ETV Bharat / bharat

''পবিত্র কর্তব্য পালন করেছি'', বিদায়ি বার্তা কিরণ বেদীর

লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে অপসারিত হওয়ার পর বিদায়ি বার্তায় পুদুচেরির সরকারকে ধন্যবাদ জানালেন কিরণ বেদী। তাঁর দাবি, সাংবিধানিক নিয়ম মেনেই পবিত্র দায়িত্ব পালন করেছেন তিনি।

author img

By

Published : Feb 17, 2021, 1:35 PM IST

Updated : Feb 17, 2021, 2:42 PM IST

"Whatever Was Done Was A Sacred Duty", says Kiran Bedi in her Farewell Note
''পবিত্র কর্তব্য পালন করেছি'', বিদায়ী বার্তা কিরণ বেদীর

পুদুচেরি, 17 ফেব্রুয়ারি: বিদায়ি বার্তায় পুদুচেরি সরকারকে ধন্যবাদ জানালেন কিরণ বেদী । লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে তাঁকে অপসারিত করার পর টুইটে তিনি লেখেন, তিনি শুধু পদে থেকে পবিত্র কর্তব্য পালন করে গিয়েছেন ।

71 বছরের কিরণ বুধবার সকালে টুইটে বিবৃতি দিয়ে লেখেন, ''পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে সফরে অংশগ্রহণকারী পুদুচেরির সব মানুষ ও আধিকারিকদের আমি ধন্যবাদ জানাই ।'' ''টিম রাজ নিবাস'' একনিষ্ঠভাবে বৃহত্তর জনস্বার্থে কাজ করেছে বলেও জানান কিরণ । তিনি আরও লিখেছেন, ''যা করেছি, সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব মেনে পবিত্র কর্তব্য পালন করেছি ।'' আরও উন্নত পুদুচেরি গড়ার শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ি লেফটেন্যান্ট গভর্নর ।

তাঁর টেবিলের উপর রাখা একটি ডায়েরিতে লেখা কিছু বাণীর ভিডিয়ো ক্লিপও টুইট করেন প্রাক্তন আইপিএস অফিসার । সেখানে লেখা, ''দয়াশীল হৃদয়, অকুতোভয় মন, সাহসী স্পিরিট ।''

  • Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
    The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qq

    — Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে

মঙ্গলবার রাতে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হয় ৷ এ দিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে, আপাতত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷ যতদিন না পুদুচেরির নতুন লেফটেন্যান্ট গর্ভনর নিয়োগ করা হচ্ছে, ততদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হবে ৷

আরও পড়ুন: ''জনগণের জয়'', কিরণ বেদীর অপসারণে উচ্ছ্বসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী

লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে কিরণ বেদীর অপসারণে সন্তোষ প্রকাশ করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী । তাঁর মতে, এই ঘটনা ''জনগণের জয়''। কংগ্রেস ক্রমাগত চাপ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কেন্দ্রকে । নারায়ণস্বামীর অভিযোগ, পুদুচেরির বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিরণ বেদী । মুখ্যমন্ত্রীর কথায়, ''গত দু বছর ধরে আমরা কিরণ বেদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলাম । অসাংবিধানিক ব্যবহার, প্রতিনিয়ত প্রশাসনের কাজে হস্তক্ষেপ, নির্বাচিত সরকারকে অবজ্ঞা করা ও নিয়ম মেনে না-চলার জন্য আমরা তাঁর অপসারণ দাবি করেছিলাম। তাঁর বিরুদ্ধে আমরা বহু বিক্ষোভ দেখিয়েছি । তাঁর অপসারণের দাবিতে আমরা স্বাক্ষর সংগ্রহও করেছি ।''

পুদুচেরি, 17 ফেব্রুয়ারি: বিদায়ি বার্তায় পুদুচেরি সরকারকে ধন্যবাদ জানালেন কিরণ বেদী । লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে তাঁকে অপসারিত করার পর টুইটে তিনি লেখেন, তিনি শুধু পদে থেকে পবিত্র কর্তব্য পালন করে গিয়েছেন ।

71 বছরের কিরণ বুধবার সকালে টুইটে বিবৃতি দিয়ে লেখেন, ''পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে সফরে অংশগ্রহণকারী পুদুচেরির সব মানুষ ও আধিকারিকদের আমি ধন্যবাদ জানাই ।'' ''টিম রাজ নিবাস'' একনিষ্ঠভাবে বৃহত্তর জনস্বার্থে কাজ করেছে বলেও জানান কিরণ । তিনি আরও লিখেছেন, ''যা করেছি, সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব মেনে পবিত্র কর্তব্য পালন করেছি ।'' আরও উন্নত পুদুচেরি গড়ার শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ি লেফটেন্যান্ট গভর্নর ।

তাঁর টেবিলের উপর রাখা একটি ডায়েরিতে লেখা কিছু বাণীর ভিডিয়ো ক্লিপও টুইট করেন প্রাক্তন আইপিএস অফিসার । সেখানে লেখা, ''দয়াশীল হৃদয়, অকুতোভয় মন, সাহসী স্পিরিট ।''

  • Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
    The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qq

    — Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে

মঙ্গলবার রাতে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হয় ৷ এ দিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে, আপাতত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷ যতদিন না পুদুচেরির নতুন লেফটেন্যান্ট গর্ভনর নিয়োগ করা হচ্ছে, ততদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হবে ৷

আরও পড়ুন: ''জনগণের জয়'', কিরণ বেদীর অপসারণে উচ্ছ্বসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী

লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে কিরণ বেদীর অপসারণে সন্তোষ প্রকাশ করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী । তাঁর মতে, এই ঘটনা ''জনগণের জয়''। কংগ্রেস ক্রমাগত চাপ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কেন্দ্রকে । নারায়ণস্বামীর অভিযোগ, পুদুচেরির বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিরণ বেদী । মুখ্যমন্ত্রীর কথায়, ''গত দু বছর ধরে আমরা কিরণ বেদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলাম । অসাংবিধানিক ব্যবহার, প্রতিনিয়ত প্রশাসনের কাজে হস্তক্ষেপ, নির্বাচিত সরকারকে অবজ্ঞা করা ও নিয়ম মেনে না-চলার জন্য আমরা তাঁর অপসারণ দাবি করেছিলাম। তাঁর বিরুদ্ধে আমরা বহু বিক্ষোভ দেখিয়েছি । তাঁর অপসারণের দাবিতে আমরা স্বাক্ষর সংগ্রহও করেছি ।''

Last Updated : Feb 17, 2021, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.