দিল্লি, 3 ফেব্রুয়ারি : অধিকাংশ একনায়কেরই নামের আদ্যক্ষর ‘এম’ দিয়ে শুরু হয় কেন ? টুইটারে এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । যদিও হঠাৎ করে এই প্রশ্ন কেন, তার ব্যাখ্য়া দেননি রাহুল ৷
বুধবার টুইটারে রাহুল লেখেন, ‘‘অধিকাংশ একনায়কেরই নামের অদ্যক্ষর ‘এম’ দিয়ে শুরু হয় কেন ? মার্কোস, মুসোলিনি, মিলোসেভিক, মোবুতু, মুশারফ, মিকোম্বেরো৷’’
-
Why do so many dictators have names that begin with M ?
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Marcos
Mussolini
Milošević
Mubarak
Mobutu
Musharraf
Micombero
">Why do so many dictators have names that begin with M ?
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2021
Marcos
Mussolini
Milošević
Mubarak
Mobutu
Musharraf
MicomberoWhy do so many dictators have names that begin with M ?
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2021
Marcos
Mussolini
Milošević
Mubarak
Mobutu
Musharraf
Micombero
কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে বারবার স্বৈরতন্ত্রের অভিযোগ তুলেছেন রাহুল ৷ কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার পর তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশে অসংখ্য টুইটার অ্য়াকাউন্ট সাময়িক ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ৷ অভিযোগ ছিল, ওইসব অ্য়াকাউন্ট থেকে কৃষক আন্দোলন ও ট্র্যাক্টর মিছিল সংক্রান্ত পোস্ট করা হয়েছে৷ এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের তুমুল সমালোচনা করেন রাহুল৷
আরও পড়ুন: কৃষকদের আন্দোলনকে ছোট করতে চাইছে সরকার : রাহুল
রাহুল গান্ধির অভিযোগ, কেন্দ্রীয় সরকার ভারতের সমস্ত সম্পদ মোদির বন্ধুদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে ৷ এই পরিস্থিতিতে রাহুলের এদিনের টুইট তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের৷