ETV Bharat / bharat

লখনউতে অবতরণের অনুমতি না-পেয়ে আকাশে চক্কর, জ্বালানি কমে আসায় ফের দিল্লি ফিরল বিমান - Lucknow

Lucknow Airport: লখনউতে অবতরণের অনুমতি না-পেয়ে আকাশে চক্কর খেতে খেতে জ্বালানি কমে এসেছিল ৷ নিরুপায় হয়ে ফের দিল্লি ফিরে গেল বিমান ৷ লখনউ বিমানবন্দরে আরও বেশ কয়েকটি বিমান অন্য রুটে ঘুরিয়ে দেওয়ায় মঙ্গলবার যাত্রীদের সমস্যায় পড়তে হয় ৷

Lucknow Airport
লখনউ বিমানবন্দর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 3:21 PM IST

লখনউ, 29 নভেম্বর: একে ব্যস্ত সময়ের চাপ, তার উপরে খারাপ আবহাওয়া - এর জেরে মঙ্গলবার লখনউ বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বেশ অসুবিধের মুখে পড়তে হল কর্তৃপক্ষকে ৷ দিল্লি থেকে আসা একটি বিমান লখনউতে অবতরণের অনুমতি পায়নি । পাইলটকে কিছু সময়ের জন্য বাতাসে চক্কর দিতে বলা হয় । তবে তা করতে গিয়ে বিমানের জ্বালানি দ্রুত কমতে থাকে । পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান পাইলট ৷ পরে সন্ধ্যায় বিমানটি ফের লখনউতে আসে । এমনই কিছু ঘটনা ঘটে অন্যান্য কয়েকটি বিমানের ক্ষেত্রেও ৷ নাকাল হন যাত্রীরা ৷

মঙ্গলবার লখনউ বিমানবন্দরে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার এশিয়ার একটি বিমান 45 মিনিট লখনউয়ের আকাশে ঘোরাঘুরির পর দিল্লিতে ফিরে যায় । পরে সেই বিমানটিই ফের সন্ধ্যায় ফিরে এসে লখনউ বিমানবন্দরে অবতরণ করে ।

মঙ্গলবার দুপুর একটায় দিল্লি থেকে ছেড়েছিল এয়ার এশিয়ার ফ্লাইট নম্বর আই5738 । দুপুর 1টা 45 মিনিটের দিকে বিমানটি লখনউতে পৌঁছয় । ব্যস্ত সময় হওয়ার কারণে তখন সেখানে বেশ কয়েকটি বিমানের ওঠানামা চলছিল ৷ ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ার এশিয়ার বিমানের পাইলটকে আরও কিছু সময় বাতাসে চক্কর দিতে বলে, যাতে সেই সময়ের মধ্যে রানওয়ে খালি করে দেওয়া যায় । এ দিকে, আকাশে ঘোরাঘুরি করতে গিয়ে বিমানটির জ্বালানি ক্রমে কমতে থাকে । তখন পাইলট বুদ্ধি করে এটিসি-কে জানিয়ে দিল্লি ফিরে যাওয়ার জন্য একটি রুট চেয়ে নেন এবং বিমানটি প্রায় 2:20-তে দিল্লিতে ফিরে যায় । এরপর বিকেল 5টা নাগাদ বিমানটি ফের লখনউ বিমানবন্দরে পৌঁছয় ।

লখনউতে যাওয়ার বিমান পৌঁছয় ঝাড়খণ্ডে: এ দিনই সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6ই453-র হায়দরাবাদ থেকে উড়ে সকাল আটটায় লখনউ পৌঁছনোর কথা ছিল ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এই বিমানটি লখনউ বিমানবন্দরের আকাশে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ঝাড়খণ্ডে চলে যায় । এই বিমানটি সকাল আটটা 45 মিনিটে ঝাড়খণ্ডের রাঁচি বিমানবন্দরে অবতরণ করে ।

দিল্লি থেকে লখনউগামী বিমানটি দিল্লিতেই ফেরে: এ দিকে, দিল্লি থেকে লখনউগামী ইন্ডিগোর বিমান (নম্বর 6e 2107) সকাল সাড়ে আটটায় লখনউ পৌঁছনোর কথা ছিল । লখনউ বিমানবন্দরের আকাশে অনেকক্ষণ প্রদক্ষিণ করার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় তা ফেরত চলে যায় দিল্লিতে । দীর্ঘ সময় পর লখনউতে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের লখনউতে পাঠানো হয় ।

খারাপ আবহাওয়া এবং রানওয়ে সম্প্রসারণ না হওয়ায় সমস্যা: খারাপ আবহাওয়ার প্রভাব পড়ে বিমানের উড়ানের উপর ৷ আবহাওয়া মোকাবিলায় সব প্রযুক্তিগত ব্যবস্থা উন্নত করার কথা বলেছিল বিমানবন্দর প্রশাসন । এখন কুয়াশা শুরু হয়েছে, এই সময়ে অনেক বিমান তাদের নির্ধারিত সময় থেকে দেরি করে টেক-অফ করে এবং অনেক বিমান ডাইভার্ট করে দেওয়া হয় ৷ এতে নাজেহাল পরিস্থিতি বিমানবন্দর প্রশাসনের ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, লখনউ বিমানবন্দরে বিমানের সংখ্যা ক্রমাগত বাড়ছে কিন্তু রানওয়ে সম্প্রসারণের অভাবে বিমান পরিচালনায় অসুবিধা হচ্ছে, যার কারণে ব্যস্ত সময়ে বিমান অবতরণ ও ওড়ার ক্ষেত্রে বেশ অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ট্র্যাক্টরের ধাক্কা, বাতিল বহু ফ্লাইট
  2. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক
  3. আচমকা এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল, ভোগান্তি জানিয়ে মন্ত্রীকে ট্যাগ করলেন বঙ্গের ডাক্তার

