ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় পা মেলাবেন শরদ, জাতীয় রাজনীতিতে কী নতুন সমীকরণ ? - অশোক চবন

কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশ নিতে চলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিজেপিবিরোধী জাতীয় জোট গড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 22, 2022, 2:17 PM IST

মুম্বই, 22 অক্টোবর: কেন্দ্রের মসনদ থেকে বিজেপি-কে উৎখাত করতে সচেষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর তাই দীর্ঘদিন ধরেই কংগ্রেসকে (Congress) বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিজেপিবিরোধী জোট গড়ার চেষ্টা করে চলেছেন তিনি ৷ সেই জোটে মমতার বড় ভরসা এনসিপি নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ অথচ, সেই শরদই এবার সামিল হতে চলেছেন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) ! প্রশ্ন হল, এই প্রেক্ষিতে মমতার পরবর্তী রণকৌশল কী হবে ?

প্রশ্ন আরও আছে ৷ আর সেই প্রশ্ন খাড়া করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও তাঁর ছেলে তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ৷ কারণ, শনিবার প্রবীণ কংগ্রেস নেতা অশোক চবন (Ashok Shankarrao Chavan) জানিয়েছেন, শুধুমাত্র শরদ পাওয়ার নন, রাহুল গান্ধির (Rahul Gandhi) 'হাত' শক্ত করতে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবে এই বাবা-ছেলে জুটিও ৷

আরও পড়ুন: বাংলায় ভারত জোড়ো যাত্রার রুট ম্যাপ তৈরিতে সোমবার কংগ্রেসের বৈঠক

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কন্য়াকুমারী থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়া যাত্রা আগামী 7 নভেম্বর মহারাষ্ট্রে ঢুকবে ৷ শরদ তাতে পা মেলাবেন আগামী 9 নভেম্বর ৷ পাশাপাশি, উদ্ধব এবং আদিত্যও সেই কর্মসূচিতে সামিল হতে পারেন ৷ সঙ্গে থাকবেন কংগ্রেস অন্য নেতারা ৷

ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, গান্ধি পরিবারের বাইরে নতুন সভাপতি নির্বাচন থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রা, এই সবটুকুই করা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ৷ মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের নতুন সভাপতি হলেও তিনি গান্ধি পরিবারের অনুগত ৷ তাই খাতায়-কলমে কংগ্রেসের সভাপতি পদ গান্ধি পরিবারের হাতে না থাকলেও বকলমে দল নিয়ন্ত্রণ হবে সেখান থেকেই ৷

অন্যদিকে, কংগ্রেসের অতি বড় সমালোচকও মানেন এই জাতীয় দলটিকে বাদ দিয়ে ভারতে শক্তিশালী বিজেপি-বিরোধিতা কার্যত অসম্ভব ৷ সেখানেই মমতা-সহ কয়েকজন আঞ্চলিক নেতা সংশ্লিষ্ট দলগুলিকে নিয়ে স্বপ্ন দেখালেও তা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন থাকছেই ৷ এখন যদি শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের মতো আঞ্চলিক হেভিওয়েটরা একে একে কংগ্রেসের সঙ্গে হাত মেলান, সেক্ষেত্রে মমতার সেই স্বপ্ন অধরাই থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

মুম্বই, 22 অক্টোবর: কেন্দ্রের মসনদ থেকে বিজেপি-কে উৎখাত করতে সচেষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর তাই দীর্ঘদিন ধরেই কংগ্রেসকে (Congress) বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিজেপিবিরোধী জোট গড়ার চেষ্টা করে চলেছেন তিনি ৷ সেই জোটে মমতার বড় ভরসা এনসিপি নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ অথচ, সেই শরদই এবার সামিল হতে চলেছেন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) ! প্রশ্ন হল, এই প্রেক্ষিতে মমতার পরবর্তী রণকৌশল কী হবে ?

প্রশ্ন আরও আছে ৷ আর সেই প্রশ্ন খাড়া করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও তাঁর ছেলে তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ৷ কারণ, শনিবার প্রবীণ কংগ্রেস নেতা অশোক চবন (Ashok Shankarrao Chavan) জানিয়েছেন, শুধুমাত্র শরদ পাওয়ার নন, রাহুল গান্ধির (Rahul Gandhi) 'হাত' শক্ত করতে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবে এই বাবা-ছেলে জুটিও ৷

আরও পড়ুন: বাংলায় ভারত জোড়ো যাত্রার রুট ম্যাপ তৈরিতে সোমবার কংগ্রেসের বৈঠক

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কন্য়াকুমারী থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়া যাত্রা আগামী 7 নভেম্বর মহারাষ্ট্রে ঢুকবে ৷ শরদ তাতে পা মেলাবেন আগামী 9 নভেম্বর ৷ পাশাপাশি, উদ্ধব এবং আদিত্যও সেই কর্মসূচিতে সামিল হতে পারেন ৷ সঙ্গে থাকবেন কংগ্রেস অন্য নেতারা ৷

ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, গান্ধি পরিবারের বাইরে নতুন সভাপতি নির্বাচন থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রা, এই সবটুকুই করা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ৷ মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের নতুন সভাপতি হলেও তিনি গান্ধি পরিবারের অনুগত ৷ তাই খাতায়-কলমে কংগ্রেসের সভাপতি পদ গান্ধি পরিবারের হাতে না থাকলেও বকলমে দল নিয়ন্ত্রণ হবে সেখান থেকেই ৷

অন্যদিকে, কংগ্রেসের অতি বড় সমালোচকও মানেন এই জাতীয় দলটিকে বাদ দিয়ে ভারতে শক্তিশালী বিজেপি-বিরোধিতা কার্যত অসম্ভব ৷ সেখানেই মমতা-সহ কয়েকজন আঞ্চলিক নেতা সংশ্লিষ্ট দলগুলিকে নিয়ে স্বপ্ন দেখালেও তা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন থাকছেই ৷ এখন যদি শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের মতো আঞ্চলিক হেভিওয়েটরা একে একে কংগ্রেসের সঙ্গে হাত মেলান, সেক্ষেত্রে মমতার সেই স্বপ্ন অধরাই থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.