নয়াদিল্লি, 19 এপ্রিল : ভারতের ভাঁড়ারে পর্যাপ্ত পরিমাণেই রয়েছে জীবনদায়ী ওষুধ রেমডেসিভির ৷ রবিবার একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানান, ভবিষ্যতে এই ওষুধের যাতে কোনও ঘাটতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রেমডেসিভিরের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷
এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘রেমডেসিভিরের উৎপাদন যথেষ্ট পরিমাণে করা হচ্ছে ৷ আমরা এই ওষুধের রফতানির উপরেও নিষেধাজ্ঞা জারি করেছি ৷ কিন্তু কিছু মানুষ ভয়ে অতিরিক্ত ওষুধ কিনে মজুত করে রাখছেন ৷ আর তাতেই ওষুধের আকাল তৈরি হচ্ছে ৷ সকলের কাছে আমার আবেদন, ওষুধ তখনই কিনুন, যখন চিকিৎসক আপনাকে ওষুধ কিনতে বলবেন ৷’’
আরও পড়ুন : ফের রেকর্ড ! দেশে করোনায় আক্রান্ত আরও 2.73 লাখ, মৃত 1619
প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যের দাবি, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ নেই ৷ এমনকী, কেন্দ্রীয় সরকারের জোগানও চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ রাজ্যগুলির ৷ এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হতেই শাহের এই বয়ান বলে মনে করা হচ্ছে ৷
এদিকে, গোটা দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনার দাপট ৷ সোমবারের হিসাব অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় নতুন করে 2 লাখ 73 হাজার করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 1 হাজার 619 জনের ৷