ETV Bharat / bharat

রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সস্ত্রীক ধনকড়ের

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ফার্স্ট লেডি সবিতা কোবিন্দের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় ৷ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাষ্ট্রপতি ভবনে দু’পক্ষের মধ্যে এই সাক্ষাৎ হয় ৷ এই আলাপচারিতাকে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছে ৷

West Bengal Governor Jagdeep Dhankhar and his wife Sudesh Dhankhar meet President of India Ram Nath Kovind and First Lady Savita Kovind
রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সস্ত্রীক ধনকড়ের
author img

By

Published : Jun 17, 2021, 5:20 PM IST

নয়াদিল্লি, 17 জুন : সস্ত্রীক রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাষ্ট্রপতি ভবনে দু’পক্ষের মধ্যে এই সাক্ষাৎ হয় ৷ তবে ঠিক কী কারণে এই আলাপচারিতা, তা স্পষ্ট নয় ৷ যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এদিন নেহাতই সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ও ফার্স্ট লেডি সবিতা কোবিন্দের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' ধনকড়ের

প্রসঙ্গত, গত মঙ্গলবারই কলকাতা থেকে দিল্লিতে এসে পৌঁছন ধনকড় ও তাঁর স্ত্রী ৷ যা নিয়ে নানা মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ৷ উল্লেখ্য়, রাজ্যপালের এই দিল্লি সফরের আগেই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে ছিলেন আরও 50 জন বিধায়ক ৷ রাজ্যপালের কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন তাঁরা ৷

  • Governor WB Shri Jagdeep Dhankhar along with Smt Sudesh Dhankhar made a courtesy call to President of India Hon’ble Shri Ram Nath Kovind and First Lady Smt. Savita Kovind at Rashtrapati Bhawan @rashtrapatibhvn today at 11.30 am. pic.twitter.com/7MK7wzlKms

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) কড়া চিঠি পাঠান ধনকড় ৷ চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাজ্য়ের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এই বিষয়ে ‘নীরব’ থেকেছেন মমতা ৷ দেড় পাতার সেই চিঠিতে নিজাম প্য়ালেসের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

রাজ্য় প্রশাসনের শীর্ষ কর্ত্রীকে এই চিঠি দেওয়ার পরই দিল্লি রওনা দেন বাংলার সাংবিধানিক প্রধান ৷ যা নিয়ে ক্ষোভ লুকিয়ে রাখেনি রাজ্য়ের শাসকশিবির ৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল সংবিধানের রীতি-নীতি কিছুই মানছেন না ৷ তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিগোষ্ঠীর নির্দেশ মাফিক চলার কথা রাজ্যপালের ৷ কিন্তু ধনকড় সেসবের ধার ধারেন না ৷ নিজের যা ইচ্ছা হয়, তাই করেন ৷

এদিকে, একুশের বিধানসভা ভোটের আগে থেকেই বারবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ তুলেছে গেরুয়া শিবির ৷ নির্বাচনে ভরাডুবির পরও বিজেপির একাংশ এই দাবি জিইয়ে রেখেছে ৷ তৃণমূলের অভিযোগ, জনমত না পেয়ে ক্ষেপে গিয়েছেন মোদি-শাহরা ৷ আর সেই কারণেই পিছন দরজা দিয়ে বাংলাকে দখল করতে চাইছেন তাঁরা ৷

আরও পড়ুন : আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ধনকড়

তৃণমূল শিবিরের দাবি, ভোট পরবর্তী সময়ে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আসলে রাষ্ট্রপতি শাসনের পথই প্রশস্ত করতে চাইছে বিজেপি ৷ আর সেই কাজে বিজেপি তথা কেন্দ্রকে সরাসরি সহযোগিতা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নারদ কাণ্ডে হঠাৎ করে চার হেভিওয়েটের গ্রেফতারিও সেই পরিকল্পনারই অঙ্গ বলে মত শাসকদলের ৷ এই অবস্থায় রাজ্যপালের দিল্লি সফর এবং একের পর এক মন্ত্রী ও সর্বোপরি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকে মোটেই সৌজন্য বিনিময়ে বলে মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস ৷

নয়াদিল্লি, 17 জুন : সস্ত্রীক রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাষ্ট্রপতি ভবনে দু’পক্ষের মধ্যে এই সাক্ষাৎ হয় ৷ তবে ঠিক কী কারণে এই আলাপচারিতা, তা স্পষ্ট নয় ৷ যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এদিন নেহাতই সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ও ফার্স্ট লেডি সবিতা কোবিন্দের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' ধনকড়ের

প্রসঙ্গত, গত মঙ্গলবারই কলকাতা থেকে দিল্লিতে এসে পৌঁছন ধনকড় ও তাঁর স্ত্রী ৷ যা নিয়ে নানা মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ৷ উল্লেখ্য়, রাজ্যপালের এই দিল্লি সফরের আগেই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে ছিলেন আরও 50 জন বিধায়ক ৷ রাজ্যপালের কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন তাঁরা ৷

  • Governor WB Shri Jagdeep Dhankhar along with Smt Sudesh Dhankhar made a courtesy call to President of India Hon’ble Shri Ram Nath Kovind and First Lady Smt. Savita Kovind at Rashtrapati Bhawan @rashtrapatibhvn today at 11.30 am. pic.twitter.com/7MK7wzlKms

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) কড়া চিঠি পাঠান ধনকড় ৷ চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাজ্য়ের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এই বিষয়ে ‘নীরব’ থেকেছেন মমতা ৷ দেড় পাতার সেই চিঠিতে নিজাম প্য়ালেসের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

রাজ্য় প্রশাসনের শীর্ষ কর্ত্রীকে এই চিঠি দেওয়ার পরই দিল্লি রওনা দেন বাংলার সাংবিধানিক প্রধান ৷ যা নিয়ে ক্ষোভ লুকিয়ে রাখেনি রাজ্য়ের শাসকশিবির ৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল সংবিধানের রীতি-নীতি কিছুই মানছেন না ৷ তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিগোষ্ঠীর নির্দেশ মাফিক চলার কথা রাজ্যপালের ৷ কিন্তু ধনকড় সেসবের ধার ধারেন না ৷ নিজের যা ইচ্ছা হয়, তাই করেন ৷

এদিকে, একুশের বিধানসভা ভোটের আগে থেকেই বারবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ তুলেছে গেরুয়া শিবির ৷ নির্বাচনে ভরাডুবির পরও বিজেপির একাংশ এই দাবি জিইয়ে রেখেছে ৷ তৃণমূলের অভিযোগ, জনমত না পেয়ে ক্ষেপে গিয়েছেন মোদি-শাহরা ৷ আর সেই কারণেই পিছন দরজা দিয়ে বাংলাকে দখল করতে চাইছেন তাঁরা ৷

আরও পড়ুন : আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ধনকড়

তৃণমূল শিবিরের দাবি, ভোট পরবর্তী সময়ে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আসলে রাষ্ট্রপতি শাসনের পথই প্রশস্ত করতে চাইছে বিজেপি ৷ আর সেই কাজে বিজেপি তথা কেন্দ্রকে সরাসরি সহযোগিতা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নারদ কাণ্ডে হঠাৎ করে চার হেভিওয়েটের গ্রেফতারিও সেই পরিকল্পনারই অঙ্গ বলে মত শাসকদলের ৷ এই অবস্থায় রাজ্যপালের দিল্লি সফর এবং একের পর এক মন্ত্রী ও সর্বোপরি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকে মোটেই সৌজন্য বিনিময়ে বলে মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.