লখনউ, 29 নভেম্বর: একে ব্যস্ত সময়ের চাপ, তার উপরে খারাপ আবহাওয়া - এর জেরে মঙ্গলবার লখনউ বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বেশ অসুবিধের মুখে পড়তে হল কর্তৃপক্ষকে ৷ দিল্লি থেকে আসা একটি বিমান লখনউতে অবতরণের অনুমতি পায়নি । পাইলটকে কিছু সময়ের জন্য বাতাসে চক্কর দিতে বলা হয় । তবে তা করতে গিয়ে বিমানের জ্বালানি দ্রুত কমতে থাকে । পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান পাইলট ৷ পরে সন্ধ্যায় বিমানটি ফের লখনউতে আসে । এমনই কিছু ঘটনা ঘটে অন্যান্য কয়েকটি বিমানের ক্ষেত্রেও ৷ নাকাল হন যাত্রীরা ৷

মঙ্গলবার লখনউ বিমানবন্দরে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার এশিয়ার একটি বিমান 45 মিনিট লখনউয়ের আকাশে ঘোরাঘুরির পর দিল্লিতে ফিরে যায় । পরে সেই বিমানটিই ফের সন্ধ্যায় ফিরে এসে লখনউ বিমানবন্দরে অবতরণ করে ।

মঙ্গলবার দুপুর একটায় দিল্লি থেকে ছেড়েছিল এয়ার এশিয়ার ফ্লাইট নম্বর আই5738 । দুপুর 1টা 45 মিনিটের দিকে বিমানটি লখনউতে পৌঁছয় । ব্যস্ত সময় হওয়ার কারণে তখন সেখানে বেশ কয়েকটি বিমানের ওঠানামা চলছিল ৷ ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ার এশিয়ার বিমানের পাইলটকে আরও কিছু সময় বাতাসে চক্কর দিতে বলে, যাতে সেই সময়ের মধ্যে রানওয়ে খালি করে দেওয়া যায় । এ দিকে, আকাশে ঘোরাঘুরি করতে গিয়ে বিমানটির জ্বালানি ক্রমে কমতে থাকে । তখন পাইলট বুদ্ধি করে এটিসি-কে জানিয়ে দিল্লি ফিরে যাওয়ার জন্য একটি রুট চেয়ে নেন এবং বিমানটি প্রায় 2:20-তে দিল্লিতে ফিরে যায় । এরপর বিকেল 5টা নাগাদ বিমানটি ফের লখনউ বিমানবন্দরে পৌঁছয় ।

লখনউতে যাওয়ার বিমান পৌঁছয় ঝাড়খণ্ডে: এ দিনই সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6ই453-র হায়দরাবাদ থেকে উড়ে সকাল আটটায় লখনউ পৌঁছনোর কথা ছিল ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এই বিমানটি লখনউ বিমানবন্দরের আকাশে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ঝাড়খণ্ডে চলে যায় । এই বিমানটি সকাল আটটা 45 মিনিটে ঝাড়খণ্ডের রাঁচি বিমানবন্দরে অবতরণ করে ।

দিল্লি থেকে লখনউগামী বিমানটি দিল্লিতেই ফেরে: এ দিকে, দিল্লি থেকে লখনউগামী ইন্ডিগোর বিমান (নম্বর 6e 2107) সকাল সাড়ে আটটায় লখনউ পৌঁছনোর কথা ছিল । লখনউ বিমানবন্দরের আকাশে অনেকক্ষণ প্রদক্ষিণ করার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় তা ফেরত চলে যায় দিল্লিতে । দীর্ঘ সময় পর লখনউতে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের লখনউতে পাঠানো হয় ।

খারাপ আবহাওয়া এবং রানওয়ে সম্প্রসারণ না হওয়ায় সমস্যা: খারাপ আবহাওয়ার প্রভাব পড়ে বিমানের উড়ানের উপর ৷ আবহাওয়া মোকাবিলায় সব প্রযুক্তিগত ব্যবস্থা উন্নত করার কথা বলেছিল বিমানবন্দর প্রশাসন । এখন কুয়াশা শুরু হয়েছে, এই সময়ে অনেক বিমান তাদের নির্ধারিত সময় থেকে দেরি করে টেক-অফ করে এবং অনেক বিমান ডাইভার্ট করে দেওয়া হয় ৷ এতে নাজেহাল পরিস্থিতি বিমানবন্দর প্রশাসনের ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, লখনউ বিমানবন্দরে বিমানের সংখ্যা ক্রমাগত বাড়ছে কিন্তু রানওয়ে সম্প্রসারণের অভাবে বিমান পরিচালনায় অসুবিধা হচ্ছে, যার কারণে ব্যস্ত সময়ে বিমান অবতরণ ও ওড়ার ক্ষেত্রে বেশ অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ট্র্যাক্টরের ধাক্কা, বাতিল বহু ফ্লাইট
  2. রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক
  3. আচমকা এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল, ভোগান্তি জানিয়ে মন্ত্রীকে ট্যাগ করলেন বঙ্গের ডাক্তার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.