নয়াদিল্লি, 19 জুন : কলকাতায় ফেরার আগে আজ, শনিবার আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ৷ গত মঙ্গলবার থেকে তিনি নয়াদিল্লিতে ৷ এর আগে বৃহস্পতিবারও তিনি দেখা করেছিলেন অমিত শাহের (Amit Shah) সঙ্গে ৷
এদিন সকাল 11টা নাগাদ তিনি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পৌঁছান ৷ সেখানে প্রায় এক ঘণ্টা তিনি ছিলেন ৷ কিছুক্ষণ আগে তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায় ৷
আরও পড়ুন : Mahua Moitra : "আঙ্কেলজি দেখা করলেন দাদুর সঙ্গে", মহুয়ার নয়া টুইট-ব্যঙ্গ
রাজ্যপালের এবারের দিল্লি সফর ঘিরে নানা জল্পনা চলছে ৷ তার মধ্যে একই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দু’টি বৈঠক করলেন তিনি ৷ যা কার্যত নজিরবিহীন ৷ ফলে এই নিয়ে জল্পনার মাত্রা আরও বেড়েছে ৷
2019 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor of West Bengal) পদে আসেন জগদীপ ধনকড় ৷ তার পর থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিরোধ বেঁধেছে ৷ বারবার তিনি পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন ৷
আরও পড়ুন : বাচ্চা নন, বকতে-চুপ করাতে পারছেন না, ধনকড়-অপসারণে 3 চিঠি মমতার
গত মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ কিন্তু 2 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বিজেপির কর্মীরা আক্রান্ত বলে অভিযোগ উঠছে ৷ বিজেপির তরফে এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগও জানানো হয়েছে ৷ রাজ্যপালও এই নিয়ে সরব হয়েছেন ৷ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ডেকে কথা বলেছেন ৷
আর তার পরই তিনি দিল্লি উড়ে যান ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতেই রাজ্যপাল দিল্লি গিয়েছেন বলে খবর ৷ একটি সূত্রের দাবি, গত বৃহস্পতিবার অমিত শাহের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ৷ তার পর অমিত শাহের তরফে কোনও নির্দিষ্ট কিছু নির্দেশ দেওয়ার জন্যই এদিন তাঁকে আবার ডেকে পাঠানো হয় ৷
আরও পড়ুন : Mamata-Dhankhar-Modi : ধনকড়ে আপত্তি জানিয়ে মোদিকে চিঠি মমতার
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর আচমকা লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর বাড়িতে যান রাজ্যপাল ৷ এছাড়া বেশ কয়েকজন কেন্দ্রীয়মন্ত্রী, মানবাধিনকার কমিশনের চেয়ারম্যানের বাড়িতেই গিয়েছেন ধনখড় ৷ বৃহস্পতিবার তিনি দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গেও ৷
রাজ্যপাল এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানাননি ৷ ফলে তিনি এই বৈঠক নিয়ে কিছু জানান কি না, এখন সেটাই দেখার ৷
আরও পড়ুন : রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সস্ত্রীক ধনকড়ের