বারিচ (উত্তর প্রদেশ), 11 নভেম্বর: নেপালে সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে 17-20 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত (UP Nepal Border Closed) । সূত্রের খবর, এ বিষয়ে নেপালের বাঁকেতে দুই দেশের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে অংশ নেন ভারত ও নেপালের সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্মকর্তারা ৷
উত্তরপ্রদেশের বারিচের জেলা ম্যাজিস্ট্রেট ডঃ দীনেশ চন্দ্র বলেন, "নেপালে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।"
নেপাল সরকার 17 থেকে 20 নভেম্বর পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । এই সময়ে সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে । নেপাল বন্ধের সময় তাদের সহযোগিতার জন্য বারিচ এবং শ্রাবস্তী জেলার প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করা হয়েছে । এছাড়াও কীভাবে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান, বন্যপ্রাণী এবং মানব পাচার রোধ করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে ৷ মহারাজগঞ্জ জেলার সুনাউলির সীমান্তও সিল থাকবে বলে জানা গিয়েছে
আরও পড়ুন: সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই