নয়াদিল্লি, 27 এপ্রিল: ব্রিটেনের পাঠানো ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটরের একটি ব্যাচ ভারতে এসে পৌঁছল ৷ আমেরিকাও পাঠিয়েছে 300-রও বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে কোভিড সঙ্কটকালে যাবতীয় সাহায্য়ের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ভারতকে সাহায্যের রূপরেখা তৈরি করতে বিশ্বব্যাপী টাস্ক ফোর্স গঠন করেছে 40টি মার্কিন কোম্পানি ৷
দেশে সাংঘাতিক আকার নিয়েছে করোনাভাইরাস ৷ রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ এই অবস্থায় দেখা দিয়েছে অক্সিজেন ও বেডের হাহাকার ৷ উদ্ভুত পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ৷ করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য়ের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, "আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হল ৷ উভয় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমরা সবিস্তার আলোচনা করলাম ৷ ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ দিয়েছি ৷"
আরও পড়ুন: করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা মোদি-বাইডেনের
এ দিকে, ভারতের কোভিড লড়াইয়ে তার পাশে দাঁড়ানোর জন্য একটি বিশ্বব্যাপী টাস্ক ফোর্স গঠন করেছে শীর্ষ 40টি মার্কিন কোম্পানি ৷ মার্কিন চেম্বার্স অফ কমার্সের আমেরিকা-ভারত বিজনেস কাউন্সিল, আমেরিকা-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম ও বিজনেস রাউন্ডটেবলের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে এই টাস্ক ফোর্স ৷ তারা বৈঠকের পর কয়েক সপ্তাহের মধ্যে ভারতকে 20,000 অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ডিলয়েটের সিইও পুনীত রেনজেন ৷