ETV Bharat / bharat

92টি দেশে 50 কোটি ফাইজার (Pfizer) ভ্যাকসিন কিনে দেবে আমেরিকা

author img

By

Published : Jun 11, 2021, 3:37 PM IST

Updated : Jun 11, 2021, 4:09 PM IST

হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রথম কোনও দেশ এই বৃহৎ পরিমাণ ভ্যাকসিন কিনেছে এবং কোনও দেশকে দান করেছে ৷ আর এটির মাধ্যমে আমেরিকাবাসী কোভিড-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববাসীর পাশে থাকার অঙ্গীকার করছে বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে ৷

92 টি দেশে 50 কোটি (half billion) ফাইজার(Pfizer) ভ্যাকসিন দান করছে আমেরিকা
92 টি দেশে 50 কোটি (half billion) ফাইজার(Pfizer) ভ্যাকসিন দান করছে আমেরিকা

নয়াদিল্লি, 11জুন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফ্রিকান ইউনিয়ন-সহ 92টি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দেশের জন্য 50 কোটি কোভিড-19 এর ফাইজার ভ্যাকসিন কেনা এবং তা দান করার কথা ঘোষণা করলেন ৷ বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এই কথা ঘোষণা করেন বাইডেন ৷

হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রথম কোনও দেশ এই বৃহৎ পরিমাণ ভ্যাকসিন কিনেছে এবং কোনও দেশকে দান করেছে ৷ আর এটির মাধ্যমে আমেরিকাবাসী কোভিড-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববাসীর পাশে থাকার অঙ্গীকার করছে বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে ৷

বাইডেন জানিয়েছেন, আগামী জুনের মধ্যে 500 মিলিয়ন জীবনদায়ী ভ্যাকসিন দেশগুলিতে পৌছে যাবে ৷ যার মধ্যে 200 মিলিয়ন এই বছরের শেষেই পৌছে যাবে দেশগুলির কাছে ৷

বাইডেন করোনা অতিমারির হাত থেকে বিশ্বকে রক্ষা করতে সকল গণতান্ত্রিক দেশগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, " আমাদের এই অনুদানের উদ্দেশ্য হল , বিশ্ববাসীকে এই অতিমারীর হাত থেকে রক্ষা করা ৷" তিনি আরও বলেন, " আমেরিকা এখন গণতন্ত্রের ক্ষমতা, আমেরিকার বিজ্ঞানীদের দক্ষতা এবং আমেরিকার প্রস্তুতকারক সংস্থাগুলির কার্যক্ষমতার সাহায্যে বিশ্ববাসীকে টিকাকরণ করিয়ে এই অতিমারীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন : করোনার উৎপত্তি-তথ্য প্রকাশে চিনকে চাপ দিতে পারে না হু, মত আধিকারিকের

বাইডেন পূর্বেই ঘোষণা করেছিলেন 80 মিলিয়ল করোনার ভ্যাকসিন এই বছরের শেষের দিকে বিভিন্ন দেশগুলিতে পাঠিয়ে দেবেন ৷ প্রসঙ্গত আমেরিকা কোভ্যাক্সের জন্য 2 মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ৷ যা এখনও পর্যন্ত সব দেশের মধ্যে সর্বোচ্চ ৷

নয়াদিল্লি, 11জুন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফ্রিকান ইউনিয়ন-সহ 92টি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দেশের জন্য 50 কোটি কোভিড-19 এর ফাইজার ভ্যাকসিন কেনা এবং তা দান করার কথা ঘোষণা করলেন ৷ বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এই কথা ঘোষণা করেন বাইডেন ৷

হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রথম কোনও দেশ এই বৃহৎ পরিমাণ ভ্যাকসিন কিনেছে এবং কোনও দেশকে দান করেছে ৷ আর এটির মাধ্যমে আমেরিকাবাসী কোভিড-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববাসীর পাশে থাকার অঙ্গীকার করছে বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে ৷

বাইডেন জানিয়েছেন, আগামী জুনের মধ্যে 500 মিলিয়ন জীবনদায়ী ভ্যাকসিন দেশগুলিতে পৌছে যাবে ৷ যার মধ্যে 200 মিলিয়ন এই বছরের শেষেই পৌছে যাবে দেশগুলির কাছে ৷

বাইডেন করোনা অতিমারির হাত থেকে বিশ্বকে রক্ষা করতে সকল গণতান্ত্রিক দেশগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, " আমাদের এই অনুদানের উদ্দেশ্য হল , বিশ্ববাসীকে এই অতিমারীর হাত থেকে রক্ষা করা ৷" তিনি আরও বলেন, " আমেরিকা এখন গণতন্ত্রের ক্ষমতা, আমেরিকার বিজ্ঞানীদের দক্ষতা এবং আমেরিকার প্রস্তুতকারক সংস্থাগুলির কার্যক্ষমতার সাহায্যে বিশ্ববাসীকে টিকাকরণ করিয়ে এই অতিমারীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন : করোনার উৎপত্তি-তথ্য প্রকাশে চিনকে চাপ দিতে পারে না হু, মত আধিকারিকের

বাইডেন পূর্বেই ঘোষণা করেছিলেন 80 মিলিয়ল করোনার ভ্যাকসিন এই বছরের শেষের দিকে বিভিন্ন দেশগুলিতে পাঠিয়ে দেবেন ৷ প্রসঙ্গত আমেরিকা কোভ্যাক্সের জন্য 2 মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ৷ যা এখনও পর্যন্ত সব দেশের মধ্যে সর্বোচ্চ ৷

Last Updated : Jun 11, 2021, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.