ETV Bharat / bharat

Dhankhar Attend FIFA WC Inauguration: কাতার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ভারতের প্রতিনিধি উপ-রাষ্ট্রপতি ধনকড়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী (Dhankhar Attend FIFA WC Inauguration) অনুষ্ঠানে কাতার যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) ৷ 20 নভেম্বর ভারতের প্রতিনিধি হিসেবে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি (FIFA World Cup Inauguration in Qatar) ৷

Vice President Jagdeep Dhankhar to Attend FIFA World Cup Inauguration in Qatar
Vice President Jagdeep Dhankhar to Attend FIFA World Cup Inauguration in Qatar
author img

By

Published : Nov 19, 2022, 7:55 PM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর: ফিফা বিশ্বকাপ 2022 এ ভারতের প্রতিনিধি হিসেবে কাতার যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) ৷ 20-21 নভেম্বর দু’দিনের সফরে কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি’র (Sheikh Tamim bin Hamad Al Thani King of Qatar) আমন্ত্রণে সরকারি অতিথি হিসেবে ধনকড় কাতার যাচ্ছেন (Dhankhar Attend FIFA WC Inauguration) ৷ ফিফা বিশ্বকাপের উদ্বোধনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি ৷ শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়েছে (FIFA World Cup Inauguration in Qatar) ৷ প্রসঙ্গত, কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ৷

ব্যবসা, প্রাকৃতিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা এবং আরও অন্যান্য ক্ষেত্রে ভারত ও কাতার একে অপরের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তিতে আবদ্ধ রয়েছে ৷ যেখানে গত অর্থ বর্ষে ভারত ও কাতারের মধ্যে 15 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়েছে ৷ যেখানে ভারতের শক্তি নিরাপত্তা ও কাতারের খাদ্য সুরক্ষা ব্যবস্থায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ আগামী বছর ভারত ও কাতার নিজেদের কূটনৈতিক স্তরে 50 বছর পূর্ণ করবে ৷ সেই আবহে বিশ্বকাপের উদ্বোধনী উৎসবে ভারতের প্রতিনিধি হিসেবে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানিয়েছেন কাতারের রাজা ৷

আরও পড়ুন: দুয়ারে বিশ্বকাপ, কাকে সাপোর্ট বিনোদন দুনিয়ার ? রইল এক ঝলকে

বর্তমানে কাতারে 84 হাজার ভারতীয়ের বসবাস ৷ যা দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তিকে আরও মজবুত করেছে ৷ জানা গিয়েছে, কাতারে এই সফরে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে উপ-রাষ্ট্রপতি সেখানকার ভারতীয়দের সঙ্গে দেখা করবেন ৷ তাঁদের একটি আলোচনা সভায় অংশ নেবেন ৷ 20 নভেম্বর থেকে শুরু হওয়া ফুটবলের এই মহাযজ্ঞ চলবে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত ৷

নয়াদিল্লি, 19 নভেম্বর: ফিফা বিশ্বকাপ 2022 এ ভারতের প্রতিনিধি হিসেবে কাতার যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) ৷ 20-21 নভেম্বর দু’দিনের সফরে কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি’র (Sheikh Tamim bin Hamad Al Thani King of Qatar) আমন্ত্রণে সরকারি অতিথি হিসেবে ধনকড় কাতার যাচ্ছেন (Dhankhar Attend FIFA WC Inauguration) ৷ ফিফা বিশ্বকাপের উদ্বোধনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি ৷ শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়েছে (FIFA World Cup Inauguration in Qatar) ৷ প্রসঙ্গত, কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ৷

ব্যবসা, প্রাকৃতিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা এবং আরও অন্যান্য ক্ষেত্রে ভারত ও কাতার একে অপরের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তিতে আবদ্ধ রয়েছে ৷ যেখানে গত অর্থ বর্ষে ভারত ও কাতারের মধ্যে 15 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়েছে ৷ যেখানে ভারতের শক্তি নিরাপত্তা ও কাতারের খাদ্য সুরক্ষা ব্যবস্থায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ আগামী বছর ভারত ও কাতার নিজেদের কূটনৈতিক স্তরে 50 বছর পূর্ণ করবে ৷ সেই আবহে বিশ্বকাপের উদ্বোধনী উৎসবে ভারতের প্রতিনিধি হিসেবে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানিয়েছেন কাতারের রাজা ৷

আরও পড়ুন: দুয়ারে বিশ্বকাপ, কাকে সাপোর্ট বিনোদন দুনিয়ার ? রইল এক ঝলকে

বর্তমানে কাতারে 84 হাজার ভারতীয়ের বসবাস ৷ যা দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তিকে আরও মজবুত করেছে ৷ জানা গিয়েছে, কাতারে এই সফরে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে উপ-রাষ্ট্রপতি সেখানকার ভারতীয়দের সঙ্গে দেখা করবেন ৷ তাঁদের একটি আলোচনা সভায় অংশ নেবেন ৷ 20 নভেম্বর থেকে শুরু হওয়া ফুটবলের এই মহাযজ্ঞ চলবে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.