ETV Bharat / bharat

বিপর্যয় মোকাবিলার আমূল পরিবর্তনে মোদির ভূমিকা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর হাতে প্রকাশিত বই - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi: মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর একটি বই প্রকাশ করেন ৷ বইয়ের বিষয় দেশের বিপর্যয় মোকাবিলায় আমূল পরিবর্তন আনায় মোদির ভূমিকা ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 8:25 PM IST

Updated : Nov 28, 2023, 11:09 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: দেশের বিপর্যয় মোকাবিলায় আমূল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিষয়ের উপর একটি বই প্রকাশিত হল মঙ্গলবার ৷ দেরাদুনে এই বই প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ বইটি প্রকাশ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা নিয়ে ষষ্ঠ বিশ্ব কংগ্রেসে ৷

বইটির নাম ‘রেজিলিয়েন্ট ইন্ডিয়া: হাউ মোদি ট্রান্সফর্মড ইন্ডিয়াজ ডিজাস্টার ম্যানেজমেন্ট পারাডাইম’ ৷ বইটির সম্পাদনা ও সংকলন করা হয়েছে ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশন ও মোদি স্টোরির তরফে ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, সহনশীল ভারত তৈরির প্রতি নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি বোঝার প্রচেষ্টার পথে এটা একটা জানলা ৷ এটা ভারতের দুর্বল থেকে আরও প্রস্তুত ও সহনশীল হওয়ার যাত্রা ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, 1979 সালে গুজরাতের মোরবি বাঁধে দুর্ঘটনা হয় ৷ কয়েক হাজার মানুষ মারা যায় ৷ নরেন্দ্র মোদির তখন 29 বছর বয়স ৷ তিনি তখন আরএসএস-এর প্রচারক ছিলেন ৷ সেই সময় তাঁর নেতৃত্বে ওই এলাকায় বিপর্যয় মোকাবিলায় নেমেছিল আরএসএস ৷ সরাসরি অর্জন করা সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে বদল করতে সাহায্য করেছে মোদিকে ৷

2001 সালে কচ্ছের ভূমিকম্পে 13 হাজার মানুষ মারা গিয়েছিলেন ৷ সেই সময় বিপর্যয় মোকাবিলায় মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ প্রথমে তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ৷ পরে ওই এলাকা পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ৷ গুজরাতই দেশের প্রথম রাজ্য যা বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আইন তৈরি করেছিল ৷

বইতে এই বিষয়গুলির উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের সময় 2015 সালে কাশ্মীরে বন্যা ও কোভিড অতিমারী মোকাবিলার বিষয়েও উল্লেখ করা হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. কয়েন নিয়ে বাচ্চাদের সঙ্গে খেলায় মাতলেন মোদি, দেখুন ভিডিয়ো
  3. পার্বতীকুণ্ডে 'রঙ্গা' পরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 28 নভেম্বর: দেশের বিপর্যয় মোকাবিলায় আমূল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিষয়ের উপর একটি বই প্রকাশিত হল মঙ্গলবার ৷ দেরাদুনে এই বই প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ বইটি প্রকাশ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা নিয়ে ষষ্ঠ বিশ্ব কংগ্রেসে ৷

বইটির নাম ‘রেজিলিয়েন্ট ইন্ডিয়া: হাউ মোদি ট্রান্সফর্মড ইন্ডিয়াজ ডিজাস্টার ম্যানেজমেন্ট পারাডাইম’ ৷ বইটির সম্পাদনা ও সংকলন করা হয়েছে ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশন ও মোদি স্টোরির তরফে ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, সহনশীল ভারত তৈরির প্রতি নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি বোঝার প্রচেষ্টার পথে এটা একটা জানলা ৷ এটা ভারতের দুর্বল থেকে আরও প্রস্তুত ও সহনশীল হওয়ার যাত্রা ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, 1979 সালে গুজরাতের মোরবি বাঁধে দুর্ঘটনা হয় ৷ কয়েক হাজার মানুষ মারা যায় ৷ নরেন্দ্র মোদির তখন 29 বছর বয়স ৷ তিনি তখন আরএসএস-এর প্রচারক ছিলেন ৷ সেই সময় তাঁর নেতৃত্বে ওই এলাকায় বিপর্যয় মোকাবিলায় নেমেছিল আরএসএস ৷ সরাসরি অর্জন করা সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে বদল করতে সাহায্য করেছে মোদিকে ৷

2001 সালে কচ্ছের ভূমিকম্পে 13 হাজার মানুষ মারা গিয়েছিলেন ৷ সেই সময় বিপর্যয় মোকাবিলায় মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ প্রথমে তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ৷ পরে ওই এলাকা পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ৷ গুজরাতই দেশের প্রথম রাজ্য যা বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আইন তৈরি করেছিল ৷

বইতে এই বিষয়গুলির উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের সময় 2015 সালে কাশ্মীরে বন্যা ও কোভিড অতিমারী মোকাবিলার বিষয়েও উল্লেখ করা হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. কয়েন নিয়ে বাচ্চাদের সঙ্গে খেলায় মাতলেন মোদি, দেখুন ভিডিয়ো
  3. পার্বতীকুণ্ডে 'রঙ্গা' পরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Last Updated : Nov 28, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.