নয়া দিল্লি, 25 মে : হোয়াটসঅ্যাপের নয়া আপডেটে প্রাইভেসি পলিসি (ব্যক্তির গোপনীয়তা রক্ষার নীতি) অটুট থাকবে ৷ কেন্দ্রকে জানাল মেসেজ অ্যাপ কোম্পনিটি ৷
এদিন হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, "আমরা ভারত সরকারের চিঠির উত্তর দিয়েছি ৷ গ্রাহকের গোপনীয়তার অধিকারকে সবসময় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই ৷ ফলে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আপডেটেড অ্যাপে প্রাইভেসি পলিসি আগের মতোই অটুট থাকবে ৷ এর সঙ্গে কেউ বাণিজ্যিক কারণেও যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে, সেটুকুই যোগ করা হয়েছে আপডেটেড ভার্সন অ্যাপে ৷"
আরও পড়ুন: প্রাইভেসি পলিসি স্বীকারের সময়সীমা পিছনো হয়নি, আদালতে জানাল হোয়াটসঅ্যাপ
গত সপ্তাহে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক হোয়াটসঅ্যাপকে নোটিস পাঠিয়েছিল ৷ কেন্দ্রের আশঙ্কা, মেসেঞ্জার কোম্পানিটির আপডেটেড অ্যাপে প্রাইভেসি পলিসি ক্ষুণ্ণ হতে পারে ৷ এই বিষয়ে সাতদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপের কাছে ৷ এবার সেই উত্তরই দিল মেসেজ অ্যাপ কোম্পানিটি ৷ যেখানে তারা স্পষ্ট করল, কোনওভাবেই ব্যক্তির প্রাইভেসি পলিসি থেকে সরে আসবে না তারা ৷