ETV Bharat / bharat

UP Youth wants to be CM: নায়ক-এর অনিল কাপুরের মতো উত্তরপ্রদেশের রাজেশ এক ঘণ্টার মুখ্যমন্ত্রী হতে চান - উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

নায়ক সিনেমায় একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনিল কাপুর (Anil Kapoor Nayak Movie) ৷ অনেকটা সেই ভাবেই এক ঘণ্টার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) হতে চান রাজেশ কুমার (Rajesh Kumar) ৷

up-youth-wants-to-be-cm-for-an-hour-like-nayak-movie
UP Youth wants to be CM: নায়ক-এর অনিল কাপুরের মতো উত্তরপ্রদেশের রাজেশ এক ঘণ্টার মুখ্যমন্ত্রী হতে চান
author img

By

Published : Sep 3, 2022, 3:05 PM IST

মধুরা (উত্তরপ্রদেশ), 3 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হতে চান রাজেশ কুমার (Rajesh Kumar) ৷ তবে তিনি মাত্র একঘণ্টার জন্য বসতে চান লখনউয়ের মসনদে ৷ ঠিক অনেকটা অনিল কাপুরের নায়ক (Anil Kapoor Nayak Movie) সিনেমার মতো ৷

যদিও সেলুলয়েডের সঙ্গে পার্থক্য আছে বাস্তবের ৷ সিনেমায় পরিস্থিতির চাপে পড়ে রাজি হয়েছিলেন নায়ক শিবাজী ৷ কিন্তু রাজেশ কুমার নিজেই চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) হতে ৷ কেন তিনি মুখ্যমন্ত্রী হতে চান ? কারণ, প্রশাসনিক টালবাহানার জন্য তাঁর রেশন কার্ড সমস্যা তিনি ঠিক করতে চান ৷

পর্দার সঙ্গে বাস্তবের আরও পার্থক্য রয়েছে ৷ নায়ক-এর চিত্রনাট্য অনুযায়ী, একটি টেলিভিশন ডিবেটে মুখ্যমন্ত্রী (অমরীশ পুরী) সাংবাদিক শিবাজীকে (অনিল কাপুর) একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ করেছিলেন ৷ আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন নায়ক ৷

অন্যদিকে উত্তরপ্রদেশের মধুরা জেলার রাজেশ কুমার গত 16 অগস্ট নিজেই ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেশাল সিস্টেম (Integrated Grievance Redressal System) বা আইজিআরএস (IGRS) অ্যাপের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করেছেন ৷ স্থানীয় বিজওয়ারি গ্রামের চেট্টা তেহশিলের বাসিন্দা রাজেশের অনুরোধ, ‘‘আমি এক ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চাই ৷ এটাই আমার জীবনের লক্ষ্য ৷ কিন্তু কেউ আমাকে সাহায্য করছেন না ৷’’

সিনেমার শিবাজীর সঙ্গে বাস্তবের রাজেশের ঘটনার আরও দু’টি অমিল রয়েছে ৷ এক, সিনেমার মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন বলে তিনি নিজেই শিবাজীকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী করতে পেরেছিলেন ৷ কিন্তু রাজেশের প্রস্তাব শুনে আপাতত কী করবেন তা নিয়ে সিদ্ধান্তই নিতে পারছেন না ?

আর দ্বিতীয়ত পর্দার শিবাজী একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছিলেন ৷ আর বাস্তবের রাজেশ চান তাঁর নিজের সমস্যার সমাধান করতে ৷ কী সেই সমস্যা ? তাঁর প্রতিবেশীদের বক্তব্য, রাজেশের রেশন কার্ডটি বাতিল হয়ে গিয়েছে ৷ সেই সমস্যার সমাধানে তিনি প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগ করেছেন ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ তাই এক ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসে সেই সমস্যার সমাধান করতে চান রাজেশ ৷

আরও পড়ুন : যোগী রাজ্যে ফের দলিত নিগ্রহ ! আক্রান্ত মা ও নাবালক ছেলে

মধুরা (উত্তরপ্রদেশ), 3 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হতে চান রাজেশ কুমার (Rajesh Kumar) ৷ তবে তিনি মাত্র একঘণ্টার জন্য বসতে চান লখনউয়ের মসনদে ৷ ঠিক অনেকটা অনিল কাপুরের নায়ক (Anil Kapoor Nayak Movie) সিনেমার মতো ৷

যদিও সেলুলয়েডের সঙ্গে পার্থক্য আছে বাস্তবের ৷ সিনেমায় পরিস্থিতির চাপে পড়ে রাজি হয়েছিলেন নায়ক শিবাজী ৷ কিন্তু রাজেশ কুমার নিজেই চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) হতে ৷ কেন তিনি মুখ্যমন্ত্রী হতে চান ? কারণ, প্রশাসনিক টালবাহানার জন্য তাঁর রেশন কার্ড সমস্যা তিনি ঠিক করতে চান ৷

পর্দার সঙ্গে বাস্তবের আরও পার্থক্য রয়েছে ৷ নায়ক-এর চিত্রনাট্য অনুযায়ী, একটি টেলিভিশন ডিবেটে মুখ্যমন্ত্রী (অমরীশ পুরী) সাংবাদিক শিবাজীকে (অনিল কাপুর) একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ করেছিলেন ৷ আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন নায়ক ৷

অন্যদিকে উত্তরপ্রদেশের মধুরা জেলার রাজেশ কুমার গত 16 অগস্ট নিজেই ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেশাল সিস্টেম (Integrated Grievance Redressal System) বা আইজিআরএস (IGRS) অ্যাপের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করেছেন ৷ স্থানীয় বিজওয়ারি গ্রামের চেট্টা তেহশিলের বাসিন্দা রাজেশের অনুরোধ, ‘‘আমি এক ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চাই ৷ এটাই আমার জীবনের লক্ষ্য ৷ কিন্তু কেউ আমাকে সাহায্য করছেন না ৷’’

সিনেমার শিবাজীর সঙ্গে বাস্তবের রাজেশের ঘটনার আরও দু’টি অমিল রয়েছে ৷ এক, সিনেমার মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন বলে তিনি নিজেই শিবাজীকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী করতে পেরেছিলেন ৷ কিন্তু রাজেশের প্রস্তাব শুনে আপাতত কী করবেন তা নিয়ে সিদ্ধান্তই নিতে পারছেন না ?

আর দ্বিতীয়ত পর্দার শিবাজী একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছিলেন ৷ আর বাস্তবের রাজেশ চান তাঁর নিজের সমস্যার সমাধান করতে ৷ কী সেই সমস্যা ? তাঁর প্রতিবেশীদের বক্তব্য, রাজেশের রেশন কার্ডটি বাতিল হয়ে গিয়েছে ৷ সেই সমস্যার সমাধানে তিনি প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগ করেছেন ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ তাই এক ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসে সেই সমস্যার সমাধান করতে চান রাজেশ ৷

আরও পড়ুন : যোগী রাজ্যে ফের দলিত নিগ্রহ ! আক্রান্ত মা ও নাবালক ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.