ETV Bharat / bharat

AAP MLA Slapped by Her Husband: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো - Domestic violence

তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরকে চড় মারলেন তাঁর স্বামী (AAP MLA Slapped by Her Husband) ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷

Video of AAP MLA Baljinder Kaur Slapped by Her Husband Surfaces Online
Video of AAP MLA Baljinder Kaur Slapped by Her Husband Surfaces Online
author img

By

Published : Sep 2, 2022, 9:17 AM IST

Updated : Sep 2, 2022, 9:55 AM IST

ভাটিন্ডা (পঞ্জাব), 2 সেপ্টেম্বর: পঞ্জাবের আপ বিধায়ককে চড় মারলেন তাঁর স্বামী (AAP MLA Slapped by Her Husband) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো ৷ 10 জুলাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরের (AAP MLA Baljinder Kaur) সঙ্গে তাঁর স্বামী সুখরাজ সিংয়ের তর্কাতর্কি চলছে ৷ সেই কথা কাটাকাটির মাঝেই স্ত্রীকে সপাটে চড় মারেন সুখরাজ ৷

তবে, বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ সেখানে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা সুখরাজ সিংকে (Sukhraj Singh) সরিয়ে নিয়ে যায় ৷ অন্যদিকে, স্বামীর এহেন কাজে বিধায়ক বলজিন্দর কৌরকে মুখ চাপা দিয়ে কাঁদতে দেখা গিয়েছে ৷ তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷ এমনকি তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগও দায়ের করেননি ৷ তবে, বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পঞ্জাবের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণীষা গুলাটি ৷ তিনি জানিয়েছেন, ভিডিয়োটি দেখেছেন এবং এই ঘটনায় নোটিশ পাঠাবেন বলে ঠিক করেছেন ৷

বচসা চলাকালীন বিধায়ক স্ত্রীকে চড় মারলেন স্বামী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: লকডাউনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, সাহায্য চেয়ে মহিলা কমিশনে আর্জি

আপের মাজহা অঞ্চলের যুব শাখার শীর্ষনেতা সুখরাজ সিংকে 2019 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন বলজিন্দর কৌর ৷ প্রসঙ্গত, বলজিন্দর কৌর 2009 সালে পাটিয়ালার পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল করেছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি ফতেহগড় সাহিবে মাতা গুজরি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন ৷ তবে, প্রশ্ন উঠছে, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতেই পারে ৷ কিন্তু, একজন জনপ্রতিনিধি যদি গার্হস্থ্য হিংসা (Domestic violence) সহ্য চুপ থাকেন তবে, বাকি মহিলাদের কাছে কী বার্তা পৌঁছল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে !

ভাটিন্ডা (পঞ্জাব), 2 সেপ্টেম্বর: পঞ্জাবের আপ বিধায়ককে চড় মারলেন তাঁর স্বামী (AAP MLA Slapped by Her Husband) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো ৷ 10 জুলাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরের (AAP MLA Baljinder Kaur) সঙ্গে তাঁর স্বামী সুখরাজ সিংয়ের তর্কাতর্কি চলছে ৷ সেই কথা কাটাকাটির মাঝেই স্ত্রীকে সপাটে চড় মারেন সুখরাজ ৷

তবে, বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ সেখানে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা সুখরাজ সিংকে (Sukhraj Singh) সরিয়ে নিয়ে যায় ৷ অন্যদিকে, স্বামীর এহেন কাজে বিধায়ক বলজিন্দর কৌরকে মুখ চাপা দিয়ে কাঁদতে দেখা গিয়েছে ৷ তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷ এমনকি তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগও দায়ের করেননি ৷ তবে, বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পঞ্জাবের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণীষা গুলাটি ৷ তিনি জানিয়েছেন, ভিডিয়োটি দেখেছেন এবং এই ঘটনায় নোটিশ পাঠাবেন বলে ঠিক করেছেন ৷

বচসা চলাকালীন বিধায়ক স্ত্রীকে চড় মারলেন স্বামী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: লকডাউনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, সাহায্য চেয়ে মহিলা কমিশনে আর্জি

আপের মাজহা অঞ্চলের যুব শাখার শীর্ষনেতা সুখরাজ সিংকে 2019 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন বলজিন্দর কৌর ৷ প্রসঙ্গত, বলজিন্দর কৌর 2009 সালে পাটিয়ালার পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল করেছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি ফতেহগড় সাহিবে মাতা গুজরি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন ৷ তবে, প্রশ্ন উঠছে, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতেই পারে ৷ কিন্তু, একজন জনপ্রতিনিধি যদি গার্হস্থ্য হিংসা (Domestic violence) সহ্য চুপ থাকেন তবে, বাকি মহিলাদের কাছে কী বার্তা পৌঁছল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে !

Last Updated : Sep 2, 2022, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.