ETV Bharat / bharat

Kejriwal On CBI Raid সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি - মণীশ সিসোদিয়া

সিবিআইকে স্বাগত জানাচ্ছি (We Welcome CBI)৷ মণীশ সিসোদিয়ার (Arvind Kejriwal On Raid) বাড়িতে সিবিআই হানার পর এমনই প্রতিক্রিয়া জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal On CBI Raid)৷

"We Welcome CBI", says Arvind Kejriwal On Raid At Deputy Manish Sisodia's House
সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি
author img

By

Published : Aug 19, 2022, 11:40 AM IST

নয়াদিল্লি, 19 অগস্ট: আমরা সিবিআই-কে স্বাগত জানাচ্ছি (We Welcome CBI)৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal On CBI Raid)৷ তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় আজ সাতসকালে মণীশ সিসোদিয়ার (Raid At Deputy Manish Sisodias House) বাড়িতে হানা দেয় সিবিআই (Arvind Kejriwal On Raid)৷ এর পরই স্কুলের উন্নতিতে মণীশের অবদানের কথা উল্লেখ করে হিন্দি টুইটে কেজরিওয়াল লেখেন, "যেই দিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় দিল্লির শিক্ষামন্ত্রকের প্রশংসা ও মণীশ সিসোদিয়ার ছবি ছাপা হল, সেই দিনই মণীশের বাড়িতে সিবিআই পাঠাল কেন্দ্র ৷" তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "সিবিআই-কে স্বাগত জানাচ্ছি ৷ পূর্ণ সহযোগিতা করব ৷ আগেও অনেক তল্লাশি/রেইড হয়েছে ৷ কিছুই পাওয়া যায়নি ৷ এ বারও কিছু পাওয়া যাবে না ৷"

  • जिस दिन अमेरिका के सबसे बड़े अख़बार NYT के फ़्रंट पेज पर दिल्ली शिक्षा मॉडल की तारीफ़ और मनीष सिसोदिया की तस्वीर छपी, उसी दिन मनीष के घर केंद्र ने CBI भेजी

    CBI का स्वागत है। पूरा cooperate करेंगे। पहले भी कई जाँच/रेड हुईं। कुछ नहीं निकला। अब भी कुछ नहीं निकलेगा https://t.co/oQXitimbYZ

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে টুইটে সিবিআই হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মণীশ সিসোদিয়াও ৷ তিনি লেখেন, "দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷" তবে কেজরির মতো তিনিও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, টুইটে কেন্দ্রকে নিশানা মণীশের

আজই সকালে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতার ছবিটি টুইটে শেয়ার করেছিলেন সিসোদিয়া ৷ সেখানে তিনি ক্যাপশনে লেখেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষা বিপ্লব প্রখ্যাত নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় জ্বলজ্বল করছে ৷ দিল্লি যে পথ দেখাচ্ছে, তা লক্ষ্য করছে বিশ্ব ৷"

আম আদমি পার্টির আরেক সরকারের নেতৃত্বে থাকা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর টুইটে লিখেছেন, "স্বাধীনতার পর থেকে মণীশ সিসোদিয়াই ভারতের সেরা শিক্ষামন্ত্রী ৷" আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাড়িতে সিবিআই পাঠাচ্ছেন বলে দাবি করে কটাক্ষ করেন ভগবন্ত মান ৷

নয়াদিল্লি, 19 অগস্ট: আমরা সিবিআই-কে স্বাগত জানাচ্ছি (We Welcome CBI)৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal On CBI Raid)৷ তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় আজ সাতসকালে মণীশ সিসোদিয়ার (Raid At Deputy Manish Sisodias House) বাড়িতে হানা দেয় সিবিআই (Arvind Kejriwal On Raid)৷ এর পরই স্কুলের উন্নতিতে মণীশের অবদানের কথা উল্লেখ করে হিন্দি টুইটে কেজরিওয়াল লেখেন, "যেই দিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় দিল্লির শিক্ষামন্ত্রকের প্রশংসা ও মণীশ সিসোদিয়ার ছবি ছাপা হল, সেই দিনই মণীশের বাড়িতে সিবিআই পাঠাল কেন্দ্র ৷" তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "সিবিআই-কে স্বাগত জানাচ্ছি ৷ পূর্ণ সহযোগিতা করব ৷ আগেও অনেক তল্লাশি/রেইড হয়েছে ৷ কিছুই পাওয়া যায়নি ৷ এ বারও কিছু পাওয়া যাবে না ৷"

  • जिस दिन अमेरिका के सबसे बड़े अख़बार NYT के फ़्रंट पेज पर दिल्ली शिक्षा मॉडल की तारीफ़ और मनीष सिसोदिया की तस्वीर छपी, उसी दिन मनीष के घर केंद्र ने CBI भेजी

    CBI का स्वागत है। पूरा cooperate करेंगे। पहले भी कई जाँच/रेड हुईं। कुछ नहीं निकला। अब भी कुछ नहीं निकलेगा https://t.co/oQXitimbYZ

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে টুইটে সিবিআই হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মণীশ সিসোদিয়াও ৷ তিনি লেখেন, "দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷" তবে কেজরির মতো তিনিও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, টুইটে কেন্দ্রকে নিশানা মণীশের

আজই সকালে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতার ছবিটি টুইটে শেয়ার করেছিলেন সিসোদিয়া ৷ সেখানে তিনি ক্যাপশনে লেখেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষা বিপ্লব প্রখ্যাত নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় জ্বলজ্বল করছে ৷ দিল্লি যে পথ দেখাচ্ছে, তা লক্ষ্য করছে বিশ্ব ৷"

আম আদমি পার্টির আরেক সরকারের নেতৃত্বে থাকা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর টুইটে লিখেছেন, "স্বাধীনতার পর থেকে মণীশ সিসোদিয়াই ভারতের সেরা শিক্ষামন্ত্রী ৷" আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাড়িতে সিবিআই পাঠাচ্ছেন বলে দাবি করে কটাক্ষ করেন ভগবন্ত মান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.