক এই খবরটি নিমেষের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে ৷ অসহায় ওই মহিলার প্রতি সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে একটি স্বেস্বাসেবী সংগঠন ৷ তাঁর হাতে 10 হাজার টাকা অনুদান তুলে দিয়েছেন ওই সংগঠনের সদস্যরা ৷ পাশাপাশি বিধবা ভাতা এবং আবাসন প্রকল্পের অধীনে একটি বাড়ি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।