ETV Bharat / bharat

Virat Kohli : সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি বিরুষ্কা-কন্যাকে, দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের - Vamika receives rape threats

চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের কাছে 10 উইকেটে ধরাশায়ী হয় ভারত ৷ ওই ম্যাচে অধিনায়কোচিত অর্ধশতরান করলেও কোহলির নেতৃত্বে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি 'মেন ইন ব্লু'রা ৷ তারপরেই নেটদুনিয়ায় একে একে আক্রমণের মুখে পড়ছেন খেলোয়াড়েরা ৷

Virat Kohli
পাকিস্তান ম্যাচে হারের জের, সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি বিরুষ্কা-কন্যা ভামিকাকে
author img

By

Published : Nov 2, 2021, 4:04 PM IST

Updated : Nov 2, 2021, 5:40 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর : পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অসহায় আত্মসমর্পণ ৷ সবমিলিয়ে মিরাকেল না হলে সেমিফাইনালের আগেই কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে ভারত ৷ তারপরেই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির মুখে পড়েছেন বিরুষ্কার ন'মাসের মেয়ে ভামিকাও ৷ তারপরেই এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ প্রতিবাদ জানিয়ে টুইটারে বিরাটকে খোলা চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশনও ৷ কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে দিল্লি পুলিশকে ৷ ওই নেটিজেন সম্পর্কে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে দিল্লি পুলিশের কাছে ৷

আরও পড়ুন : KL Rahul : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

দিল্লির মহিলা প্যানেল ডেপুটি কমিশনার অফ পুলিশকে (সাইবার) নোটিশ পাঠিয়েছে । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে দলের পরাজয়ের পর থেকেই বিরাট কোহলির ন'মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । দিল্লি মহিলা কমিশন (DCW) চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল বলেছেন, "জানা গিয়েছে যে তিনি সতীর্থ শামির অবিরাম ট্রোলিংয়ের বিরুদ্ধে কথা বলার কারণে বিরাটকেও আক্রমণ করা হচ্ছে ৷ এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দরকার ৷" বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, 6 নভেম্বরের মধ্যে কমিশনকে সমস্ত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে দিল্লি পুলিশকে ৷

আরও পড়ুন : Yuvraj Singh : নতুন বছরে বাইশ গজে ফিরছেন যুবরাজ

ঘটনার সূত্রপাত ৩০ অক্টোবর ৷ টুইটারে ভামিকাকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন । প্রথমে নেটিজেনরা দাবি করেন ওই ব্যক্তি পাকিস্তান থেকে টুইটটি করেছেন ৷ তারপরেই 'বুম' নামক একটি ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়, ভারতেরই দক্ষিণের একটি রাজ্য থেকে হুমকি এসেছে ৷ রাহুল গান্ধি লিখেছেন, "প্রিয় বিরাট, এদের মন ঘৃণাতে ভরা ৷ কারণ, ওদের কেউ ভালবাসা দেয় না। ওদেরকে ক্ষমা করে দাও ৷ নিদের দলকে রক্ষা কর ।"

  • Dear Virat,

    These people are filled with hate because nobody gives them any love. Forgive them.

    Protect the team.

    — Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

এর আগেও ভারতের হারে বহুবার আক্রমণের মুখে পড়তে হয়েছে কোহলির পরিবারকে ৷ কয়েক বছর আগেই নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছিলেন বিরাট-পত্নী ৷ সেই ঘটনার পরেই অধিনায়ক প্রকাশ্যে জানিয়েছিলেন, এইসব 'মেরুদণ্ডহীন'দের বিশেষ পাত্তা দিতে তিনি নারাজ ৷ যদিও এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি তাঁর তরফে ৷ ওই নেটিজেনের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নয়াদিল্লি, 2 নভেম্বর : পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অসহায় আত্মসমর্পণ ৷ সবমিলিয়ে মিরাকেল না হলে সেমিফাইনালের আগেই কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে ভারত ৷ তারপরেই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির মুখে পড়েছেন বিরুষ্কার ন'মাসের মেয়ে ভামিকাও ৷ তারপরেই এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ প্রতিবাদ জানিয়ে টুইটারে বিরাটকে খোলা চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশনও ৷ কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে দিল্লি পুলিশকে ৷ ওই নেটিজেন সম্পর্কে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে দিল্লি পুলিশের কাছে ৷

আরও পড়ুন : KL Rahul : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

দিল্লির মহিলা প্যানেল ডেপুটি কমিশনার অফ পুলিশকে (সাইবার) নোটিশ পাঠিয়েছে । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে দলের পরাজয়ের পর থেকেই বিরাট কোহলির ন'মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । দিল্লি মহিলা কমিশন (DCW) চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল বলেছেন, "জানা গিয়েছে যে তিনি সতীর্থ শামির অবিরাম ট্রোলিংয়ের বিরুদ্ধে কথা বলার কারণে বিরাটকেও আক্রমণ করা হচ্ছে ৷ এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দরকার ৷" বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, 6 নভেম্বরের মধ্যে কমিশনকে সমস্ত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে দিল্লি পুলিশকে ৷

আরও পড়ুন : Yuvraj Singh : নতুন বছরে বাইশ গজে ফিরছেন যুবরাজ

ঘটনার সূত্রপাত ৩০ অক্টোবর ৷ টুইটারে ভামিকাকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন । প্রথমে নেটিজেনরা দাবি করেন ওই ব্যক্তি পাকিস্তান থেকে টুইটটি করেছেন ৷ তারপরেই 'বুম' নামক একটি ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়, ভারতেরই দক্ষিণের একটি রাজ্য থেকে হুমকি এসেছে ৷ রাহুল গান্ধি লিখেছেন, "প্রিয় বিরাট, এদের মন ঘৃণাতে ভরা ৷ কারণ, ওদের কেউ ভালবাসা দেয় না। ওদেরকে ক্ষমা করে দাও ৷ নিদের দলকে রক্ষা কর ।"

  • Dear Virat,

    These people are filled with hate because nobody gives them any love. Forgive them.

    Protect the team.

    — Rahul Gandhi (@RahulGandhi) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

এর আগেও ভারতের হারে বহুবার আক্রমণের মুখে পড়তে হয়েছে কোহলির পরিবারকে ৷ কয়েক বছর আগেই নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছিলেন বিরাট-পত্নী ৷ সেই ঘটনার পরেই অধিনায়ক প্রকাশ্যে জানিয়েছিলেন, এইসব 'মেরুদণ্ডহীন'দের বিশেষ পাত্তা দিতে তিনি নারাজ ৷ যদিও এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি তাঁর তরফে ৷ ওই নেটিজেনের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Nov 2, 2021, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.