জয়পুর, 12 ডিসেম্বর: চলতি মাসের তিন তারিখ প্রকাশিত হয় রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফলাফল ৷ তার পর কেটে গিয়েছে ন’দিন ৷ অবশেষে মঙ্গলবার ঘোষণা করা হল ওই রাজ্য়ের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ৷ মরুরাজ্য়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছিল, সেই তালিকায় ছিল না প্রথমবারের বিধায়ক ভজন লাল শর্মার নাম ৷ ফলে এ দিন বিকেল চারটে নাগাদ বিজেপির তরফে যখন সংনেরের বিধায়কের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হল, তখন চমকে গিয়েছেন সকলেই ৷
রাজস্থানের সঙ্গে একই দিনে বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে ছত্তীশগড় ও মধ্যপ্রদেশে ৷ সেখানেও মুখ্য়মন্ত্রী বাছাইয়ে চমক দিয়েছে গেরুয়া শিবির ৷ সেই চমক রাজস্থানেও অব্যাহত রাখল মোদি-শাহের দল ৷ আর সেই বিস্ময়ের রেশ কাটার আগেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে ভজন লাল শর্মাকে নিয়ে চর্চা ৷ প্রত্যেকেই জানতে উৎসুক কে তিনি ?
-
#WATCH | Rajasthan CM designate Bhajanlal Sharma's mother Gomti Devi says, "It has happened by God's will...I had never thought this would happen." pic.twitter.com/nvKAeEyRVp
— ANI (@ANI) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Rajasthan CM designate Bhajanlal Sharma's mother Gomti Devi says, "It has happened by God's will...I had never thought this would happen." pic.twitter.com/nvKAeEyRVp
— ANI (@ANI) December 12, 2023#WATCH | Rajasthan CM designate Bhajanlal Sharma's mother Gomti Devi says, "It has happened by God's will...I had never thought this would happen." pic.twitter.com/nvKAeEyRVp
— ANI (@ANI) December 12, 2023
রাজস্থানের ভরতপুরের বাসিন্দা ভজন লাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত কৈশোর থেকেই ৷ পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র হয়ে ছাত্র রাজনীতিও করেছেন ৷ রাজস্থান বিজেপিতে বর্তমানে তিনি একজন সাধারণ সম্পাদক ৷ সংগঠনে তিনি লো-প্রোফাইল নেতা হিসেবেই পরিচিত ৷ কিন্তু দীর্ঘদিন তিনি বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত ৷ রাজস্থানে সবচেয়ে বেশি সময় সাধারণ সম্পাদক হিসেবে থেকে তিনি নজির গড়েছেন ৷
সংগঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এবার সংনের থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি ৷ প্রচারে কংগ্রেস তাঁকে বহিরাগত বলে কটাক্ষ করে ৷ কিন্তু তার পরও কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে প্রায় 48 হাজার ভোটে তিনি হারিয়ে দেন ৷ তিনি নিজে ভোট পেয়েছেন 1 লক্ষ 45 হাজার 162 ৷ এর আগে 2008 সালে একবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন তিনি ৷ সেবার অবশ্য জিততে পারেননি ৷ ভজন লাল শর্মা 1993 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন ৷ মনোনয়নপত্র দেওয়ার সময় হলফনামায় তিনি জানিয়েছিলেন যে তাঁর সম্পত্তির পরিমাণ 1.46 কোটি টাকা ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে ৷
-
#WATCH | Rajasthan CM designate Bhajanlal Sharma's wife Geet Sharma in Jaipur says, "I thank the public and all the leaders. This a blessing given by Modi ji ..." pic.twitter.com/XjNN7plj6B
— ANI (@ANI) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Rajasthan CM designate Bhajanlal Sharma's wife Geet Sharma in Jaipur says, "I thank the public and all the leaders. This a blessing given by Modi ji ..." pic.twitter.com/XjNN7plj6B
— ANI (@ANI) December 12, 2023#WATCH | Rajasthan CM designate Bhajanlal Sharma's wife Geet Sharma in Jaipur says, "I thank the public and all the leaders. This a blessing given by Modi ji ..." pic.twitter.com/XjNN7plj6B
— ANI (@ANI) December 12, 2023
সংগঠন থেকে এবার ভজন লালকে প্রশাসনে গুরুদায়িত্ব দিল বিজেপি ৷ একেবারে রাজ্য সামলানোর ভার ৷ তাঁর মতো একজন ‘অচেনা’ মুখের কেন ভরসা রাখল বিজেপি, উঠছে প্রশ্ন ৷ কারও কারও খুব পরিকল্পনা করেই এই পদক্ষেপ করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব ৷ একদিকে আরএএস ঘনিষ্ঠ একজনকে দায়িত্ব দেওয়া গেল ৷
আর দ্বিতীয়ত ছত্তীশগড়ে আদিবাসী ও মধ্যপ্রদেশে ওবিসি নেতাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি ৷ রাজস্থানে একজন ব্রাহ্মণকে সেই দায়িত্ব জাতপাতের রাজনীতির সমীকরণে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল গেরুয়া শিবির ৷ রাজস্থানে ব্রাহ্মণ ভোটের সংখ্যা সাত শতাংশ ৷
রাজস্থানে বিজেপির হেভিওয়েট নেতা সংখ্যা কম নয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, দিয়া কুমারী, রাজ্যবর্ধন সিং রাঠোর ও বাবা বালকনাথ-সহ একাধিক সিনিয়র নেতা রয়েছেন ৷ এঁদের অনেকেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে না থাকায় ‘প্রথম পুরস্কার’ জিতে নিলেন ভজন লাল শর্মা, নির্বাচনী প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যাঁর একটি কথোপকথনের দৃশ্য ভাইরাল হয়েছিল ৷
-
#WATCH | BJP announces Bhajanlal Sharma as the new Rajasthan CM, his father Krishna Lal Sharma in Bharatpur says, "It is a great thing..." pic.twitter.com/DfbxTA9TFr
— ANI (@ANI) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | BJP announces Bhajanlal Sharma as the new Rajasthan CM, his father Krishna Lal Sharma in Bharatpur says, "It is a great thing..." pic.twitter.com/DfbxTA9TFr
— ANI (@ANI) December 12, 2023#WATCH | BJP announces Bhajanlal Sharma as the new Rajasthan CM, his father Krishna Lal Sharma in Bharatpur says, "It is a great thing..." pic.twitter.com/DfbxTA9TFr
— ANI (@ANI) December 12, 2023
এ দিন রাজস্থানে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ সেই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ এছাড়াও ছিলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে ও সরোজ পান্ডে ৷ সেই বৈঠকের পর ফোটো-সেশন হয় ৷ সেখানে সমস্ত বিধায়করা একসঙ্গে ছবি তোলেন ৷ সেই ছবি তোলার সময় ভজন লাল একেবারে শেষের সারিতে ছিলেন ৷ আর রাজনাথের পাশে ছিলেন বসুন্ধরা ৷ পরে বসুন্ধরাই ভজন লাল শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন ৷ তার পর সব বিধায়ক সেই প্রস্তাব সমর্থন করেন ৷
আরও পড়ুন: