ETV Bharat / bharat

চারধাম যাত্রার সূচনা পিছিয়ে দিল উত্তরাখণ্ড সরকার

উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ ইউনিয়াল জানিয়েছেন, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং উত্তরকাশী জেলার বাসিন্দারা বদ্রীনাথ, কেদারনাথ এবং গঙ্গোত্রী-যমুনত্রী দর্শনে যেতে পারবেন ৷ সেক্ষেত্রে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে ৷

uttarakhand-order-for-opening-chardham-yatra-postponed-for-3-districts
চারধাম যাত্রার সূচনা পিছিয়ে দিল উত্তরাখণ্ড সরকার
author img

By

Published : Jun 15, 2021, 3:47 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 15 জুন : মঙ্গলবার চারধাম যাত্রার সূচনা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার ৷ এনিয়ে উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ ইউনিয়াল জানিয়েছেন, চারধাম যাত্রা নিয়ে নৈনিতাল হাইকোর্টে একটি মামলার শুনানি চলছে ৷ রাজ্য সরকার যাত্রার সূচনা নিয়ে 16 জুন পরবর্তী সিদ্ধান্ত জানাবে ৷ প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরেই এই চারধাম যাত্রা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে নৈনিতাল হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল ৷

এ নিয়ে উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ ইউনিয়াল জানিয়েছেন, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং উত্তরকাশী জেলার বাসিন্দারা বদ্রীনাথ, কেদারনাথ এবং গঙ্গোত্রী-যমুনত্রী দর্শনে যেতে পারবেন ৷ সেক্ষেত্রে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে ৷ প্রসঙ্গত, করোনার সংক্রমণের জেরে গত বছর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল অমরনাথ যাত্রা ৷ সেবারও ভারত সরকারে তরফে চেষ্টা করা হয়েছিল করোনার বিধিনিষেধ মেনে অমরনাথ যাত্রা করতে ৷ কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেবারের মতো অমরনাথ যাত্রা বাতিল করতে হয় ৷ এমনকি এ বছরের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও স্থগিত করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত স্থগিত

উত্তরাখণ্ড সরকার সোমবারই করোনা সংক্রান্ত কার্ফুর সময় বাড়িয়েছে ৷ 22 জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য এই কার্ফু বাড়ানো হয়েছে ৷ এই কার্ফু চলাকালীন বাজার সপ্তাহে মাত্র 3 দিন খুলবে এবং মিষ্টির দোকানগুলি 5 দিনের জন্য ব্যবসা করতে পারবে ৷ পাশাপাশি শহরের রাস্তায় অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷

দেরাদুন (উত্তরাখণ্ড), 15 জুন : মঙ্গলবার চারধাম যাত্রার সূচনা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার ৷ এনিয়ে উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ ইউনিয়াল জানিয়েছেন, চারধাম যাত্রা নিয়ে নৈনিতাল হাইকোর্টে একটি মামলার শুনানি চলছে ৷ রাজ্য সরকার যাত্রার সূচনা নিয়ে 16 জুন পরবর্তী সিদ্ধান্ত জানাবে ৷ প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরেই এই চারধাম যাত্রা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে নৈনিতাল হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল ৷

এ নিয়ে উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ ইউনিয়াল জানিয়েছেন, চামোলি, রুদ্রপ্রয়াগ এবং উত্তরকাশী জেলার বাসিন্দারা বদ্রীনাথ, কেদারনাথ এবং গঙ্গোত্রী-যমুনত্রী দর্শনে যেতে পারবেন ৷ সেক্ষেত্রে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে ৷ প্রসঙ্গত, করোনার সংক্রমণের জেরে গত বছর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল অমরনাথ যাত্রা ৷ সেবারও ভারত সরকারে তরফে চেষ্টা করা হয়েছিল করোনার বিধিনিষেধ মেনে অমরনাথ যাত্রা করতে ৷ কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেবারের মতো অমরনাথ যাত্রা বাতিল করতে হয় ৷ এমনকি এ বছরের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও স্থগিত করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত স্থগিত

উত্তরাখণ্ড সরকার সোমবারই করোনা সংক্রান্ত কার্ফুর সময় বাড়িয়েছে ৷ 22 জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য এই কার্ফু বাড়ানো হয়েছে ৷ এই কার্ফু চলাকালীন বাজার সপ্তাহে মাত্র 3 দিন খুলবে এবং মিষ্টির দোকানগুলি 5 দিনের জন্য ব্যবসা করতে পারবে ৷ পাশাপাশি শহরের রাস্তায় অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.