ETV Bharat / bharat

Nusrat Faria : বাবা যাদবের হাত ধরে 'হাবিবি'র খোঁজে নুসরত ফারিয়া - SVF

এসভিএফের ব্য়ানারে সম্প্রতি রিলিজ করেছে 'হাবিবি' । গানটি গেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া ৷ গানের ভিডিয়োতেও আলাদা আলাদা চারটি গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন নুসরত ।

Nusrat Faria
বাবা যাদবের হাত ধরে 'হাবিবি'র খোঁজে নুসরত ফারিয়া
author img

By

Published : Nov 9, 2021, 5:45 PM IST

কলকাতা, 9 নভেম্বর : বিরসা দাশগুপ্তর 'বিবাহ অভিযান'-এর গণেশ মাইতিকে আজও ভোলেনি দর্শক । তাঁর বিখ্যাত সংলাপ "আল হাবিবি..." আজও সিনেপ্রেমীদের কানে বাজে । এবার সেই 'হাবিবি' শীর্ষক গান গেয়েই তাক লাগালেন ওই সিনেমারই অভিনেত্রী নুসরত ফারিয়া । 'বিবাহ অভিযান’ সিনেমায়ও তাঁর অভিনয় মনে ধরেছিল মানুষের ।

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

এসভিএফের ব্য়ানারে সম্প্রতি রিলিজ করেছে 'হাবিবি' । গানটি লিখেছেন নুর নবি । সুর দিয়েছেন আদিব, সহায়তায় নুর নবি । গানটিতে একটা আরবিয়ান ফ্লেভার রয়েছে ৷ মিক্সড মাস্টারিংয়ের কাজ করেছেন জনৈক ইন্টারন্যাশনাল সাউন্ড ইঞ্জিনিয়ার । গানের ভিডিয়োতে আলাদা আলাদা চারটি গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন নুসরত । ভিডিয়ো পরিচালনা করেছেন বাবা যাদব ।

ভিডিয়ো প্রসঙ্গে বাবা যাদব বলেন, “এই প্রথমবার বাংলা গানের জন্য এতটা বড় আকারে শ্যুট করা হল । আমি নিশ্চিত, শ্রোতারা গানটির ভিজ্যুয়াল দেখে অবাক হবেন । দারুণ লোকেশনে শ্যুট হয়েছে । আদিবের সুর করা আবেদনময় সঙ্গীত মানুষকে আকর্ষণ করবে ৷ গান এবং নাচেও আরবি স্বাদ রয়েছে । এই ব্যতিক্রমী মিউজিক ভিডিওটি পরিচালনা করা আমার জন্য একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল ।"

গানটি নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়াও । তিনি বলেন, “আমার আগের গানগুলো 'হাবিবি'-র থেকে একেবারেই আলাদা । 'হাবিবি' বিদেশি রাজপ্রাসাদে শ্যুট করা হয়েছে । গানটির ভিজ্যুয়াল অবশ্যই দর্শকদের পছন্দ হবে । এছাড়াও, গানের বিট সবাইকে নাচতে বাধ্য করবে । আমার আগের ‘পটাকা’ এবং ‘আমি চাই থাকতে’ গানদুটো থেকে যে ভালবাসা পেয়েছি, আশা করি ‘হাবিবি’ দিয়েও তা অর্জন করতে পারব ।’’

অভিনেত্রী নুসরত ফারিয়া একাধারে রেডিও জকি, অন্যদিকে উপস্থাপক-মডেল-অভিনেত্রী এমনকী গায়িকাও । নিজের পরপর তিনটি মিউজিক ভিডিয়ো অ্যালবাম দর্শকদের উপহার দিলেন তিনি । পরবর্তীতে আরও কী কী নিয়ে তিনি হাজির হবেন, তার জন্য তাঁর ভক্তকুল অপেক্ষায় থাকবে তা বলাই বাহুল্য ।

কলকাতা, 9 নভেম্বর : বিরসা দাশগুপ্তর 'বিবাহ অভিযান'-এর গণেশ মাইতিকে আজও ভোলেনি দর্শক । তাঁর বিখ্যাত সংলাপ "আল হাবিবি..." আজও সিনেপ্রেমীদের কানে বাজে । এবার সেই 'হাবিবি' শীর্ষক গান গেয়েই তাক লাগালেন ওই সিনেমারই অভিনেত্রী নুসরত ফারিয়া । 'বিবাহ অভিযান’ সিনেমায়ও তাঁর অভিনয় মনে ধরেছিল মানুষের ।

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

এসভিএফের ব্য়ানারে সম্প্রতি রিলিজ করেছে 'হাবিবি' । গানটি লিখেছেন নুর নবি । সুর দিয়েছেন আদিব, সহায়তায় নুর নবি । গানটিতে একটা আরবিয়ান ফ্লেভার রয়েছে ৷ মিক্সড মাস্টারিংয়ের কাজ করেছেন জনৈক ইন্টারন্যাশনাল সাউন্ড ইঞ্জিনিয়ার । গানের ভিডিয়োতে আলাদা আলাদা চারটি গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন নুসরত । ভিডিয়ো পরিচালনা করেছেন বাবা যাদব ।

ভিডিয়ো প্রসঙ্গে বাবা যাদব বলেন, “এই প্রথমবার বাংলা গানের জন্য এতটা বড় আকারে শ্যুট করা হল । আমি নিশ্চিত, শ্রোতারা গানটির ভিজ্যুয়াল দেখে অবাক হবেন । দারুণ লোকেশনে শ্যুট হয়েছে । আদিবের সুর করা আবেদনময় সঙ্গীত মানুষকে আকর্ষণ করবে ৷ গান এবং নাচেও আরবি স্বাদ রয়েছে । এই ব্যতিক্রমী মিউজিক ভিডিওটি পরিচালনা করা আমার জন্য একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল ।"

গানটি নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়াও । তিনি বলেন, “আমার আগের গানগুলো 'হাবিবি'-র থেকে একেবারেই আলাদা । 'হাবিবি' বিদেশি রাজপ্রাসাদে শ্যুট করা হয়েছে । গানটির ভিজ্যুয়াল অবশ্যই দর্শকদের পছন্দ হবে । এছাড়াও, গানের বিট সবাইকে নাচতে বাধ্য করবে । আমার আগের ‘পটাকা’ এবং ‘আমি চাই থাকতে’ গানদুটো থেকে যে ভালবাসা পেয়েছি, আশা করি ‘হাবিবি’ দিয়েও তা অর্জন করতে পারব ।’’

অভিনেত্রী নুসরত ফারিয়া একাধারে রেডিও জকি, অন্যদিকে উপস্থাপক-মডেল-অভিনেত্রী এমনকী গায়িকাও । নিজের পরপর তিনটি মিউজিক ভিডিয়ো অ্যালবাম দর্শকদের উপহার দিলেন তিনি । পরবর্তীতে আরও কী কী নিয়ে তিনি হাজির হবেন, তার জন্য তাঁর ভক্তকুল অপেক্ষায় থাকবে তা বলাই বাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.