ETV Bharat / bharat

হিংসা সমস্য়ার সমাধান নয়, দিল্লির হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ রাহুলের - সাধারণতন্ত্র দিবস

সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে ট্রাক্টর নিয়ে মিছিলে নেমেছে 32 টি কৃষক সংগঠন ৷ যে মিছিলকে কেন্দ্র করে দিল্লি রীতিমত রণক্ষেত্র চেহারা নিয়েছে ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ টুইটারে রাহুল গান্ধি লেখেন, ‘‘হিংসা কোনও সমস্য়ার সমাধানের পথ নয় ৷ চোট যে কারওর লাগতে পারে ৷ কিন্তু, ক্ষতি সবসময় দেশের হয় ৷ তাই দেশের কল্য়াণের স্বার্থে কৃষি বিরোধী আইন প্রত্য়াহার করা হোক ৷’’

Violence is not the solution to any problem If anyone gets hurt the damage will happen to our country rahul gandhi
হিংসা সমস্য়ার সমাধান নয়, দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ রাহুল গান্ধীর
author img

By

Published : Jan 26, 2021, 4:18 PM IST

দিল্লি, 26 জানুয়ারি : দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷ আজ তিনি একটি টুইট করে জানান, হিংসা কোনও সমস্য়ার সমাধান নয় ৷ বরং এতে দু’তরফেই ক্ষতির হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ কৃষকদের আন্দোলন থামাতে আজও রাহুল গান্ধি কৃষি আইন প্রত্য়াহারের দাবি জানিয়েছেন ৷

সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে ট্রাক্টর নিয়ে মিছিলে নেমেছে 32 টি কৃষক সংগঠন ৷ যে মিছিলকে কেন্দ্র করে দিল্লি রীতিমত রণক্ষেত্র চেহারা নিয়েছে ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ টুইটারে রাহুল গান্ধি লেখেন, ‘‘হিংসা কোনও সমস্য়ার সমাধানের পথ নয় ৷ চোট যে কারও লাগতে পারে ৷ কিন্তু, ক্ষতি সব সময় দেশের হয় ৷ তাই দেশের কল্য়াণের স্বার্থে কৃষি বিরোধী আইন প্রত্য়াহার করা হোক ৷’’ আজ কৃষকদের এই মিছিল ঠেকাতে, দিল্লির জায়গায় জায়গায় ব্য়ারিকেড তৈরি করেছিল পুলিশ প্রশাসন ৷ তবে, সেই ব্য়ারিকেড ভেঙে কৃষকরা এগিয়ে যেতে শুরু করে ৷ ফলে তাঁদের ঠেকাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ৷ তবে, তা সত্ত্বেও শেষ রক্ষা করা যায়নি ৷ রাজধানীর প্রাণকেন্দ্র লালকেল্লার দখল নিয়েছে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা ৷ সেখানে কৃষক সংগঠনগুলির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ট্র্যাক্টর মিছিল ঘিরে ধন্ধুমার, পালটা অবস্থানে পুলিশ

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ হিংসা ছেড়ে সমাধানের পথ বেছে নেওয়ার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধি ৷ তবে, এটাই প্রথম নয় ৷ কৃষি আইন প্রত্য়াহারের দাবি এর আগেও একাধিকবার রাহুল গান্ধি সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন ৷ দু’দিন আগেই কেন্দ্র সরকারকে অযোগ্য় এবং অহংকারী তকমা দিয়ে তিনি টুইটারে লেখেন, ‘‘সরকারের কাজ ছিল চিনকে সীমান্তে আটকানো ৷ তা না করে আন্দোলনকারী অন্নদাতাদের দিল্লির সীমানায় আটকানো হয়েছে ৷ মোদি সরকার- অযোগ্য় এবং অহংকারী ৷’’

দিল্লি, 26 জানুয়ারি : দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি ৷ আজ তিনি একটি টুইট করে জানান, হিংসা কোনও সমস্য়ার সমাধান নয় ৷ বরং এতে দু’তরফেই ক্ষতির হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ কৃষকদের আন্দোলন থামাতে আজও রাহুল গান্ধি কৃষি আইন প্রত্য়াহারের দাবি জানিয়েছেন ৷

সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে ট্রাক্টর নিয়ে মিছিলে নেমেছে 32 টি কৃষক সংগঠন ৷ যে মিছিলকে কেন্দ্র করে দিল্লি রীতিমত রণক্ষেত্র চেহারা নিয়েছে ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ টুইটারে রাহুল গান্ধি লেখেন, ‘‘হিংসা কোনও সমস্য়ার সমাধানের পথ নয় ৷ চোট যে কারও লাগতে পারে ৷ কিন্তু, ক্ষতি সব সময় দেশের হয় ৷ তাই দেশের কল্য়াণের স্বার্থে কৃষি বিরোধী আইন প্রত্য়াহার করা হোক ৷’’ আজ কৃষকদের এই মিছিল ঠেকাতে, দিল্লির জায়গায় জায়গায় ব্য়ারিকেড তৈরি করেছিল পুলিশ প্রশাসন ৷ তবে, সেই ব্য়ারিকেড ভেঙে কৃষকরা এগিয়ে যেতে শুরু করে ৷ ফলে তাঁদের ঠেকাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ৷ তবে, তা সত্ত্বেও শেষ রক্ষা করা যায়নি ৷ রাজধানীর প্রাণকেন্দ্র লালকেল্লার দখল নিয়েছে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা ৷ সেখানে কৃষক সংগঠনগুলির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ট্র্যাক্টর মিছিল ঘিরে ধন্ধুমার, পালটা অবস্থানে পুলিশ

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ হিংসা ছেড়ে সমাধানের পথ বেছে নেওয়ার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধি ৷ তবে, এটাই প্রথম নয় ৷ কৃষি আইন প্রত্য়াহারের দাবি এর আগেও একাধিকবার রাহুল গান্ধি সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন ৷ দু’দিন আগেই কেন্দ্র সরকারকে অযোগ্য় এবং অহংকারী তকমা দিয়ে তিনি টুইটারে লেখেন, ‘‘সরকারের কাজ ছিল চিনকে সীমান্তে আটকানো ৷ তা না করে আন্দোলনকারী অন্নদাতাদের দিল্লির সীমানায় আটকানো হয়েছে ৷ মোদি সরকার- অযোগ্য় এবং অহংকারী ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.