গান্ধিনগর, 18 অগস্ট: করোনা অতিমারি পৃথিবী থেকে আপাতত বিদায় নিলেও এই ভাইরাস এখনও আঘাত হানতে পারে নতুন রূপে ৷ কোভিড সংক্রমণ এখনও বিশ্ব স্বাস্থ্য পরিষেবের ক্ষেত্রে বিপদ হতে পারে বলে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-এর প্রধান তেদ্রোজ ঘেব্রেয়েসাস ৷ শুক্রবার গুজরাতের গান্ধিনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি ৷
জি-20 শীর্ষ বৈঠকের আগে গান্ধিনগরে আয়োজন করা হয়েছে এই গোষ্ঠীর সদস্য দেশগুলির স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠক ৷ সেই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার যোগ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ৷ গান্ধিনগরের মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আলোচনা করা হয়েছে ৷ এই আলোচনাসভায় যোগ দিয়ে এদিন 'হু' প্রধান বলেন, "যদিও কোভিড-19 অতিমারি পৃথিবীতে আর নেই, কিন্তু বিশ্ব স্বাস্থ্যের ক্ষেত্রে এই সংক্রমণ এখনও একটি বিপদ ৷ করোনার নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ৷ এই ভ্যারিয়েন্টে অনেক মিউটেশন হয়েছে ৷ নয়া ভ্যারিয়েন্টের নাম বিএ.2.86 ৷ ফলে সব দেশেরই উচিত নজরদারি আগের মতোই বজায় রাখা ৷"
আরও পড়ুন: ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট, ব্রিটেনে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’
একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশ্বের বিভিন্ন দেশকে এদিন আহ্বান জানান, প্যানডেমিক অ্যাকর্ড নামে যে চুক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তা যাতে দ্রুত রূপায়িত হয়, সেই বিষয়ে উদ্যোগী হতে হবে ৷ আগামী বছর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অধিবেশনের আগেই যাতে এই চুক্তি স্বাক্ষরিত হয় সেই বিষয়ে জোর দেন 'হু' প্রধান ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এদিন বলেন, "কোভিড আমাদের শিক্ষা দিয়েছে, যখন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে তখন সবকিছু নিয়েই প্রশ্ন উঠে যায় ৷ কষ্টের হলেও এই অতিমারি থেকে বিশ্ব অনেক শিক্ষা পেয়েছে ৷" ফিন্যান্স হেলথ টাস্ক ফোর্স গঠনের বিষয়েও এদিন আলোচনা হয়েছে বৈঠকে ৷
ভারত সরকারের টেলি মেডিসিন প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্পেরও প্রশংসা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোজ ঘেব্রেয়েসাস ৷ ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্যোগ নেওয়ায় ভারত-সহ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রশংসা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ৷