ETV Bharat / bharat

SC Over Bail Matters: 'অকারণে কাউকে জেলে রেখে দেওয়া যায় না', জামিন মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের - Asif Iqbal

বিভিন্ন মামলায় জামিন পেতে কি অভিযুক্তদের অনাবশ্যক দেরি হচ্ছে ? ইতিমধ্যেই একাধিক মামলায় এই প্রশ্ন উঠেছে । এবার দিল্লির তিন ছাত্রনেতার জামিন মামলা প্রসঙ্গে নিজেদের পর্যবেক্ষণ জানাল শীর্ষ আদালত । আদালতের স্পষ্ট কথা, জামিন না দিয়ে অকারণে কাউকে জেলে রেখে দেওয়ায় তাদের বিশ্বাস নেই (Apex Court Commented About the Delay in Bail Matters)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 18, 2023, 7:17 AM IST

নয়াদিল্লি, 18 জানুুয়ারি: জামিন না দিয়ে অকারণে কাউকে জেলে রেখে দেওয়া উচিত নয় বলে মনে করে শীর্ষ আদালত। তিন ছাত্রনেতার জামিন সংক্রান্ত মামলার শুানানিতে মঙ্গলবার এমনই পর্যবেক্ষণ আদালতের । 2020 সালে উত্তর-পূর্ব দিল্লির কয়েকটি এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে । সেই ঘটনায় ছাত্রনেতা নাতাশা নরওয়াল (Natasha Narwal) , দেবাঙ্গনা কালিতা (Devangana Kalita) এবং আসিফ ইকবালের (Asif Iqbal) বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ (Delhi Police Registered Case Against Three Student Activists) । পরে তাঁরা গ্রেফতার হন । দীর্ঘদিন বাদে 2021 সালের 15 সেপ্টম্বর তাঁদের জামিন দেয় দিল্লি হাইকোর্ট । এই জামিনের বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ । সেই মামলার শুনানিতেই নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে, বিচারপতি এসকে কল, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ। জামিন মঞ্জর করতে যে অতিরিক্ত সময় লেগেছে তার প্রেক্ষিতেই বিচারপতিরা জানান, অকারণে কাউকে জেলে রেখে দেওয়ায় তাঁদের বিশ্বাস নেই ।

2019 সালের শেষের দিকে নাগরিকত্ব আইনে সংশোধন করতে উদ্যোগ নেয় কেন্দ্র । সেই প্রক্রিয়া শেষ করতে খানিকটা সময় লাগে। সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়ে যায় । প্রতিবাদে গর্জে ওঠে দেশ । দিল্লি থেকে কলকাতা-সর্বত্রই শুরু হয় প্রতিবাদ । এই আবহে 2021 সালের শুরুর দিকে দিল্লিতে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে । সেই ঘটনাতেই এই তিন ছাত্রনেতার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ ।

দিল্লি পুলিশের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী রজত নায়ার । আদালতকে তিনি জানান, সলিসটর জেনারেল তুষার মেহেতা এই মামলার আইনি দিকটা সামলাচ্ছিলেন । এখন তিনি অন্য একটি মামলায় ব্যস্ত । তাই এই মামলার শুনানি দু'সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এই অনুরোধ মেনে বিচারপতিরা 31 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান ।

অন্য একটি প্রসঙ্গে দিল্লি পুলিশের আইনজীবী জানান, হাইকোর্টে শুনানি চলার সময় বিচারপতিরা জানতে চান যে অভিযোগ উঠেছে সেটাকে কি সন্ত্রাসবাদী কার্যকলাপ বলা যায় ? পুলিশ আদালতে শুধু সেই প্রশ্নের জবাব দিয়েছে । এই প্রসঙ্গেই শীর্ষ আদালত জানায়, জামিনের মামলায় মেরিট বিচার করতে যাওয়া মানেই অনাবশ্যক দেরি করা। দিল্লি হাইকোর্ট এই তিনজনের জামিনের শুনানিতে দীর্ঘ সময় নিয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি এসকে কল বলেন, "আপনার একটি জামিনের মামলায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন । আপনারা কি সমগ্র বিচার প্রক্রিয়া শেষ করে তবে জামিন দিতে চান? এই বিষয়টি আমার বোধগম্য নয় ।"

