নয়াদিল্লি, 28 নভেম্বর: দেশের বিপর্যয় মোকাবিলায় আমূল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিষয়ের উপর একটি বই প্রকাশিত হল মঙ্গলবার ৷ দেরাদুনে এই বই প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ বইটি প্রকাশ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা নিয়ে ষষ্ঠ বিশ্ব কংগ্রেসে ৷
বইটির নাম ‘রেজিলিয়েন্ট ইন্ডিয়া: হাউ মোদি ট্রান্সফর্মড ইন্ডিয়াজ ডিজাস্টার ম্যানেজমেন্ট পারাডাইম’ ৷ বইটির সম্পাদনা ও সংকলন করা হয়েছে ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশন ও মোদি স্টোরির তরফে ৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে, সহনশীল ভারত তৈরির প্রতি নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি বোঝার প্রচেষ্টার পথে এটা একটা জানলা ৷ এটা ভারতের দুর্বল থেকে আরও প্রস্তুত ও সহনশীল হওয়ার যাত্রা ।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, 1979 সালে গুজরাতের মোরবি বাঁধে দুর্ঘটনা হয় ৷ কয়েক হাজার মানুষ মারা যায় ৷ নরেন্দ্র মোদির তখন 29 বছর বয়স ৷ তিনি তখন আরএসএস-এর প্রচারক ছিলেন ৷ সেই সময় তাঁর নেতৃত্বে ওই এলাকায় বিপর্যয় মোকাবিলায় নেমেছিল আরএসএস ৷ সরাসরি অর্জন করা সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে বদল করতে সাহায্য করেছে মোদিকে ৷
2001 সালে কচ্ছের ভূমিকম্পে 13 হাজার মানুষ মারা গিয়েছিলেন ৷ সেই সময় বিপর্যয় মোকাবিলায় মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ প্রথমে তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ৷ পরে ওই এলাকা পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ৷ গুজরাতই দেশের প্রথম রাজ্য যা বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আইন তৈরি করেছিল ৷
বইতে এই বিষয়গুলির উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের সময় 2015 সালে কাশ্মীরে বন্যা ও কোভিড অতিমারী মোকাবিলার বিষয়েও উল্লেখ করা হয়েছে ৷
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন: