উত্তরকাশী, 29 নভেম্বর: 41 জন শ্রমিকের কারোরই শারীরিক অবস্থাই সংকটজনক নয়, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ মঙ্গলবার রাতে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে নিরাপদেই ৷ টানেলে সেই সময় উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ বুধবার সকালে পুষ্কর সিং ধামি চিনিয়ালিসৌর কমিউনিটি হেল্থ সেন্টারে গিয়ে 41 জন শ্রমিকের সঙ্গে দেখা করেন ৷ আগেই তিনি জানিয়েছিলেন 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবেন ৷ এদিন সকালে শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে সেই সাহায্যের চেক তুলে দিলেন ৷
আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন শ্রমিকেরা ৷ এরপর চাইলে তাঁরা বাড়িও যেতে পারেন, জানিয়েছে ধামি ৷ এই সাফল্যের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি চিকিৎসার জন্য প্রত্যেক শ্রমিককে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ধামি ৷
-
मुख्यमंत्री श्री @pushkardhami जी ने रेस्क्यू किए गए श्रमिकों को गले लगाकर उनका अभिनंदन किया। पिछले कई दिनों से मुख्यमंत्री श्री पुष्कर सिंह धामी उत्तरकाशी में रहकर पूरे बचाव अभियान का स्वयं निरीक्षण कर रहे थे। pic.twitter.com/6X43FAN3RE
— Office Of Pushkar Singh Dhami (@OfficeofDhami) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मुख्यमंत्री श्री @pushkardhami जी ने रेस्क्यू किए गए श्रमिकों को गले लगाकर उनका अभिनंदन किया। पिछले कई दिनों से मुख्यमंत्री श्री पुष्कर सिंह धामी उत्तरकाशी में रहकर पूरे बचाव अभियान का स्वयं निरीक्षण कर रहे थे। pic.twitter.com/6X43FAN3RE
— Office Of Pushkar Singh Dhami (@OfficeofDhami) November 28, 2023मुख्यमंत्री श्री @pushkardhami जी ने रेस्क्यू किए गए श्रमिकों को गले लगाकर उनका अभिनंदन किया। पिछले कई दिनों से मुख्यमंत्री श्री पुष्कर सिंह धामी उत्तरकाशी में रहकर पूरे बचाव अभियान का स्वयं निरीक्षण कर रहे थे। pic.twitter.com/6X43FAN3RE
— Office Of Pushkar Singh Dhami (@OfficeofDhami) November 28, 2023
মঙ্গলবার শ্রমিকদের উদ্ধারের পরপরই তিনি সাংবাদিকদের বলেন, "তাঁরা সবাই সুস্থ-সবল আছেন ৷ শ্রমিকরা স্ট্রেচারে করে বাইরে আসতে চাননি ৷ নিজেরাই ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছেন ৷" এবার তাঁদের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে ৷ তারপর তাঁরা চাইলেই বাড়ি যেতে পারবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
গত 12 নভেম্বর, দীপাবলির ভোরে উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে ধস নামে ৷ ভিতরে একটি অংশ ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের ওপারে আটকে পড়ে 41 জন শ্রমিক ৷ প্রায় 17 দিন ধরে আটকে থাকার পর মঙ্গলবার দুপুর নাগাদ টানেলে পাইপ বসানোর কাজ শেষ হয় ৷ রাতে ওই টানেল থেকে তাঁদের বের করে আনা হয় ৷
মুখ্যমন্ত্রী আরও জানান, এই টানেলটি নির্মাণের দায়িত্বে আছে ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এনএইচআইডিসিএল ৷ এই সংস্থার আওতায় কাজ করছিলেন ওই 41 জন শ্রমিক ৷ এরপর এনএইচআইডিসিএল শ্রমিকদের 15-20 দিনের জন্য বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে ৷ উদ্ধারকার্য প্রসঙ্গে ধামি জানান, সবচেয়ে কম বয়সি শ্রমিকদের দিয়েই উদ্ধারকার্য শুরু হয় ৷
একইসঙ্গে তিনি ঘোষণা করেন, টানেলের মুখে বহুকনাগ মন্দিরটি নতুন করে গড়ে তোলা হবে ৷ পাশাপাশি নির্মীয়মান টানেলগুলি কতটা সুরক্ষিত, তার অডিট করবে উত্তরাখণ্ড সরকার ৷
-
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami meets and enquires about the health of rescued tunnel workers at Chinyalisaur Community Health Centre, also hands over relief cheques to them pic.twitter.com/fAT6OsF4DU
— ANI (@ANI) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami meets and enquires about the health of rescued tunnel workers at Chinyalisaur Community Health Centre, also hands over relief cheques to them pic.twitter.com/fAT6OsF4DU
— ANI (@ANI) November 29, 2023#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami meets and enquires about the health of rescued tunnel workers at Chinyalisaur Community Health Centre, also hands over relief cheques to them pic.twitter.com/fAT6OsF4DU
— ANI (@ANI) November 29, 2023
এই উদ্ধারকার্যে ব়্যাট হোল মাইনার্সদের একটি বড় ভূমিকা রয়েছে ৷ এই বিষয়ে পুষ্কর সিং বলেন, "শ্রমিকরা হাত দিয়ে ওই স্তূপ বের করেছেন ৷ তাঁদের একটা বড় ভূমিকা আছে ৷ সবচেয়ে ছোট পথে কীভাবে আটকে থাকা শ্রমিকদের বের করে আনা যায়, তার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছিল ৷"
আরও পড়ুন: