লখনউ, 29 নভেম্বর: একে ব্যস্ত সময়ের চাপ, তার উপরে খারাপ আবহাওয়া - এর জেরে মঙ্গলবার লখনউ বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বেশ অসুবিধের মুখে পড়তে হল কর্তৃপক্ষকে ৷ দিল্লি থেকে আসা একটি বিমান লখনউতে অবতরণের অনুমতি পায়নি । পাইলটকে কিছু সময়ের জন্য বাতাসে চক্কর দিতে বলা হয় । তবে তা করতে গিয়ে বিমানের জ্বালানি দ্রুত কমতে থাকে । পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিমানটিকে ফের দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান পাইলট ৷ পরে সন্ধ্যায় বিমানটি ফের লখনউতে আসে । এমনই কিছু ঘটনা ঘটে অন্যান্য কয়েকটি বিমানের ক্ষেত্রেও ৷ নাকাল হন যাত্রীরা ৷
মঙ্গলবার লখনউ বিমানবন্দরে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার এশিয়ার একটি বিমান 45 মিনিট লখনউয়ের আকাশে ঘোরাঘুরির পর দিল্লিতে ফিরে যায় । পরে সেই বিমানটিই ফের সন্ধ্যায় ফিরে এসে লখনউ বিমানবন্দরে অবতরণ করে ।
মঙ্গলবার দুপুর একটায় দিল্লি থেকে ছেড়েছিল এয়ার এশিয়ার ফ্লাইট নম্বর আই5738 । দুপুর 1টা 45 মিনিটের দিকে বিমানটি লখনউতে পৌঁছয় । ব্যস্ত সময় হওয়ার কারণে তখন সেখানে বেশ কয়েকটি বিমানের ওঠানামা চলছিল ৷ ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ার এশিয়ার বিমানের পাইলটকে আরও কিছু সময় বাতাসে চক্কর দিতে বলে, যাতে সেই সময়ের মধ্যে রানওয়ে খালি করে দেওয়া যায় । এ দিকে, আকাশে ঘোরাঘুরি করতে গিয়ে বিমানটির জ্বালানি ক্রমে কমতে থাকে । তখন পাইলট বুদ্ধি করে এটিসি-কে জানিয়ে দিল্লি ফিরে যাওয়ার জন্য একটি রুট চেয়ে নেন এবং বিমানটি প্রায় 2:20-তে দিল্লিতে ফিরে যায় । এরপর বিকেল 5টা নাগাদ বিমানটি ফের লখনউ বিমানবন্দরে পৌঁছয় ।
লখনউতে যাওয়ার বিমান পৌঁছয় ঝাড়খণ্ডে: এ দিনই সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6ই453-র হায়দরাবাদ থেকে উড়ে সকাল আটটায় লখনউ পৌঁছনোর কথা ছিল ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এই বিমানটি লখনউ বিমানবন্দরের আকাশে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ঝাড়খণ্ডে চলে যায় । এই বিমানটি সকাল আটটা 45 মিনিটে ঝাড়খণ্ডের রাঁচি বিমানবন্দরে অবতরণ করে ।
দিল্লি থেকে লখনউগামী বিমানটি দিল্লিতেই ফেরে: এ দিকে, দিল্লি থেকে লখনউগামী ইন্ডিগোর বিমান (নম্বর 6e 2107) সকাল সাড়ে আটটায় লখনউ পৌঁছনোর কথা ছিল । লখনউ বিমানবন্দরের আকাশে অনেকক্ষণ প্রদক্ষিণ করার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় তা ফেরত চলে যায় দিল্লিতে । দীর্ঘ সময় পর লখনউতে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের লখনউতে পাঠানো হয় ।
খারাপ আবহাওয়া এবং রানওয়ে সম্প্রসারণ না হওয়ায় সমস্যা: খারাপ আবহাওয়ার প্রভাব পড়ে বিমানের উড়ানের উপর ৷ আবহাওয়া মোকাবিলায় সব প্রযুক্তিগত ব্যবস্থা উন্নত করার কথা বলেছিল বিমানবন্দর প্রশাসন । এখন কুয়াশা শুরু হয়েছে, এই সময়ে অনেক বিমান তাদের নির্ধারিত সময় থেকে দেরি করে টেক-অফ করে এবং অনেক বিমান ডাইভার্ট করে দেওয়া হয় ৷ এতে নাজেহাল পরিস্থিতি বিমানবন্দর প্রশাসনের ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, লখনউ বিমানবন্দরে বিমানের সংখ্যা ক্রমাগত বাড়ছে কিন্তু রানওয়ে সম্প্রসারণের অভাবে বিমান পরিচালনায় অসুবিধা হচ্ছে, যার কারণে ব্যস্ত সময়ে বিমান অবতরণ ও ওড়ার ক্ষেত্রে বেশ অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে ৷
আরও পড়ুন: