ETV Bharat / bharat

Doctor's Daughter Gang Raped: কানপুরে ডাক্তারের নাবালিকা কন্যাকে গণধর্ষণ ইনস্টাগ্রাম 'বন্ধুদের' ! - কানপুরে গণধর্ষণ

উত্তরপ্রদেশের কানপুরে এক ডাক্তারের নাবালিকা কন্যাকে গণধর্ষণের (Doctor's Daughter Gang Raped) অভিযোগ উঠল তার ইনস্টাগ্রাম 'বন্ধুদের' বিরুদ্ধে ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে (UP Rape Case)৷

Gang Raped
গণধর্ষণের প্রতীকী ছবি
author img

By

Published : Mar 5, 2023, 8:10 PM IST

কানপুর, 5 মার্চ: একজন চিকিত্সকের নাবালিকা কন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে (Doctor's Daughter Gang Raped)৷ উত্তরপ্রদেশের কানপুরে একটি হুক্কা বারে ওই কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ । এই ঘটনায় নির্যাতিতার বাবা 8 জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ (UP Rape Case)৷

ওই ডাক্তার জানান যে, তাঁর মেয়েকে তার ইনস্টাগ্রামের এক বন্ধু আমন্ত্রণ জানিয়েছিল ওই হুক্কা বারে ৷ সেখানে গেলে ওই কিশোরীকে সফট ড্রিঙ্কসের নাম করে অভিযুক্তরা মাদক খাইয়ে দেয় বলে অভিযোগ ৷ নির্যাতিতার বাবা জানান, তাঁর মেয়ে সেই পানীয় খেতে অস্বীকার করলেও তাকে জোর করে তা খাওয়ানো হয় ৷ ওই কিশোরী অজ্ঞান হয়ে যাওয়ার পর অভিযুক্ত ও তার বন্ধুরা কিশোরীটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷

মেয়েটি বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয় ৷ যার ফলে তার কপালে ও গালে আঘাত লাগে ৷ তবে ওই কিশোরী কোনওক্রমে তাদের খপ্পর থেকে পালাতে সক্ষম হয় এবং তার বাড়িতে পৌঁছয় । মেয়েটি তার বাবাকে জানায় যে, অভিযুক্ত তাকে নিয়ে একটি অশ্লীল ভিডিয়োও তৈরি করেছে এবং গত কয়েক দিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিল । অভিযুক্ত তার সেই অশ্লীল ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করে কিশোরী ।

আরও পড়ুন: আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4

ডিসিপি দক্ষিণ সলমান তাজ পাতিল বলেন, ধর্ষণ, হামলা, পসকো আইন, ভয় দেখানো এবং জোর করে মাদক খাওয়ানো-সহ বিভিন্ন বিভাগের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অপরাধীদের গ্রেফতার করার প্রচেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে । শহরে অনেকগুলি হুক্কা বার রয়েছে যা খাবারের দোকান হিসেবে চলে । এই হুক্কা বারগুলিতে, ধনী পরিবারের কিশোরীর কেবিন সরবরাহ করা হয় । পুলিশ জানিয়েছে যে, তারা এই জাতীয় হুক্কা বারের বিরুদ্ধে প্রচার শুরু করবে ও যথাযথ ব্যবস্থা নেবে ৷

কানপুর, 5 মার্চ: একজন চিকিত্সকের নাবালিকা কন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে (Doctor's Daughter Gang Raped)৷ উত্তরপ্রদেশের কানপুরে একটি হুক্কা বারে ওই কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ । এই ঘটনায় নির্যাতিতার বাবা 8 জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ (UP Rape Case)৷

ওই ডাক্তার জানান যে, তাঁর মেয়েকে তার ইনস্টাগ্রামের এক বন্ধু আমন্ত্রণ জানিয়েছিল ওই হুক্কা বারে ৷ সেখানে গেলে ওই কিশোরীকে সফট ড্রিঙ্কসের নাম করে অভিযুক্তরা মাদক খাইয়ে দেয় বলে অভিযোগ ৷ নির্যাতিতার বাবা জানান, তাঁর মেয়ে সেই পানীয় খেতে অস্বীকার করলেও তাকে জোর করে তা খাওয়ানো হয় ৷ ওই কিশোরী অজ্ঞান হয়ে যাওয়ার পর অভিযুক্ত ও তার বন্ধুরা কিশোরীটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷

মেয়েটি বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয় ৷ যার ফলে তার কপালে ও গালে আঘাত লাগে ৷ তবে ওই কিশোরী কোনওক্রমে তাদের খপ্পর থেকে পালাতে সক্ষম হয় এবং তার বাড়িতে পৌঁছয় । মেয়েটি তার বাবাকে জানায় যে, অভিযুক্ত তাকে নিয়ে একটি অশ্লীল ভিডিয়োও তৈরি করেছে এবং গত কয়েক দিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিল । অভিযুক্ত তার সেই অশ্লীল ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করে কিশোরী ।

আরও পড়ুন: আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4

ডিসিপি দক্ষিণ সলমান তাজ পাতিল বলেন, ধর্ষণ, হামলা, পসকো আইন, ভয় দেখানো এবং জোর করে মাদক খাওয়ানো-সহ বিভিন্ন বিভাগের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অপরাধীদের গ্রেফতার করার প্রচেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে । শহরে অনেকগুলি হুক্কা বার রয়েছে যা খাবারের দোকান হিসেবে চলে । এই হুক্কা বারগুলিতে, ধনী পরিবারের কিশোরীর কেবিন সরবরাহ করা হয় । পুলিশ জানিয়েছে যে, তারা এই জাতীয় হুক্কা বারের বিরুদ্ধে প্রচার শুরু করবে ও যথাযথ ব্যবস্থা নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.