পুদুচেরি, 17 ফেব্রুয়ারি: বিদায়ি বার্তায় পুদুচেরি সরকারকে ধন্যবাদ জানালেন কিরণ বেদী । লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে তাঁকে অপসারিত করার পর টুইটে তিনি লেখেন, তিনি শুধু পদে থেকে পবিত্র কর্তব্য পালন করে গিয়েছেন ।
71 বছরের কিরণ বুধবার সকালে টুইটে বিবৃতি দিয়ে লেখেন, ''পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে সফরে অংশগ্রহণকারী পুদুচেরির সব মানুষ ও আধিকারিকদের আমি ধন্যবাদ জানাই ।'' ''টিম রাজ নিবাস'' একনিষ্ঠভাবে বৃহত্তর জনস্বার্থে কাজ করেছে বলেও জানান কিরণ । তিনি আরও লিখেছেন, ''যা করেছি, সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব মেনে পবিত্র কর্তব্য পালন করেছি ।'' আরও উন্নত পুদুচেরি গড়ার শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ি লেফটেন্যান্ট গভর্নর ।
তাঁর টেবিলের উপর রাখা একটি ডায়েরিতে লেখা কিছু বাণীর ভিডিয়ো ক্লিপও টুইট করেন প্রাক্তন আইপিএস অফিসার । সেখানে লেখা, ''দয়াশীল হৃদয়, অকুতোভয় মন, সাহসী স্পিরিট ।''
-
Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
— Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qq
">Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
— Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021
The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qqThank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
— Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021
The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qq
আরও পড়ুন: পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে
মঙ্গলবার রাতে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হয় ৷ এ দিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে, আপাতত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷ যতদিন না পুদুচেরির নতুন লেফটেন্যান্ট গর্ভনর নিয়োগ করা হচ্ছে, ততদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হবে ৷
আরও পড়ুন: ''জনগণের জয়'', কিরণ বেদীর অপসারণে উচ্ছ্বসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী
লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে কিরণ বেদীর অপসারণে সন্তোষ প্রকাশ করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী । তাঁর মতে, এই ঘটনা ''জনগণের জয়''। কংগ্রেস ক্রমাগত চাপ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কেন্দ্রকে । নারায়ণস্বামীর অভিযোগ, পুদুচেরির বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিরণ বেদী । মুখ্যমন্ত্রীর কথায়, ''গত দু বছর ধরে আমরা কিরণ বেদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলাম । অসাংবিধানিক ব্যবহার, প্রতিনিয়ত প্রশাসনের কাজে হস্তক্ষেপ, নির্বাচিত সরকারকে অবজ্ঞা করা ও নিয়ম মেনে না-চলার জন্য আমরা তাঁর অপসারণ দাবি করেছিলাম। তাঁর বিরুদ্ধে আমরা বহু বিক্ষোভ দেখিয়েছি । তাঁর অপসারণের দাবিতে আমরা স্বাক্ষর সংগ্রহও করেছি ।''