নিউদিল্লি, 28 মে, : অ্যান্টিগা থেকে পালিয়ে কিউবায় যাওয়ার পথে ডোমিনিকায় ধরা পড়লেন মেহুল চোক্সি ৷ গত রবিবার থেকেই নিখোঁজ ছিলেন পিএনবি-র টাকা তছরূপ মামলায় অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ এবার ঠিক কোথায় যাবেন তিনি ? এ নিয়ে ডমিনিকা, অ্যান্টিগা আর ভারত সরকারের মধ্যে চলছে আইনি তর্ক-বিতর্ক ৷
আরও পড়ুন : কেন্দ্রকে মিথ্যেবাদী বলায় রাহুলকে শকুন বলে কটাক্ষ হর্ষ বর্ধনের
মেহুলের নাগরিকত্ব তরজা-
- পঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্কের 13,500 কোটি টাকার তছরূপ মামলায় অভিযুক্ত মেহুল 2018 সালের জানুয়ারি থেকে অ্যান্টিগায় রয়েছেন ৷ তিনি সেখানকার নাগরিক ৷
- দিল্লিতে মেহুলের আইনজীবীর মতে, মেহুল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগার নাগরিক, ভারতের নয় ৷ তাই ডমিনিকায় ধরা পড়লেও তাঁকে আইনত অ্যান্টিগাতেই ফিরে যেতে হবে ৷
- ভারতীয় ব্যবসায়ীর নাগরিকত্ব নিয়ে অ্যান্টিগা সরকারের সঙ্গে কথা বলছে ডমিনিকা ৷ তবে মেহুলের দিল্লির আইনজীবীদের সঙ্গে একমত ডমিনিকা সরকার মেহুলকে অ্যান্টিগার হাতে তুলে দিতে চায় ৷ কারণ মেহুল নিজের ইচ্ছেয় ডমিনিকা আসেনি, কিউবায় পালাতে গিয়ে সেখানে পৌঁছেছে ৷
- মেহুল অ্যান্টিগা থেকে পালাবার চেষ্টা করেছেন, তাই তাঁকে ফিরিয়ে নিতে নারাজ প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন ৷
- মেহুলের আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছিলেন ইতিমধ্যে ভারতে মেহুলকে ফিরিয়ে দেওয়ার অনুরোধের বিরুদ্ধে অ্যান্টিগা হাইকোর্ট আদেশ জারি করেছে ৷ তাই ভারতে নয়, অ্যান্টিগাতেই ফিরে যেতে হবে ভারতের পলাতক ব্যবসায়ীকে ৷
- তবে অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন ডমিনিকা সরকারকে জানিয়েছে, তারা মেহুল চোক্সিকে সরাসরি ভারতে পাঠিয়ে দিতে পারে ৷
- মেহুলের আইনজীবিরা জানিয়েছেন, মেহুল ভারতের নাগরিক নয়, তাই আইনত সে ফিরতে পারে না ৷
এই আইনি জটিলতার মাঝে ভারত সরকারের অবস্থান কী ? ভারত থেকেই তো কোটি কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছিলেন 62 বছরের ভারতীয় ব্যবসায়ী মেহুল ৷ অপেক্ষা করতে হবে শুক্রবার সকাল 9টার শুনানির জন্য ৷