ETV Bharat / bharat

Gyanvapi Masjid Case : শিবলিঙ্গ মেলার খবর, জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের - Gyanvapi Masjid Case

আদালতে আবেদনকারী হিন্দু পক্ষের আইনজীবী দীপক সিং সোমবার দাবি করেছেন, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেটির যাতে কোনও ক্ষতি না হয় তাই মসজিদ চত্বর সিল করার নির্দেশ দিয়েছে আদালত (Varanasi court orders sealing area of Gyanvapi Masjid) ৷

Gyanvapi Masjid Case order
জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের
author img

By

Published : May 16, 2022, 8:54 PM IST

Updated : May 17, 2022, 5:49 PM IST

বারাণসী, 16 মে : বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করে দেওয়ার নির্দেশ দিল সেখানকার সিভিল কোর্ট (Varanasi court orders sealing area of Gyanvapi masjid) ৷ আদালতে আবেদনকারী হিন্দু পক্ষের আইনজীবী দীপক সিং সোমবার দাবি করেছেন, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেটির যাতে কোনও ক্ষতি না হয় সেকারণেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷ এই আইনজীবীর আরও দাবি, মসজিদ কর্তৃপক্ষের তরফে ওই অংশটিকে ঝর্নার অংশ বলে দাবি করা হয়েছিল ৷

এদিনের নির্দেশে আদালত বলেছে, যে অংশে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে তা সিল করে দিতে হবে, কেউ যাতে সেখানে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে ৷ এখানকার নিরাপত্তার জন্য জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ কমিশনারেট ও সিআরপিএফকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : মঙ্গলে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ তিন দিন সমীক্ষা চলার পর সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ হিন্দু আবেদনকারীদের দাবি এই ভিডিয়ো সমীক্ষাতেই মসজিদের একটি অংশে শিবলিঙ্গের খোঁজ মিলেছে ৷ সেই রিপোর্ট আদালতেও জমা দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই এই সমীক্ষা বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷ মঙ্গলবার শীর্ষ আদালতে এই আবেদনের শুনানি রয়েছে ৷

বারাণসী, 16 মে : বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করে দেওয়ার নির্দেশ দিল সেখানকার সিভিল কোর্ট (Varanasi court orders sealing area of Gyanvapi masjid) ৷ আদালতে আবেদনকারী হিন্দু পক্ষের আইনজীবী দীপক সিং সোমবার দাবি করেছেন, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেটির যাতে কোনও ক্ষতি না হয় সেকারণেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷ এই আইনজীবীর আরও দাবি, মসজিদ কর্তৃপক্ষের তরফে ওই অংশটিকে ঝর্নার অংশ বলে দাবি করা হয়েছিল ৷

এদিনের নির্দেশে আদালত বলেছে, যে অংশে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে তা সিল করে দিতে হবে, কেউ যাতে সেখানে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে ৷ এখানকার নিরাপত্তার জন্য জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ কমিশনারেট ও সিআরপিএফকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন : মঙ্গলে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ তিন দিন সমীক্ষা চলার পর সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ হিন্দু আবেদনকারীদের দাবি এই ভিডিয়ো সমীক্ষাতেই মসজিদের একটি অংশে শিবলিঙ্গের খোঁজ মিলেছে ৷ সেই রিপোর্ট আদালতেও জমা দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই এই সমীক্ষা বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ৷ মঙ্গলবার শীর্ষ আদালতে এই আবেদনের শুনানি রয়েছে ৷

Last Updated : May 17, 2022, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.