লখনউ, 17 জুলাই : উদ্ভুত করোনা পরিস্থিতির মধ্যে কানোয়ার যাত্রা সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এবার চাপের মুখে কানোয়ার যাত্রা এই বছরের মতো বাতিল করার সিদ্ধান্ত নিল যোগী রাজ্য ৷
করোনার কারণে গতবছরও বন্ধ ছিল কানোয়ার যাত্রা ৷ উত্তরপ্রদেশ সরকারের তরফে কানোয়ার সংঘের কাছে আবেদন করা হয়েছিল, যাতে তারা এই বছরও যাত্রা বন্ধ রাখে ৷ চাপের মুখে সেই আবেদন মেনে নিল কানোয়ার সংঘ ৷
যোগী আদিত্যনাথের সরকার শুরুতে কানোয়ার যাত্রা করানোর সিদ্ধান্ত নিয়েছিল । যাত্রা বের করার জন্য সরকারের তরফে সমস্ত প্রস্তুতিও চলছিল জোরকদমে । যাত্রা সংক্রান্ত বিষয়ে যোগী আদিত্যনাথ দুই দফা বৈঠকও করে ফেলেছিলেন স্থানীয় প্রশাসনের সঙ্গে ৷ নির্দিষ্ট সময়ে সবরকম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ৷
কিন্তু এরই মধ্যে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে হলফনামা জমা করা হয় ৷ সেখানে বলা হয় উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, সেখানে কানোয়ার যাত্রা আয়োজন করা উচিত হবে না ৷ সুপ্রিম কোর্টেরও পর্যবক্ষণ ছিল একই ৷ এই পরিস্থিতিতে কানোয়ার যাত্রার আয়োজন করা যেতে পারে না বলেই পর্যবেক্ষণে জানিয়েছিল শীর্ষ আদালত ৷
তারপর থেকেই কানোয়ার সংঘের সঙ্গে কথাবার্তা শুরু করে যোগী সরকার ৷ শেষ পর্যন্ত এই করোনা পরিস্থিতির মধ্যে কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