আলিগড়(উত্তরপ্রদেশ), 12 জানুয়ারি : আবারও গণধর্ষণ করে খুনের ঘটনা যোগী রাজ্য়ে ৷ এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয় ৷ আজ উত্তরপ্রদেশের আলিগড়ের গান্ধি পার্ক এলাকায় রেল লাইনের ধার থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে, এই অপরাধের পিছনে তিনজন জড়িত রয়েছে ৷ পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য় খোঁজ শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, আলিগড়ের হরদুয়াগঞ্জের বছর 16-র ওই নাবালিকা ছাত্রী গত রবিবার সকাল থেকে নিখোঁজ ছিল ৷ ওইদিন সকালেই নাবালিকা নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর, তার বাড়ির লোকের কাছে একটি ম্য়াসেজ় যায় ৷ সেখানে লেখা ছিল, ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তিপণ বাবদ 5 লক্ষ টাকা দাবী করা হয় ৷ সঙ্গে অপহরণকারীরা ছাত্রীর একটি অশালীন ভিডিয়ো দেখিয়ে হুমকি দেয় ৷ সেখানে বলা হয়, মুক্তিপণের টাকা না দিলে ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন : গণধর্ষণ ও জবরদস্তি ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ বেঙ্গালুরুতে
ওই টাকা জোগাড় করতে না পেরে সোমবার সকালে গান্ধি পার্ক থানায় অভিযোগ জানায় ছাত্রীর পরিবার ৷ তারপর আজ ওই ছাত্রীর গ্রামের কাছেই, রেল লাইনের ধার থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ ৷ ওই নাবালিকা ছাত্রীর পরিবার দেহটিকে শনাক্ত করেছে ৷ পুলিশ জানিয়েছে, তাঁরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ৷ যা ওই নাবালিকার দেহের পাশেই পড়েছিল ৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার পরিবার সোমবার রাতে তিন জনের নামে অভিযোগ জানিয়েছে ৷ ওই তিনজনের বিরুদ্ধে খুন ও পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ ৷