আরও পড়ুন: জোশীমঠের ধসকে জাতীয় বিপর্যয় ঘোষণায় সুপ্রিম হস্তক্ষেপের আবেদন গৃহীত হল না

নয়াদিল্লি, 18 জানুুয়ারি: জামিন না দিয়ে অকারণে কাউকে জেলে রেখে দেওয়া উচিত নয় বলে মনে করে শীর্ষ আদালত। তিন ছাত্রনেতার জামিন সংক্রান্ত মামলার শুানানিতে মঙ্গলবার এমনই পর্যবেক্ষণ আদালতের । 2020 সালে উত্তর-পূর্ব দিল্লির কয়েকটি এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে । সেই ঘটনায় ছাত্রনেতা নাতাশা নরওয়াল (Natasha Narwal) , দেবাঙ্গনা কালিতা (Devangana Kalita) এবং আসিফ ইকবালের (Asif Iqbal) বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ (Delhi Police Registered Case Against Three Student Activists) । পরে তাঁরা গ্রেফতার হন । দীর্ঘদিন বাদে 2021 সালের 15 সেপ্টম্বর তাঁদের জামিন দেয় দিল্লি হাইকোর্ট । এই জামিনের বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ । সেই মামলার শুনানিতেই নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে, বিচারপতি এসকে কল, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ। জামিন মঞ্জর করতে যে অতিরিক্ত সময় লেগেছে তার প্রেক্ষিতেই বিচারপতিরা জানান, অকারণে কাউকে জেলে রেখে দেওয়ায় তাঁদের বিশ্বাস নেই ।

2019 সালের শেষের দিকে নাগরিকত্ব আইনে সংশোধন করতে উদ্যোগ নেয় কেন্দ্র । সেই প্রক্রিয়া শেষ করতে খানিকটা সময় লাগে। সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়ে যায় । প্রতিবাদে গর্জে ওঠে দেশ । দিল্লি থেকে কলকাতা-সর্বত্রই শুরু হয় প্রতিবাদ । এই আবহে 2021 সালের শুরুর দিকে দিল্লিতে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে । সেই ঘটনাতেই এই তিন ছাত্রনেতার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ ।

দিল্লি পুলিশের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী রজত নায়ার । আদালতকে তিনি জানান, সলিসটর জেনারেল তুষার মেহেতা এই মামলার আইনি দিকটা সামলাচ্ছিলেন । এখন তিনি অন্য একটি মামলায় ব্যস্ত । তাই এই মামলার শুনানি দু'সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এই অনুরোধ মেনে বিচারপতিরা 31 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান ।

অন্য একটি প্রসঙ্গে দিল্লি পুলিশের আইনজীবী জানান, হাইকোর্টে শুনানি চলার সময় বিচারপতিরা জানতে চান যে অভিযোগ উঠেছে সেটাকে কি সন্ত্রাসবাদী কার্যকলাপ বলা যায় ? পুলিশ আদালতে শুধু সেই প্রশ্নের জবাব দিয়েছে । এই প্রসঙ্গেই শীর্ষ আদালত জানায়, জামিনের মামলায় মেরিট বিচার করতে যাওয়া মানেই অনাবশ্যক দেরি করা। দিল্লি হাইকোর্ট এই তিনজনের জামিনের শুনানিতে দীর্ঘ সময় নিয়েছিল । সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি এসকে কল বলেন, "আপনার একটি জামিনের মামলায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন । আপনারা কি সমগ্র বিচার প্রক্রিয়া শেষ করে তবে জামিন দিতে চান? এই বিষয়টি আমার বোধগম্য নয় ।"

আরও পড়ুন: জোশীমঠের ধসকে জাতীয় বিপর্যয় ঘোষণায় সুপ্রিম হস্তক্ষেপের আবেদন গৃহীত হল না

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.